ETV Bharat / state

নাড্ডার কনভয়ে হামলা : মুখ্যসচিব ও ডিজিকে দিল্লি তলব স্বরাষ্ট্রমন্ত্রকের - রাজ্য়পাল জগদীপ ধনকড়

আগামী 14 ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে ৷

মুখ্যসচিব
মুখ্যসচিব
author img

By

Published : Dec 11, 2020, 12:02 PM IST

Updated : Dec 11, 2020, 12:32 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ কেন্দ্রের ৷ রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আগামী 14 ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে ৷

গতকাল জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আজ মন্ত্রকে সেই রিপোর্ট পাঠান রাজ্যপাল ৷ তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠানো হয়েছে ৷

গতকাল সকালে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয় ৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে ৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাঁচ ভাঙে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ৷ এই ঘটনায় গতকালই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন : আগামীকাল রাজ্যে আসছেন সংঘ প্রধান

অপরদিকে, এই ঘটনার পর রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড় । মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । বৈঠকের পরই টুইটে তিনি লেখেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলাসহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি । অপর একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রাজ্য়ের অরাজকতা ও আইন-শৃঙ্খলা নিয়ে আমি চিন্তিত ৷ রাজ্য় পুলিশকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পুলিশের মদতে শাসক দলের হার্মাদরা বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালাল ৷ গতকাল সকালেই মুখ্য়সচিব এবং ডিজিপিকে আইন-শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে সতর্ক করা সত্ত্বেও এই ঘটনা ঘটল ৷

গোটা ঘটনায় রাজ্য়পালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় ৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল। তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের মধ্যে দু'টি ভিন্ন ঘটনার দু'টি রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

কলকাতা, 11 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ কেন্দ্রের ৷ রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আগামী 14 ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে ৷

গতকাল জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আজ মন্ত্রকে সেই রিপোর্ট পাঠান রাজ্যপাল ৷ তারপরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠানো হয়েছে ৷

গতকাল সকালে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে নাড্ডার কনভয় ৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে ৷ সেখানে তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাঁচ ভাঙে কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ৷ এই ঘটনায় গতকালই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন : আগামীকাল রাজ্যে আসছেন সংঘ প্রধান

অপরদিকে, এই ঘটনার পর রাজ্যের পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড় । মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । বৈঠকের পরই টুইটে তিনি লেখেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলাসহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি । অপর একটি টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রাজ্য়ের অরাজকতা ও আইন-শৃঙ্খলা নিয়ে আমি চিন্তিত ৷ রাজ্য় পুলিশকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পুলিশের মদতে শাসক দলের হার্মাদরা বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালাল ৷ গতকাল সকালেই মুখ্য়সচিব এবং ডিজিপিকে আইন-শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে সতর্ক করা সত্ত্বেও এই ঘটনা ঘটল ৷

গোটা ঘটনায় রাজ্য়পালের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় ৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল। তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের মধ্যে দু'টি ভিন্ন ঘটনার দু'টি রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Last Updated : Dec 11, 2020, 12:32 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.