ETV Bharat / state

Rape Accused Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাত করানোর অভিযোগ, বিবাহবিচ্ছিন্নার নালিশে ধৃত যুবক - শারীরিক নির্যাতন

বিবাহবিচ্ছিন্না এক যুবতীর সঙ্গে সহবাসের পরও বিয়ে না করা এবং জোর করে গর্ভপাত করানো ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ ৷

Rape Accused Arrested
Rape Accused Arrested
author img

By

Published : Jun 1, 2023, 8:38 PM IST

শ্রীরামপুর (হুগলি), 1 জুন: সোশ্যাল মিডিয়ায় পরিচয় ৷ সেখান থেকে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ তার পরও প্রতিশ্রুতি পালন না করায় বাঁকুড়ার বাসিন্দা মানস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিবাহবিচ্ছিন্না এক যুবতী ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে মানসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর দাদা তাপস বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ওই মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে৷ পুলিশ এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ ৷

তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স 32 ৷ তিনি হাওড়ার বালির বাসিন্দা ৷ তিনি বিবাহবিচ্ছিন্না ৷ তাঁর দুই নাবালক সন্তান রয়েছে ৷ ওই যুবতীর দাবি, বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার ঘটকপাড়ার যুবক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলাপ হয় ৷ সেই আলাপ থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ ঘনিষ্ঠতা বাড়ে ৷ মানস তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন ৷

যুবতী জানিয়েছেন, গত বছর অগস্ট মাসে হুগলির উত্তরপাড়া ভদ্রকালীর পানপাড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা । সেখানেই দুই নাবালক সন্তানকে নিয়ে চলে আসেন তিনি । মানস ফ্ল্যাটে মাঝেমধ্যে আসতেন । তাঁরা স্বামী-স্ত্রীর মতোই থাকতেন ৷ একাধিকবার তাঁর গর্ভপাতও করানো হয় ৷ ইতিমধ্যে দুই পরিবারই তাঁদের সম্পর্কের বিষয়ে জেনে যায় ৷ দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনাও হয় ৷ তাঁকে রেজিস্ট্রি ম্যারেজের একটি ফর্মে সইও করানো হয় ৷ তার পর নানা অজুহাতে মানস বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন ৷ কিন্তু পরে জানা যায় ফর্মটি ভুয়ো ছিল ৷

যুবতীর দাবি, গত 4 মে সমস্যা বড় আকার নেয় । সেদিন সকালে মানসের পরিবার উত্তরপাড়ায় ফ্ল্যাটে আসেন । সেদিন মানসকে নিয়ে যেতে চান তাঁরা । তিনি আপত্তি জানালে তাঁকেও গালিগালাজ করা হয় ৷ এমনকি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় । তার পর পরিবারের লোকেরা মানসকে নিয়ে চলে যান ৷ তার পর থেকে আর তিনি মানসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ শেষে গত 20 মে তিনি শ্রীরামপুর ডিসির সাহায্যে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে পুলিশ মানস ও তাঁর দাদাকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: ফেবু থেকে প্রেম, বিয়ের তারিখ পাকা হতেই উধাও প্রেমিক !

শ্রীরামপুর (হুগলি), 1 জুন: সোশ্যাল মিডিয়ায় পরিচয় ৷ সেখান থেকে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ তার পরও প্রতিশ্রুতি পালন না করায় বাঁকুড়ার বাসিন্দা মানস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিবাহবিচ্ছিন্না এক যুবতী ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে মানসকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর দাদা তাপস বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে ওই মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে৷ পুলিশ এখনই এই বিষয়ে মুখ খুলতে নারাজ ৷

তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স 32 ৷ তিনি হাওড়ার বালির বাসিন্দা ৷ তিনি বিবাহবিচ্ছিন্না ৷ তাঁর দুই নাবালক সন্তান রয়েছে ৷ ওই যুবতীর দাবি, বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার ঘটকপাড়ার যুবক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলাপ হয় ৷ সেই আলাপ থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ ঘনিষ্ঠতা বাড়ে ৷ মানস তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন ৷

যুবতী জানিয়েছেন, গত বছর অগস্ট মাসে হুগলির উত্তরপাড়া ভদ্রকালীর পানপাড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা । সেখানেই দুই নাবালক সন্তানকে নিয়ে চলে আসেন তিনি । মানস ফ্ল্যাটে মাঝেমধ্যে আসতেন । তাঁরা স্বামী-স্ত্রীর মতোই থাকতেন ৷ একাধিকবার তাঁর গর্ভপাতও করানো হয় ৷ ইতিমধ্যে দুই পরিবারই তাঁদের সম্পর্কের বিষয়ে জেনে যায় ৷ দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনাও হয় ৷ তাঁকে রেজিস্ট্রি ম্যারেজের একটি ফর্মে সইও করানো হয় ৷ তার পর নানা অজুহাতে মানস বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন ৷ কিন্তু পরে জানা যায় ফর্মটি ভুয়ো ছিল ৷

যুবতীর দাবি, গত 4 মে সমস্যা বড় আকার নেয় । সেদিন সকালে মানসের পরিবার উত্তরপাড়ায় ফ্ল্যাটে আসেন । সেদিন মানসকে নিয়ে যেতে চান তাঁরা । তিনি আপত্তি জানালে তাঁকেও গালিগালাজ করা হয় ৷ এমনকি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় । তার পর পরিবারের লোকেরা মানসকে নিয়ে চলে যান ৷ তার পর থেকে আর তিনি মানসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ শেষে গত 20 মে তিনি শ্রীরামপুর ডিসির সাহায্যে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে নেমে পুলিশ মানস ও তাঁর দাদাকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন: ফেবু থেকে প্রেম, বিয়ের তারিখ পাকা হতেই উধাও প্রেমিক !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.