ETV Bharat / state

Gandhi as Asura in Durga Puja: গান্ধিজীর অবমাননায় ক্ষোভ রাজনৈতিক মহলে, এফআইআর-বিক্ষোভ উৎসবের শহরে - গান্ধিজীর অবমাননায় ক্ষোভ রাজনৈতিক মহলে

অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) তরফ থেকে পুজোর আয়োজন করা হয়েছে (Durga Puja) । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব (Mahatma Gandhi Lookalike as Asura) । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমাটিও । সেই নিয়ে ক্ষোভ রাজনৈতিক মহলে ৷

Gandhi as Asura Look Controversy
গান্ধিজীর অবমাননায় ক্ষোভ রাজনৈতিক মহলে
author img

By

Published : Oct 3, 2022, 11:05 PM IST

কলকাতা, 3 অক্টোবর: রাজনৈতিক অবস্থান আলাদা হতেই পারে । তাই বলে অসুরের মুখাবয়বে গান্ধিজিকে দেখে ক্ষুব্ধ মহানগর । সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলেই অখিল ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) এই কীর্তিকে নিন্দাই করছেন । বিশেষ করে সাধারণ মানুষের একটা বড় অংশের অভিমত রাজনৈতিক নেতাদের মধ্যে ভিন্ন মতাদর্শের কারণে সৌজন্য দেখানোর পরম্পরা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে । আর এই ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় । অনেকেই দ্ব্যর্থহীন ভাষায় তারা পুজাে উদ্যোক্তাদের এই কীর্তির নিন্দা করেছেন (Mahatma Gandhi Lookalike as Asura)।

উত্তর কলকাতার শোভাবাজারের একটি পুজো মণ্ডপে দাঁড়িয়ে বালিগঞ্জের বাসিন্দা তনিমা রাউত বলেন, "আমি টিভির পর্দায় গোটা ঘটনাটা দেখেছি । আমার মনে হয় সাধারণ মানুষের এ ধরনের ঘটনা বর্জন করা উচিত । এগুলিকে বাড়তি গুরুত্ব না দেওয়াই ভালো । এই নিয়ে আলোচনাও পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করে ।" তিনি আরও বলেন, "আমি রাজনীতি বুঝি না । তবে মহাত্মা গান্ধিকে অসুরের স্থানে বসিয়ে পুজাে উদ্যোক্তারা কোনও সৌজন্য দেখায়নি ।"

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

অন্যদিকে বারাসাতের বাসিন্দা রক্তিম বন্দোপাধ্যায় জানান, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে । যারা আজকাল রাজনীতি করেন তারা তো সাধারণ মানুষেরই প্রতিনিধি । ভাই খুব স্বাভাবিকভাবে মূল্যবোধ ও সহিষ্ণুতার অভাব থেকেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে হয় ।

এই ঘটনার পর কংগ্রেসের তরফ থেকে রুবি পার্কের পুজাে উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় । প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচী উত্তর 24 পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের হয়েছে । জানা গিয়েছে, কংগ্রেসের তরফ থেকে কসবা থানায় সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভও দেখানো হয় ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কঠোরভাবে নিন্দা করা হয়েছে । হিন্দুত্ববাদী দল হলেও এই ঘটনাকে সমর্থন জানায়নি বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, গান্ধিজী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন । তাঁকে অসুর রূপে দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা । এর বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তিনি ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনার কড়া নিন্দা করেছেন । তিনি জানিয়েছেন, মূলত বিশৃঙ্খলা ঘটানোর লক্ষ্য নিয়েই এমন ঘটনা ঘটানো হয়েছে । পুলিশের উচিত এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ।

অন্যদিকে, সিপিএম নেতা রবীন দেব বলেন, গান্ধিজীকে নিয়ে কারও কোনও রাজনৈতিক বক্তব্য থাকতে পারে । কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য । যিনি গোটা বিশ্বে বন্দিত করেছেন তাঁকে অসুরের সঙ্গে একাত্ম করে দেখানো দণ্ডনীয় অপরাধ । পুলিশ কেন স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ?

