ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা শোভন ও বৈশাখিকে - Sovon Chatterjee joins BJP

কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই শোভনবাবুর নিরাপত্তা শিথিল করেছিল রাজ্য সরকার ৷

শোভন
author img

By

Published : Aug 18, 2019, 11:06 AM IST

Updated : Aug 18, 2019, 12:10 PM IST

কলকাতা, 18 অগাস্ট : BJP-তে যোগ দেওয়ার পরই তাঁর নিরাপত্তা আরও শিথিল করেছিল রাজ্য সরকার ৷ আর পরদিনই শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৈশাখি বন্দ্যোপাধ্যায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ৷

দীর্ঘ জল্পনার পর 14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই শোভনবাবুর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর্জি জানায় রাজ্য BJP ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ ইতিমধ্যেই শোভনবাবুর বাড়ি পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সূত্রের খবর, শোভনবাবুর নিরাপত্তায় সর্বক্ষণ চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে ৷ আর বৈশাখির নিরাপত্তায় থাকবে দু'জন জওয়ান ৷

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলের ভোট লুট নিয়ে সরব, "ইতিবাচক শক্তি" বলে BJP-র ইনিংস শুরু শোভনের

এদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় প্রথমবার কলকাতায় পা রাখবেন শোভনবাবু ৷ সন্ধ্যা সাতটায় তিনি বিমানবন্দরে নামবেন ৷ BJP সূত্রে খবর, এরপর শোভনবাবুকে সংবর্ধনা দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকে দলের মুরলীধর সেনে রাজ্য দপ্তরে যেতে পারেন শোভনবাবু ৷

এই সংক্রান্ত আরও খবর : BJP-তে যোগ দিলেন শোভন

কলকাতা, 18 অগাস্ট : BJP-তে যোগ দেওয়ার পরই তাঁর নিরাপত্তা আরও শিথিল করেছিল রাজ্য সরকার ৷ আর পরদিনই শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বৈশাখি বন্দ্যোপাধ্যায় পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ৷

দীর্ঘ জল্পনার পর 14 অগাস্ট BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই শোভনবাবুর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আর্জি জানায় রাজ্য BJP ৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে ৷ ইতিমধ্যেই শোভনবাবুর বাড়ি পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ সূত্রের খবর, শোভনবাবুর নিরাপত্তায় সর্বক্ষণ চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে ৷ আর বৈশাখির নিরাপত্তায় থাকবে দু'জন জওয়ান ৷

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলের ভোট লুট নিয়ে সরব, "ইতিবাচক শক্তি" বলে BJP-র ইনিংস শুরু শোভনের

এদিকে, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় প্রথমবার কলকাতায় পা রাখবেন শোভনবাবু ৷ সন্ধ্যা সাতটায় তিনি বিমানবন্দরে নামবেন ৷ BJP সূত্রে খবর, এরপর শোভনবাবুকে সংবর্ধনা দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকে দলের মুরলীধর সেনে রাজ্য দপ্তরে যেতে পারেন শোভনবাবু ৷

এই সংক্রান্ত আরও খবর : BJP-তে যোগ দিলেন শোভন

Intro:18-08-19



সুজয় ঘোষ,কলকাতা



কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পরই কলকাতা পুরসভার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায় এর Z+ ক্যাটাগরির নিরাপত্তা রাতারাতি তুলে নেয় রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর। আর তার ১ দিনের মধ্যেই শোভন চট্টোপাধ্যায় কে Y+ ক্যাটাগরির কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান ২৪ ঘন্টাই মোতায়েন থাকবে।

শুধু শোভন নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবেন।
তাকে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। ২ জন কেন্দ্রীয় বাহিনী জাওয়ান সব সময় নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায় এর বাড়িও পরিদর্শন করে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানা।

খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী Y+ ক্যাটাগরির নিরাপত্তা কর্মী মোতায়ন করা হবে শোভন চট্টোপাধ্যায় এর বাড়িতেও

বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করা হয়। সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মঞ্জুর করে
এর ভিত্তিতেই শোভন চট্টোপাধ্যায় নিরাপত্তার আওয়াত আসবে।

অন্যদিকে, আগামী কালই শোভন চট্টোপাধ্যায় এর z+ নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। বিজেপিতে যোগদেওয়ার পর আজই কলকাতায় ফিরছেন শোভন- বৈশাখী জুটি। সন্ধ্যা ৭ টায় কলকাতা বিমানবন্দরে তার নামার কথা। বিজেপি সূত্রে খবর, শোভন- বৈশাখীকে বিজেপির পক্ষ থেকে বড় করে একটি সম্বর্ধনাও দেওয়া হবে। সেই সম্বর্ধানা দেবেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ কলকাতা বিমানবন্দরে শোভন অনুগ্রামীরা বড় মাপের ভিড় জমাবে বলেও বিজেপি সূত্রে খবর। এর পর বিমানবন্দর থেকে তিনি রাজ্য দপ্তরেও আসতে পারেন।Body:কপিConclusion:
Last Updated : Aug 18, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.