ETV Bharat / state

Dengue after Covid: কোভিডের পর কতটা ভয়াবহ ডেঙ্গি ? জেনে নিন চিকিৎসকদের থেকেই - How much worse dengue after covid

যে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন তার ডেঙ্গি হলে বাড়ছে শারীরিক সমস্যা ৷ ক্ষতি হচ্ছে মানবদেহের বিভিন্ন ইন্দ্রিয়ের ৷ কোভিডের পর ডেঙ্গি কতটা ভয়াবহ, তার উত্তর দিলেন চিকিৎসকেরা ৷

Dengue
ডেঙ্গি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:37 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজ্যজুড়ে ডেঙ্গি আতঙ্ক । ছোট থেকে বড় নির্বিশেষে এই মশাবাহিত রোগ প্রাণ কেড়ে নিচ্ছে একের পর এক । তবে ডেঙ্গির আগে কোভিডের মতো মারণ ভাইরাসে প্রায় সকলেই কাবু হয়েছিলেন । কিন্তু সেসময় ডেঙ্গির সেরকম বাড়বাড়ন্ত ছিল না ৷ করোনার পর ডেঙ্গি আক্রান্তদের বেড়েছে সমস্যা । কোভিড ভাইরাস ক্ষতি করেছে মানবদেহের বিভিন্ন ইন্দ্রিয়কে । যার খেসারত দিতে হচ্ছে এখন ডেঙ্গির সময় ।

করোনার পর কতটা ভয়াবহ ডেঙ্গি ?

চিকিৎসকদের কথায়, কোনও ব্যক্তি একবার ডেঙ্গি আক্রান্ত হলে তারপর তাঁর শারীরিক জটিলতা বাড়ে । তবে পূর্বে যদি তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁর শরীরে বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়ে যায় । চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন," করোনার ফলে ফুসফুস ও হার্টের সমস্যা দেখা গিয়েছে । যেগুলোকে আমরা কোভিড পরবর্তী সমস্যা বলি । এবার অনেকের করোনার জন্য ফুসফুসটা নষ্ট হয়ে গিয়েছে ৷ তাদের ডেঙ্গির সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু বিষয়টা ভয়াবহ ।"

তবে শুধুই ফুসফুস নয়, করোনার জেরে অনেকের হার্টেও সমস্যা দেখা গিয়েছে । তাই ডেঙ্গি হলে শ্বাস প্রশ্বাস ঠিকমত নিতে পারে না মানুষ ৷ তখন শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেঙ্গির মূলত চারটি স্ট্রেন থাকে । তাই প্রথমবার কোনও ব্যক্তি একটা স্ট্রেনে আক্রান্ত হলে এবং দ্বিতীয়বার অন্য আরেকটি স্ট্রেনে আক্রান্ত হলে, এ ক্ষেত্রে সেই রোগীর ভয় থাকছে বলেই মত চিকিৎসকদের । তবে ডেঙ্গি মানবদেহের কোনও অঙ্গকে চিরতরে নষ্ট করে দেয় না । চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, ডেঙ্গি থেকে সেরে ওঠার পরে অনেক সময় লিভারের জন্য পেটে জল জমে । তার যথাযথ চিকিৎসা করলে রোগীর কোন সমস্যা থাকে না । কারণ ডেঙ্গি সাময়িক, চিরতরে এর জন্য কোন ক্ষতি হয় না । তবে দ্বিতীয়বার ডেঙ্গি হলে তখন অ্যান্টিবডির সমস্যা দেখা যায় ৷ তাই ওই সমস্ত রোগীদের সাবধানে রাখতে বলা হয় ।

