ETV Bharat / state

Bengal Politics : হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন কাশীপুর-বেলগাছিয়ার ঘরছাড়া বিজেপি কর্মীরা

2 মে বিধানসভা নির্বাচনের (Bengal Election 2021) ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া রয়েছেন কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকার 30 জন বিজেপি কর্মী (BJP) ৷ অভিযোগ, তৃণমূলের নেতারা তাঁদের উপর অত্যাচার চালান ৷ তাতেই তাঁরা এলাকা ছাড়া হন ৷ এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরানো হল ৷

বাড়ি ফিরলেন কাশিপুর-বেলগাছিয়ার ঘরছাড়া বিজেপি কর্মীরা
বাড়ি ফিরলেন কাশিপুর-বেলগাছিয়ার ঘরছাড়া বিজেপি কর্মীরা
author img

By

Published : Jun 9, 2021, 10:17 PM IST

কলকাতা, 9 জুন : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ঘরছাড়া 30 জন বিজেপি কর্মীকে বাড়ি ফেরালেন বিজেপি নেতৃত্ব । গত 2 মে নির্বাচনের ফল প্রকাশের (Bengal Election 2021) পর থেকেই কাশীপুর বেলগাছিয়ার 3 নম্বর ওয়ার্ড, 21, 22 নম্বর রাজা মণীন্দ্র রোড, চিৎপুর, কাশীপুর এলাকার এই সমস্ত বিজেপি কর্মীরা ঘরছাড়া ছিলেন ।

বুধবার 30 জন ঘরছাড়া বিজেপি কর্মীদের পুলিশ ভ্যানে করে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয় । চিৎপুর ও টালা থানার পুলিশ আধিকারিকরা রানা বিশ্বাস, প্রদীপ সাহা, আকাশ রায়, বাপ্পা ভাণ্ডারী, সব্যসাচী চক্রবর্তী, দীপক বন্দ্যোপাধ্যায়, আনন্দ সাউ, সোমা ভট্টাচার্য, পিঙ্কি চৌহান, প্রিয়াঙ্কা চক্রবর্তী, অনিমা সিংদের বাড়ি বাড়ি যান ৷ তাঁদের নির্ভয়ে বাড়িতে থাকার আশ্বাস দেন ।

রানা বিশ্বাস বলেন, "2 মে'র ফলাফল প্রকাশের পর আমাদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল । তারপর থেকেই আমরা বাড়ি ছাড়া । আমাদের টিভি, আলমারি-সহ ঘরের আসবাবপত্র লুট করা হয় ।"

কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার বাড়ি ফেরানো হল কাশীপুর-বেলগাছিয়ার ঘরছাড়া বিজেপি কর্মীদের ৷

বিজেপির উত্তর কলকাতা জেলার সম্পাদক সত্যজিৎ বিশ্বাস বলেন, "কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের 30 জন বিজেপি কর্মী-সমর্থকের উপর অত্যচার শুরু করে তৃণমূলের নেতারা ৷ আজ হাইকোর্টের নির্দেশে পুলিশের সহযোগিতায় তাঁরা বাড়ি ফিরেছেন ৷ এই সমস্ত বিজেপি কর্মীদের ধন সম্পত্তি লুট করা হয়েছে । কোর্টের নির্দেশে কলকাতা পুলিশের সহযোগিতায় পুলিশের গাড়িতে করেই তাঁদের বাড়ি ফেরানো হয়েছে ৷ বিজেপি করার 'অপরাধ'-এ তাঁদের ঘরছাড়া হতে হয় ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : বজ্রাঘাতের মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগামিকাল খানাকুলে অভিষেক

কলকাতা, 9 জুন : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ঘরছাড়া 30 জন বিজেপি কর্মীকে বাড়ি ফেরালেন বিজেপি নেতৃত্ব । গত 2 মে নির্বাচনের ফল প্রকাশের (Bengal Election 2021) পর থেকেই কাশীপুর বেলগাছিয়ার 3 নম্বর ওয়ার্ড, 21, 22 নম্বর রাজা মণীন্দ্র রোড, চিৎপুর, কাশীপুর এলাকার এই সমস্ত বিজেপি কর্মীরা ঘরছাড়া ছিলেন ।

বুধবার 30 জন ঘরছাড়া বিজেপি কর্মীদের পুলিশ ভ্যানে করে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয় । চিৎপুর ও টালা থানার পুলিশ আধিকারিকরা রানা বিশ্বাস, প্রদীপ সাহা, আকাশ রায়, বাপ্পা ভাণ্ডারী, সব্যসাচী চক্রবর্তী, দীপক বন্দ্যোপাধ্যায়, আনন্দ সাউ, সোমা ভট্টাচার্য, পিঙ্কি চৌহান, প্রিয়াঙ্কা চক্রবর্তী, অনিমা সিংদের বাড়ি বাড়ি যান ৷ তাঁদের নির্ভয়ে বাড়িতে থাকার আশ্বাস দেন ।

রানা বিশ্বাস বলেন, "2 মে'র ফলাফল প্রকাশের পর আমাদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল । তারপর থেকেই আমরা বাড়ি ছাড়া । আমাদের টিভি, আলমারি-সহ ঘরের আসবাবপত্র লুট করা হয় ।"

কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার বাড়ি ফেরানো হল কাশীপুর-বেলগাছিয়ার ঘরছাড়া বিজেপি কর্মীদের ৷

বিজেপির উত্তর কলকাতা জেলার সম্পাদক সত্যজিৎ বিশ্বাস বলেন, "কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের 30 জন বিজেপি কর্মী-সমর্থকের উপর অত্যচার শুরু করে তৃণমূলের নেতারা ৷ আজ হাইকোর্টের নির্দেশে পুলিশের সহযোগিতায় তাঁরা বাড়ি ফিরেছেন ৷ এই সমস্ত বিজেপি কর্মীদের ধন সম্পত্তি লুট করা হয়েছে । কোর্টের নির্দেশে কলকাতা পুলিশের সহযোগিতায় পুলিশের গাড়িতে করেই তাঁদের বাড়ি ফেরানো হয়েছে ৷ বিজেপি করার 'অপরাধ'-এ তাঁদের ঘরছাড়া হতে হয় ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : বজ্রাঘাতের মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগামিকাল খানাকুলে অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.