ETV Bharat / state

MHA warns Ananda Bose: স্বরাষ্ট্রমন্ত্রকের ফোন, দিল্লির অনুমতি নিয়ে কলকাতা ছাড়তে হবে রাজ্যপালকে - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Governor CV Ananda Bose: সময়ের আগেই কোটা শেষ করে ফেলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাই এবার রাজ্যপালের ভ্রমণে 'লাগাম' ৷ চলতি বছরে ভিন রাজ্য, এমনকী বাংলারই বিভিন্ন এলাকায় গিয়েছেন রাজ্যপাল ৷ তার ফলে বিপুল টাকা বকেয়াও রয়েছে রাজভবনের ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 9:58 AM IST

Updated : Oct 17, 2023, 10:41 AM IST

কলকাতা, 17 অক্টোবর: সতর্ক করা হল রাজভবনকে ৷ তাও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক থেকেই ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভিন রাজ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে ৷ সূত্রের দাবি, এই প্রথম পশ্চিমবঙ্গের কোনও রাজ্যপালকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷

এর কারণ কী ? সূত্রের দাবি, ভারতে যে কোনও রাজ্যের রাজ্যপাল বছরে 73 বার ভিন রাজ্যে যেতে পারেন ৷ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস এই চলতি বছরে 73 বার আন্তঃরাজ্য ভ্রমণ সেরে ফেলেছেন । অর্থাৎ বাৎসরিক হিসেবে তিনি ইতিমধ্যে এই ভ্রমণের কোটা পূরণ করে ফেলেছেন ৷ সেই বিষয়েই কলকাতা রাজভবনকে ফোন করে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন ৷ তার দু'দিন আগে শনিবার হঠাৎ ফোন আসে রাজভবনে ৷ এই পরিস্থিতিতে চলতি বছরে কলকাতা ছাড়ার আগে বা পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবশ্যই দিল্লির অনুমতি নিতে হবে ৷

আরও পড়ুন: দেবীপক্ষে বৈরিতা ভুলে রাজভবনে বোস-ঘোষ 'সৌজন্য সাক্ষাৎ'

এবার রাজ্যপাল চাইলেই কেরল কিংবা অন্য কোনও রাজ্যে যেতে পারবেন না ৷ এদিকে সূত্রের দাবি, নিয়ম করে প্রতি মাসের 12 তারিখে কেরলের একটি মন্দিরে পুজো দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ অক্টোবরের 12 তারিখেও তিনি কলকাতায় ছিলেন না ৷ কেরলে গিয়েছিলেন ৷ এখন দেখার, বছরের বাকি দু'টি মাসের 12 তারিখে রাজ্যপাল কেরলে যান কি না ৷ অথবা দিল্লির তলব ছাড়া অন্য কোনও রাজ্যে পাড়ি দেন কি না ৷

গত কয়েক মাসের তথ্য থেকে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিকবার কেরল-দিল্লি-কলকাতা কিংবা কলকাতা-দিল্লি-কেরল গিয়েছেন ৷ এমনকী অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, একদিন বা দু'দিনের হেরফেরে একই জায়গায় গিয়েছেন তিনি ৷ এর ফলে তাঁর 73 বার ভিন রাজ্য ভ্রমণের কোটা পূরণ হয়ে গিয়েছে ৷

শুধু তাই নয়, সূত্রের আরও দাবি, ভিন রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই সব ভ্রমণে যাতায়াতের ফলে পরিবহণ খাতে বিপুল টাকা খরচ হয়েছে ৷ রাজ্যপালের এই বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য দ্রুত টিকিট কাটা বা তার বন্দোবস্তের জন্য দু-তিনটি ট্র্যাভেল এজেন্সি নিযুক্ত রয়েছে ৷ তাদের কাছে রাজভবনের কয়েক লক্ষ টাকা বকেয়াও রয়েছে ৷

আরও পড়ুন: বাঙালিকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে হিংসা ও দুর্নীতির বিরুদ্ধেও সরব রাজ্যপাল

কলকাতা, 17 অক্টোবর: সতর্ক করা হল রাজভবনকে ৷ তাও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক থেকেই ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভিন রাজ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে ৷ সূত্রের দাবি, এই প্রথম পশ্চিমবঙ্গের কোনও রাজ্যপালকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷

এর কারণ কী ? সূত্রের দাবি, ভারতে যে কোনও রাজ্যের রাজ্যপাল বছরে 73 বার ভিন রাজ্যে যেতে পারেন ৷ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস এই চলতি বছরে 73 বার আন্তঃরাজ্য ভ্রমণ সেরে ফেলেছেন । অর্থাৎ বাৎসরিক হিসেবে তিনি ইতিমধ্যে এই ভ্রমণের কোটা পূরণ করে ফেলেছেন ৷ সেই বিষয়েই কলকাতা রাজভবনকে ফোন করে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন ৷ তার দু'দিন আগে শনিবার হঠাৎ ফোন আসে রাজভবনে ৷ এই পরিস্থিতিতে চলতি বছরে কলকাতা ছাড়ার আগে বা পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবশ্যই দিল্লির অনুমতি নিতে হবে ৷

আরও পড়ুন: দেবীপক্ষে বৈরিতা ভুলে রাজভবনে বোস-ঘোষ 'সৌজন্য সাক্ষাৎ'

এবার রাজ্যপাল চাইলেই কেরল কিংবা অন্য কোনও রাজ্যে যেতে পারবেন না ৷ এদিকে সূত্রের দাবি, নিয়ম করে প্রতি মাসের 12 তারিখে কেরলের একটি মন্দিরে পুজো দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ অক্টোবরের 12 তারিখেও তিনি কলকাতায় ছিলেন না ৷ কেরলে গিয়েছিলেন ৷ এখন দেখার, বছরের বাকি দু'টি মাসের 12 তারিখে রাজ্যপাল কেরলে যান কি না ৷ অথবা দিল্লির তলব ছাড়া অন্য কোনও রাজ্যে পাড়ি দেন কি না ৷

গত কয়েক মাসের তথ্য থেকে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিকবার কেরল-দিল্লি-কলকাতা কিংবা কলকাতা-দিল্লি-কেরল গিয়েছেন ৷ এমনকী অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, একদিন বা দু'দিনের হেরফেরে একই জায়গায় গিয়েছেন তিনি ৷ এর ফলে তাঁর 73 বার ভিন রাজ্য ভ্রমণের কোটা পূরণ হয়ে গিয়েছে ৷

শুধু তাই নয়, সূত্রের আরও দাবি, ভিন রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই সব ভ্রমণে যাতায়াতের ফলে পরিবহণ খাতে বিপুল টাকা খরচ হয়েছে ৷ রাজ্যপালের এই বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য দ্রুত টিকিট কাটা বা তার বন্দোবস্তের জন্য দু-তিনটি ট্র্যাভেল এজেন্সি নিযুক্ত রয়েছে ৷ তাদের কাছে রাজভবনের কয়েক লক্ষ টাকা বকেয়াও রয়েছে ৷

আরও পড়ুন: বাঙালিকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে হিংসা ও দুর্নীতির বিরুদ্ধেও সরব রাজ্যপাল

Last Updated : Oct 17, 2023, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.