ETV Bharat / state

Mamata Banerjee : করোনাকালে কীভাবে পুজো, উদ্যোক্তাদের সঙ্গে আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

author img

By

Published : Sep 7, 2021, 2:26 PM IST

Updated : Sep 7, 2021, 4:56 PM IST

কোন পথে হবে এ বছরের দুর্গাপুজো (Durga Puja) ? তারই রূপরেখা তৈরি করতে আজ পুলিশ, প্রশাসন ও পুজো আয়োজকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তবে বৈঠকে থাকবে না ভবানীপুরের কোনও ক্লাব ৷

how durga puja will be celebrated, Mamata Banerjee to meet organisers today
দুর্গাপুজো কোন পথে ? আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

কলকাতা, 7 সেপ্টেম্বর: করোনাকালে (Coronavirus) দুর্গাপুজো (Durga Puja) কোন পথে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে । বিশেষ করে সামনেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রশাসনের ঘুম উড়েছে । এই অবস্থায় দুর্গাপুজোর গাইডলাইন ঠিক করতে পুলিশ প্রশাসন এবং ক্লাবগুলিকে নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিকে রাজ্যের 3 কেন্দ্রে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে । ফলে ওই তিন কেন্দ্রে জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি ৷ এই অবস্থায় কোনও ঘোষণা প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনীবিধি লঙ্ঘনের সামিল হতে পারে । আর তাই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে যেতে বারণ করা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুজো আয়োজকদের ।

আরও পড়ুন: Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন

প্রতিবছরই উৎসবের মরসুমে এ ধরনের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করোনা আবহে গত বছরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ যার ফলে দুর্গাপুজোয় রাজ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সমর্থ হয়েছিল রাজ্য সরকার ৷ চলতি বছর দিনকয়েক আগেই ওনাম উৎসব পালনের পর লাফিয়ে বেড়েছে কেরালার করোনা সংক্রমণ ৷ তাই বাংলায় দুর্গাপুজোর উৎসবকে সংক্রমণমুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের

আজ রুটিন বৈঠক হলেও যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়েছে, আর ওই উপনির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী স্বয়ং, তাই এ দিনের বৈঠকে ভবানীপুরের ক্লাবগুলির দিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে । রাজ্য সরকারের তরফে কীভাবে সংক্রমণমুক্ত পুজো সম্পন্ন করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে । যেহেতু এ বছর এই মুহূর্তে সংক্রমণের হার অনেকটাই কম, তাই সাধারণ মানুষের মধ্যেও কোভিড বিধি মানা নিয়ে একটা অনীহা তৈরি হয়েছে, যা আদতে বড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছে রাজ্য সরকার । আর তাই এই অবস্থায় পুজো কতটা সংক্রমণ বৃদ্ধির কারণ হবে, তা নিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকার । সে কারণেই এ দিন ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বেশকিছু কড়া সিদ্ধান্তের কথা জানাতে পারে রাজ্য সরকার । বিশেষ করে করোনা নিয়ন্ত্রণে ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা গ্রহণের কথা বলতে পারেন মমতা ৷

আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

কলকাতা, 7 সেপ্টেম্বর: করোনাকালে (Coronavirus) দুর্গাপুজো (Durga Puja) কোন পথে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে । বিশেষ করে সামনেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রশাসনের ঘুম উড়েছে । এই অবস্থায় দুর্গাপুজোর গাইডলাইন ঠিক করতে পুলিশ প্রশাসন এবং ক্লাবগুলিকে নিয়ে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিকে রাজ্যের 3 কেন্দ্রে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে । ফলে ওই তিন কেন্দ্রে জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি ৷ এই অবস্থায় কোনও ঘোষণা প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনীবিধি লঙ্ঘনের সামিল হতে পারে । আর তাই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে যেতে বারণ করা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুজো আয়োজকদের ।

আরও পড়ুন: Bhabanipur By Election : বুধে প্রচার শুরু মমতার, শুক্রবার দিতে পারেন মনোনয়ন

প্রতিবছরই উৎসবের মরসুমে এ ধরনের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করোনা আবহে গত বছরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ যার ফলে দুর্গাপুজোয় রাজ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে সমর্থ হয়েছিল রাজ্য সরকার ৷ চলতি বছর দিনকয়েক আগেই ওনাম উৎসব পালনের পর লাফিয়ে বেড়েছে কেরালার করোনা সংক্রমণ ৷ তাই বাংলায় দুর্গাপুজোর উৎসবকে সংক্রমণমুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : জীবন দেব, মাথা নত করব না; ইডির জেরার পর বিজেপিকে হুঙ্কার অভিষেকের

আজ রুটিন বৈঠক হলেও যেহেতু উপনির্বাচন ঘোষণা হয়েছে, আর ওই উপনির্বাচনে প্রার্থী মুখ্যমন্ত্রী স্বয়ং, তাই এ দিনের বৈঠকে ভবানীপুরের ক্লাবগুলির দিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে । রাজ্য সরকারের তরফে কীভাবে সংক্রমণমুক্ত পুজো সম্পন্ন করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে । যেহেতু এ বছর এই মুহূর্তে সংক্রমণের হার অনেকটাই কম, তাই সাধারণ মানুষের মধ্যেও কোভিড বিধি মানা নিয়ে একটা অনীহা তৈরি হয়েছে, যা আদতে বড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছে রাজ্য সরকার । আর তাই এই অবস্থায় পুজো কতটা সংক্রমণ বৃদ্ধির কারণ হবে, তা নিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকার । সে কারণেই এ দিন ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বেশকিছু কড়া সিদ্ধান্তের কথা জানাতে পারে রাজ্য সরকার । বিশেষ করে করোনা নিয়ন্ত্রণে ক্লাবগুলোকে সক্রিয় ভূমিকা গ্রহণের কথা বলতে পারেন মমতা ৷

আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

Last Updated : Sep 7, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.