কলকাতা, 11 জুন : লকডাউন শিথিল হতেই কয়েকদিন আগে খুলেছিল হগ মার্কেট ৷ কিন্তু, সেখানে একজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই ফের তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷
হগ মার্কেটের এক পনির ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর জেরে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । 14 দিন এই মার্কেট বন্ধ থাকবে । যদিও সম্পূর্ণ নিউ মার্কেট এখনই বন্ধ করা হচ্ছে না।
বুধবার কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, নিউ মার্কেটের এক ব্যবসায়ী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তবে সম্পূর্ণ নিউ মার্কেট বন্ধ রাখা হচ্ছে না । কিন্তু হগ মার্কেট বন্ধ রাখা হবে বলে তিনি জানিয়েছেন ।
গতকালই হগ মার্কেটে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে । জীবাণুনাশক টানেলগেট বসানো হয়েছে মার্কেটের বাইরে । নিয়মিতভাবে বাজারের ভেতরে জীবাণুনাশক স্প্রে করা হয় ।
কলকাতা পৌরনিগমে মোট 48টি বাজার রয়েছে। কোরোনার সংক্রমণ রুখতে নিয়মিত বাজারগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। মুখে মাস্ক, হাতে গ্লাভস ও সামাজিক দূরত্ববিধি মেনেই বেচাকেনা চলছে বাজারগুলিতে । তারই মাঝে এবার কোরোনায় আক্রান্ত হলেন হগ মার্কেটের এক ব্যবসায়ী ৷