ETV Bharat / state

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ, উত্তরে স্বস্তির বৃষ্টি

author img

By

Published : Apr 11, 2022, 7:10 AM IST

দক্ষিণবঙ্গে পারদ চড়লেও উত্তরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে স্বস্তিতে উত্তরবঙ্গ (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
দক্ষিণে চড়বে পারদ, উত্তরে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি

কলকাতা, 11 এপ্রিল : দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারেই স্বস্তিদায়ক নয় ৷ চড়া রোদ আর দুর্বিষহ গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ এদিকে দক্ষিণবঙ্গের যখন চাঁদিফাটা গরমে প্রাণ যায় যায় অবস্থা তখন নিশ্চিতে উত্তরবঙ্গ ৷ দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার সময় হিমালয়ের পাদদেশে বৃষ্টি হচ্ছে । ফলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আপাতত রোদের দেখা নেই ৷ গতকালই উত্তর দিনাজপুরের কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে ৷ তবে উত্তরের এই আবহাওয়ার ছিঁটেফোটাও জুটছে না দক্ষিণবঙ্গবাসীর ৷

চৈত্র পেরিয়ে বৈশাখ কড়া নাড়ছে । সময় যত গড়াচ্ছে গরম যেন আরও আগুন ঝরাচ্ছে। এই সময় কালবৈশাখী স্বস্তি দিতে পারত কিন্তু তা এখন বইয়ের পাতায় । রাজস্থান থেকে বিহারের তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে উষ্ণতা । আলিপুর আবহাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update )। দক্ষিণবঙ্গবাসী এই গরমের হাত থেকে কবে রেহাই পাবে তারও কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস ৷

আরও পড়ুন : Hailstrom at Uttar Dinajpur : ইসলামপুরে আচমকা শিলাবৃষ্টিতে সব তছনছ

রাজস্থান, বিহারের তাপপ্রবাহের কারণে বঙ্গে বাড়ছে উষ্ণতা । রবিবার সপ্তাহের শেষদিনে শুষ্ক গরমে অস্বস্তি চরমে । রবিবার রাতে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেড়ে 27.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল । বেশ কয়েকদিন পরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস । পারদের এই ঊর্ধ্বগতির সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার হার 86, যা অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট ।

কলকাতা, 11 এপ্রিল : দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারেই স্বস্তিদায়ক নয় ৷ চড়া রোদ আর দুর্বিষহ গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ এদিকে দক্ষিণবঙ্গের যখন চাঁদিফাটা গরমে প্রাণ যায় যায় অবস্থা তখন নিশ্চিতে উত্তরবঙ্গ ৷ দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার সময় হিমালয়ের পাদদেশে বৃষ্টি হচ্ছে । ফলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আপাতত রোদের দেখা নেই ৷ গতকালই উত্তর দিনাজপুরের কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে ৷ তবে উত্তরের এই আবহাওয়ার ছিঁটেফোটাও জুটছে না দক্ষিণবঙ্গবাসীর ৷

চৈত্র পেরিয়ে বৈশাখ কড়া নাড়ছে । সময় যত গড়াচ্ছে গরম যেন আরও আগুন ঝরাচ্ছে। এই সময় কালবৈশাখী স্বস্তি দিতে পারত কিন্তু তা এখন বইয়ের পাতায় । রাজস্থান থেকে বিহারের তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে উষ্ণতা । আলিপুর আবহাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update )। দক্ষিণবঙ্গবাসী এই গরমের হাত থেকে কবে রেহাই পাবে তারও কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস ৷

আরও পড়ুন : Hailstrom at Uttar Dinajpur : ইসলামপুরে আচমকা শিলাবৃষ্টিতে সব তছনছ

রাজস্থান, বিহারের তাপপ্রবাহের কারণে বঙ্গে বাড়ছে উষ্ণতা । রবিবার সপ্তাহের শেষদিনে শুষ্ক গরমে অস্বস্তি চরমে । রবিবার রাতে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেড়ে 27.2 ডিগ্রি সেলসিয়াসে ছিল । বেশ কয়েকদিন পরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস । পারদের এই ঊর্ধ্বগতির সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার হার 86, যা অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.