ETV Bharat / state

Bengal Holiday List: টানা 16 দিন পুজোর ছুটি, আগামী বছর সরকারি ছুটি 45 দিন; খুশির খবর শোনাল নবান্ন - Holiday List of west bengal

শুক্রবার নবান্নের তরফে 2024 সালের রাজ্য সরকারের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে ৷ বেশ কিছু ক্ষেত্রে টানা ছুটি থাকছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:36 PM IST

কলকাতা, 10 নভেম্বর: আগামী বছর দুর্গাপুজোয় টানা 16 দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা । শুক্রবার রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক দফতর নবান্নের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তেমনটাই দেখা যাচ্ছে । প্রসঙ্গত এদিন নবান্নের তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে লম্বা ছুটির ফিরিস্তি।

আগামী বছর নববর্ষ, আম্বেদকার জয়ন্তী, মহাবীর জয়ন্তী, রথযাত্রা বাদ দিলে সেভাবে রবিবারের কারণে ছুটি বাতিল হচ্ছে এমন নয়। শুক্র-শনি-রবি ধরলে বা শনি-রবি-সোম ধরলে এই ধরনের লম্বা ছুটির সুযোগ রয়েছে বেশ কয়েকটি। রাজ্য সরকার যে তালিকা দিয়েছে এদিন তাতে মোট ছুটির সংখ্যা 45 দিন। শনি ও রবি ধরলে এই ছুটির সংখ্যা বাড়ছে আরও।

বছরের প্রথম মাস জানুয়ারিতেই শুক্র-শনি-রবি টানা তিন দিনের ছুটি রয়েছে দু'টি। কারণ এবছর বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ 12 জানুয়ারি পড়েছে শুক্রবার। একই সঙ্গে 26 জানুয়ারিও পড়েছে শুক্রবার। এরপর ফেব্রুয়ারি মাসে রয়েছে সরস্বতী পুজো। 25 মার্চ আবার দোলযাত্রা পড়েছে, সেটি পড়েছে সোমবারে। সেক্ষেত্রেও থাকছে টানা তিন দিনের ছুটির সুযোগ । একই সপ্তাহে অর্থাৎ 29 মার্চ আবার গুড ফ্রাইডের ছুটি রয়েছে । সেখানেও টানা তিন দিনের ছুটি পেতে পারেন সরকারি আধিকারিকেরা ।

আগামী বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে পাঁচ অক্টোবর, দ্বিতীয় থেকে ৷ ছুটি শেষ হবে 21 অক্টোবর । টানা ছুটি থাকবে 16 দিন। একই ভাবে কালীপুজোয় 31 অক্টোবর থেকে ছুটি শুরু হলেও তা চলবে 4 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 5 নভেম্বর মঙ্গলবার আবার খুলবে সরকারি অফিস । এরপরে আবার সাত নভেম্বরে রয়েছে ছট পুজোর ছুটি । একইভাবে ২৫শে ডিসেম্বর রয়েছে বড়দিনের ছুটি । এবার ছুটির তালিকায় করম পুজোর জন্যেও আলাদা করে ছুটির দিন ধার্য করা হলেও সেই ছুটিটি কবে দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি । মোটের উপর এ বছরের মতোই আগামী বছর লম্বা ছুটির আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন:

1. বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, 10 নভেম্বর: আগামী বছর দুর্গাপুজোয় টানা 16 দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা । শুক্রবার রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক দফতর নবান্নের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তেমনটাই দেখা যাচ্ছে । প্রসঙ্গত এদিন নবান্নের তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে লম্বা ছুটির ফিরিস্তি।

আগামী বছর নববর্ষ, আম্বেদকার জয়ন্তী, মহাবীর জয়ন্তী, রথযাত্রা বাদ দিলে সেভাবে রবিবারের কারণে ছুটি বাতিল হচ্ছে এমন নয়। শুক্র-শনি-রবি ধরলে বা শনি-রবি-সোম ধরলে এই ধরনের লম্বা ছুটির সুযোগ রয়েছে বেশ কয়েকটি। রাজ্য সরকার যে তালিকা দিয়েছে এদিন তাতে মোট ছুটির সংখ্যা 45 দিন। শনি ও রবি ধরলে এই ছুটির সংখ্যা বাড়ছে আরও।

বছরের প্রথম মাস জানুয়ারিতেই শুক্র-শনি-রবি টানা তিন দিনের ছুটি রয়েছে দু'টি। কারণ এবছর বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ 12 জানুয়ারি পড়েছে শুক্রবার। একই সঙ্গে 26 জানুয়ারিও পড়েছে শুক্রবার। এরপর ফেব্রুয়ারি মাসে রয়েছে সরস্বতী পুজো। 25 মার্চ আবার দোলযাত্রা পড়েছে, সেটি পড়েছে সোমবারে। সেক্ষেত্রেও থাকছে টানা তিন দিনের ছুটির সুযোগ । একই সপ্তাহে অর্থাৎ 29 মার্চ আবার গুড ফ্রাইডের ছুটি রয়েছে । সেখানেও টানা তিন দিনের ছুটি পেতে পারেন সরকারি আধিকারিকেরা ।

আগামী বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে পাঁচ অক্টোবর, দ্বিতীয় থেকে ৷ ছুটি শেষ হবে 21 অক্টোবর । টানা ছুটি থাকবে 16 দিন। একই ভাবে কালীপুজোয় 31 অক্টোবর থেকে ছুটি শুরু হলেও তা চলবে 4 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 5 নভেম্বর মঙ্গলবার আবার খুলবে সরকারি অফিস । এরপরে আবার সাত নভেম্বরে রয়েছে ছট পুজোর ছুটি । একইভাবে ২৫শে ডিসেম্বর রয়েছে বড়দিনের ছুটি । এবার ছুটির তালিকায় করম পুজোর জন্যেও আলাদা করে ছুটির দিন ধার্য করা হলেও সেই ছুটিটি কবে দেওয়া হবে তা এখনও ঘোষণা করা হয়নি । মোটের উপর এ বছরের মতোই আগামী বছর লম্বা ছুটির আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন:

1. বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.