আরও পড়ুন: পুজোয় লেনদেন হতে পারে 40 হাজার কোটির ! চাকরি 3 লক্ষের

অন্যদিকে, এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে তৃণমূলও । এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এগুলো সব বিজেপিরই খেলা । এই ধরনের সংগঠনগুলি বিজেপির অন্তরাত্মা । এবার ওরা নানাভাবে দোষ ঢাকতে নামবে । কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছি । গান্ধিজীকে নিয়ে নানা গবেষণা হতে পারে । তিনি জাতির জনক ।"

কলকাতা, 3 অক্টোবর: রাজনৈতিক অবস্থান আলাদা হতেই পারে । তাই বলে অসুরের মুখাবয়বে গান্ধিজিকে দেখে ক্ষুব্ধ মহানগর । সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সকলেই অখিল ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) এই কীর্তিকে নিন্দাই করছেন । বিশেষ করে সাধারণ মানুষের একটা বড় অংশের অভিমত রাজনৈতিক নেতাদের মধ্যে ভিন্ন মতাদর্শের কারণে সৌজন্য দেখানোর পরম্পরা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে । আর এই ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় । অনেকেই দ্ব্যর্থহীন ভাষায় তারা পুজাে উদ্যোক্তাদের এই কীর্তির নিন্দা করেছেন (Mahatma Gandhi Lookalike as Asura)।

উত্তর কলকাতার শোভাবাজারের একটি পুজো মণ্ডপে দাঁড়িয়ে বালিগঞ্জের বাসিন্দা তনিমা রাউত বলেন, "আমি টিভির পর্দায় গোটা ঘটনাটা দেখেছি । আমার মনে হয় সাধারণ মানুষের এ ধরনের ঘটনা বর্জন করা উচিত । এগুলিকে বাড়তি গুরুত্ব না দেওয়াই ভালো । এই নিয়ে আলোচনাও পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করে ।" তিনি আরও বলেন, "আমি রাজনীতি বুঝি না । তবে মহাত্মা গান্ধিকে অসুরের স্থানে বসিয়ে পুজাে উদ্যোক্তারা কোনও সৌজন্য দেখায়নি ।"

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

অন্যদিকে বারাসাতের বাসিন্দা রক্তিম বন্দোপাধ্যায় জানান, সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে । যারা আজকাল রাজনীতি করেন তারা তো সাধারণ মানুষেরই প্রতিনিধি । ভাই খুব স্বাভাবিকভাবে মূল্যবোধ ও সহিষ্ণুতার অভাব থেকেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে হয় ।

এই ঘটনার পর কংগ্রেসের তরফ থেকে রুবি পার্কের পুজাে উদ্যোক্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় । প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচী উত্তর 24 পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের হয়েছে । জানা গিয়েছে, কংগ্রেসের তরফ থেকে কসবা থানায় সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভও দেখানো হয় ।

আরও পড়ুন: গান্ধি জয়ন্তীতে হিংসা ত্যাগের আহ্বান জানিয়ে টুইট রাষ্ট্রসংঘের মহাসচিবের

এদিকে, এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কঠোরভাবে নিন্দা করা হয়েছে । হিন্দুত্ববাদী দল হলেও এই ঘটনাকে সমর্থন জানায়নি বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন, গান্ধিজী ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন । তাঁকে অসুর রূপে দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা । এর বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তিনি ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনার কড়া নিন্দা করেছেন । তিনি জানিয়েছেন, মূলত বিশৃঙ্খলা ঘটানোর লক্ষ্য নিয়েই এমন ঘটনা ঘটানো হয়েছে । পুলিশের উচিত এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ।

অন্যদিকে, সিপিএম নেতা রবীন দেব বলেন, গান্ধিজীকে নিয়ে কারও কোনও রাজনৈতিক বক্তব্য থাকতে পারে । কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য । যিনি গোটা বিশ্বে বন্দিত করেছেন তাঁকে অসুরের সঙ্গে একাত্ম করে দেখানো দণ্ডনীয় অপরাধ । পুলিশ কেন স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ?

আরও পড়ুন: পুজোয় লেনদেন হতে পারে 40 হাজার কোটির ! চাকরি 3 লক্ষের

অন্যদিকে, এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে তৃণমূলও । এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এগুলো সব বিজেপিরই খেলা । এই ধরনের সংগঠনগুলি বিজেপির অন্তরাত্মা । এবার ওরা নানাভাবে দোষ ঢাকতে নামবে । কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছি । গান্ধিজীকে নিয়ে নানা গবেষণা হতে পারে । তিনি জাতির জনক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.