কলকাতা, 29 সেপ্টেম্বর : এবার মাত্র 39 টাকায় বেড়াতে পারবেন গঙ্গাবক্ষে । কলকাতার আশপাশে সবক'টি গুরুত্বপূর্ণ ঘাট ঘুরে দেখা যাবে ক্রুজে । নাম দেওয়া হয়েছে "হেরিটেজ ক্রুজ" । এই ব্যবস্থা চালু করল রাজ্য পরিবহন নিগম।
1 অক্টোবর থেকে কলকাতার আশেপাশের ঐতিহাসিক ঘাটগুলি ভ্রমণ করা যাবে । শুধু ঘুরে দেখাই নয়, সেসব ঘাটের ও শহরের ইতিহাসও জানানো হবে । শহর ও শহরের ইতিহাস জানতে উৎসুক যাঁরা তাঁদের তো বটেই, এই ক্রুজে আনন্দ পাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই । এর আগেও এই ধরনের পরিষেবা চালু হলেও কলকাতা সংলগ্ন যে অসংখ্য ঘাট রয়েছে সেগুলি দেখার কোনও ব্যবস্থা ছিল না । মিলিনিয়াম পার্ক জেটি থেকে প্রতিদিন ছাড়বে এই হেরিটেজ ক্রুজটি । তবে সোমবার থেকে শুক্রবার সারাদিনে দু'বার এই পরিষেবা মিলবে । বিকেল 4টে ও সন্ধ্যা টা পর্যন্ত ক্রুজ ঘুরতে পারবেন । তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এবং যে কোনও ছুটির দিন চারবার চালু থাকবে এই পরিষেবা । বেলা 12টা, দুপুর 2টো, বিকেল 4টে ও সন্ধ্যা 6টা, এই সময়ে মিলবে ক্রুজ পরিষেবা ।
বিশেষ এই ক্রুজ লঞ্চটিকে সাজানোও হয়েছে খুব মনোরমভাবে । থাকছে ক্যাফেটেরিয়া ও সেলফি জোন । লঞ্চে চলবে রবীন্দ্রসংগীত । যাত্রাপথে মিলবে পানীয় জল ও শৌচাগার ব্যবহারের সুযোগ । যদিও এই জন্য বাড়তি মূল্য দিতে হবে না ।
পরিবহন নিগম সূত্রের খবর, 90 মিনিটের এই সফরে যাওয়ার পথে লঞ্চটি থামবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাটে, ভূতনাথ, শ্মশান কালীর মন্দির ও নিমতলা শ্মশানঘাটে । যাত্রাপথে দেখা যাবে আর্মেনিয়ান ঘাট, বিবাদীবাগ স্টেশন, স্ট্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাটসহ আরও অন্যান্য ঘাট ।