আরও পড়ুন: ডেঙ্গি রুখতে নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের

এই বিষয়ে নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের একটি সমীক্ষা করা হয় । তাতে দেখা গিয়েছে, যে সমস্ত ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে তার মধ্যে 80 শতাংশের বেশি কোভিডে গুরুতর অসুস্থ ছিলেন ৷ একই সঙ্গে আইডি হাসপাতালের চিকিৎসাধীন যেসমস্ত রোগীরা ডেঙ্গি আক্রান্ত তাঁদেরও মেডিক্যাল হিস্ট্রি খতিয়ে দেখা হয় ৷ তাতে দেখা যায়, তাঁদের একটি বড় অংশ, প্রায় 90 শতাংশই আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজ্যজুড়ে ডেঙ্গি আতঙ্ক । ছোট থেকে বড় নির্বিশেষে এই মশাবাহিত রোগ প্রাণ কেড়ে নিচ্ছে একের পর এক । তবে ডেঙ্গির আগে কোভিডের মতো মারণ ভাইরাসে প্রায় সকলেই কাবু হয়েছিলেন । কিন্তু সেসময় ডেঙ্গির সেরকম বাড়বাড়ন্ত ছিল না ৷ করোনার পর ডেঙ্গি আক্রান্তদের বেড়েছে সমস্যা । কোভিড ভাইরাস ক্ষতি করেছে মানবদেহের বিভিন্ন ইন্দ্রিয়কে । যার খেসারত দিতে হচ্ছে এখন ডেঙ্গির সময় ।

করোনার পর কতটা ভয়াবহ ডেঙ্গি ?

চিকিৎসকদের কথায়, কোনও ব্যক্তি একবার ডেঙ্গি আক্রান্ত হলে তারপর তাঁর শারীরিক জটিলতা বাড়ে । তবে পূর্বে যদি তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁর শরীরে বেশ কিছু সমস্যা আগে থেকেই রয়ে যায় । চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন," করোনার ফলে ফুসফুস ও হার্টের সমস্যা দেখা গিয়েছে । যেগুলোকে আমরা কোভিড পরবর্তী সমস্যা বলি । এবার অনেকের করোনার জন্য ফুসফুসটা নষ্ট হয়ে গিয়েছে ৷ তাদের ডেঙ্গির সময় যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু বিষয়টা ভয়াবহ ।"

তবে শুধুই ফুসফুস নয়, করোনার জেরে অনেকের হার্টেও সমস্যা দেখা গিয়েছে । তাই ডেঙ্গি হলে শ্বাস প্রশ্বাস ঠিকমত নিতে পারে না মানুষ ৷ তখন শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেঙ্গির মূলত চারটি স্ট্রেন থাকে । তাই প্রথমবার কোনও ব্যক্তি একটা স্ট্রেনে আক্রান্ত হলে এবং দ্বিতীয়বার অন্য আরেকটি স্ট্রেনে আক্রান্ত হলে, এ ক্ষেত্রে সেই রোগীর ভয় থাকছে বলেই মত চিকিৎসকদের । তবে ডেঙ্গি মানবদেহের কোনও অঙ্গকে চিরতরে নষ্ট করে দেয় না । চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, ডেঙ্গি থেকে সেরে ওঠার পরে অনেক সময় লিভারের জন্য পেটে জল জমে । তার যথাযথ চিকিৎসা করলে রোগীর কোন সমস্যা থাকে না । কারণ ডেঙ্গি সাময়িক, চিরতরে এর জন্য কোন ক্ষতি হয় না । তবে দ্বিতীয়বার ডেঙ্গি হলে তখন অ্যান্টিবডির সমস্যা দেখা যায় ৷ তাই ওই সমস্ত রোগীদের সাবধানে রাখতে বলা হয় ।

আরও পড়ুন: ডেঙ্গি রুখতে নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের

এই বিষয়ে নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের একটি সমীক্ষা করা হয় । তাতে দেখা গিয়েছে, যে সমস্ত ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে তার মধ্যে 80 শতাংশের বেশি কোভিডে গুরুতর অসুস্থ ছিলেন ৷ একই সঙ্গে আইডি হাসপাতালের চিকিৎসাধীন যেসমস্ত রোগীরা ডেঙ্গি আক্রান্ত তাঁদেরও মেডিক্যাল হিস্ট্রি খতিয়ে দেখা হয় ৷ তাতে দেখা যায়, তাঁদের একটি বড় অংশ, প্রায় 90 শতাংশই আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.