ETV Bharat / state

HS Offline Exam Begins : দুরু দুরু বুকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পড়ুয়ারা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আজ ফের খাতায়-কলমে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল রাজ্যে ৷ দু'বছর অনলাইনে লেখাপড়া চললেও পরীক্ষা অফলাইনেই (HS Offline Exam Begins) ৷

Higher Secondary Offline Exam 2022
রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা
author img

By

Published : Apr 2, 2022, 10:42 AM IST

Updated : Apr 2, 2022, 12:36 PM IST

কলকাতা, 2 এপ্রিল : আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । করোনা অতিমারি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এবছর অফলাইনে পরীক্ষা ফিরে এসেছে । গত দু'বছর পড়াশোনা হয়েছে অনলাইনেই । অনলাইন শেষে অফলাইন পরীক্ষার পালা (Higher Secondary Examination 2022 in Offline mode begins in West Bengal) । পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2022-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা শেষবার স্কুলের মুখ দেখেছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ৷ তারপরেই করোনার দাপটে টানা দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তাই উচ্চমাধ্যমিকের আগে কয়েকটি স্পেশ্যাল ক্লাস এবং প্রাক্টিক্যাল স্কুলে হলেও তেমন ভাবে ক্লাসরুম পঠন-পাঠন হয়নি তাঁদের । স্বভাবতই আজকের এই পরীক্ষা তাদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ।

এক পরীক্ষার্থী বলেন, "স্কুলে নিয়মিত লেখার মধ্যে থাকতে পারলে পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা সমস্যা হয়ে ওঠে না । তবে আমরা পুরো পড়াশোনাটা অনলাইনে ও কম্পিউটারে করেছি ৷ তাই লেখার অভ্যাসটা অনেকটাই চলে গিয়েছে । এর ফলে সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি ।" আরও এক পরীক্ষার্থী বলেন, "অনলাইনে ক্লাস ছাড়া গত দু'বছর আমাদের স্কুলের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না । সেক্ষেত্রে স্কুল থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাজেশনগুলো পাইনি ৷ পরীক্ষা প্রস্তুতিতে খুব একটা সাহায্য আমরা পাইনি । অভিভাবক ও প্রাইভেট টিউটররা আমাদের সাহায্যে করেছেন ।"

  • Heartiest greetings and best wishes to students appearing in Higher Secondary Examination, 2022. Stay focused and calm, you will certainly achieve success.
    Appeal to all to extend cooperation for smooth conduct of this big exercise.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক অভিভাবক জানালেন, তাঁরা কিছুটা দুুশ্চিন্তায় রয়েছেন ৷ স্কুলে পুরো সিলেবাস শেষ করতে পারেনি পরীক্ষার্থীরা । এবছর পরীক্ষা হচ্ছে হোম সেন্টারে । যা উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রথম । তাই সবরকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । করোনাকালে আগে যতগুলি পরীক্ষা কেন্দ্র হত তার চেয়ে এবছর তিনগুণ বেশি পরীক্ষা কেন্দ্র হয়েছে । উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার মোট পরীক্ষা কেন্দ্র 998টি এবং মোট ভেনুর সংখ্যা হল 6 হাজার 727টি ।

আরও পড়ুন : HS Exam 2022 : রাত পোহালেই শুরু উচ্চমাধ্য়মিক, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুসারে এবছরের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7.45 লাখ । পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে ৷ শেষ বেলা 1.15-য় । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংসদের তরফে বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্ট-এর যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী নাম্বারিং করা হয়েছে প্রত্যেকটি বেঞ্চে । এই বছর এস প্যাটার্নে পরীক্ষার্থীদের বসানোর কথা বলা হয়েছে । স্কুলের চারপাশে 144 ধারা জারি থাকবে ও পুলিশি প্রহরা থাকবে ।

কলকাতা, 2 এপ্রিল : আজ থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা । করোনা অতিমারি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এবছর অফলাইনে পরীক্ষা ফিরে এসেছে । গত দু'বছর পড়াশোনা হয়েছে অনলাইনেই । অনলাইন শেষে অফলাইন পরীক্ষার পালা (Higher Secondary Examination 2022 in Offline mode begins in West Bengal) । পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2022-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা শেষবার স্কুলের মুখ দেখেছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ৷ তারপরেই করোনার দাপটে টানা দু'বছর স্কুল বন্ধ ছিল ৷ তাই উচ্চমাধ্যমিকের আগে কয়েকটি স্পেশ্যাল ক্লাস এবং প্রাক্টিক্যাল স্কুলে হলেও তেমন ভাবে ক্লাসরুম পঠন-পাঠন হয়নি তাঁদের । স্বভাবতই আজকের এই পরীক্ষা তাদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ।

এক পরীক্ষার্থী বলেন, "স্কুলে নিয়মিত লেখার মধ্যে থাকতে পারলে পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা সমস্যা হয়ে ওঠে না । তবে আমরা পুরো পড়াশোনাটা অনলাইনে ও কম্পিউটারে করেছি ৷ তাই লেখার অভ্যাসটা অনেকটাই চলে গিয়েছে । এর ফলে সময়ের মধ্যে প্রশ্নপত্র শেষ করাটা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি ।" আরও এক পরীক্ষার্থী বলেন, "অনলাইনে ক্লাস ছাড়া গত দু'বছর আমাদের স্কুলের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না । সেক্ষেত্রে স্কুল থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাজেশনগুলো পাইনি ৷ পরীক্ষা প্রস্তুতিতে খুব একটা সাহায্য আমরা পাইনি । অভিভাবক ও প্রাইভেট টিউটররা আমাদের সাহায্যে করেছেন ।"

  • Heartiest greetings and best wishes to students appearing in Higher Secondary Examination, 2022. Stay focused and calm, you will certainly achieve success.
    Appeal to all to extend cooperation for smooth conduct of this big exercise.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক অভিভাবক জানালেন, তাঁরা কিছুটা দুুশ্চিন্তায় রয়েছেন ৷ স্কুলে পুরো সিলেবাস শেষ করতে পারেনি পরীক্ষার্থীরা । এবছর পরীক্ষা হচ্ছে হোম সেন্টারে । যা উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রথম । তাই সবরকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । করোনাকালে আগে যতগুলি পরীক্ষা কেন্দ্র হত তার চেয়ে এবছর তিনগুণ বেশি পরীক্ষা কেন্দ্র হয়েছে । উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার মোট পরীক্ষা কেন্দ্র 998টি এবং মোট ভেনুর সংখ্যা হল 6 হাজার 727টি ।

আরও পড়ুন : HS Exam 2022 : রাত পোহালেই শুরু উচ্চমাধ্য়মিক, স্কুলে স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুসারে এবছরের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7.45 লাখ । পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে ৷ শেষ বেলা 1.15-য় । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সংসদের তরফে বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্ট-এর যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী নাম্বারিং করা হয়েছে প্রত্যেকটি বেঞ্চে । এই বছর এস প্যাটার্নে পরীক্ষার্থীদের বসানোর কথা বলা হয়েছে । স্কুলের চারপাশে 144 ধারা জারি থাকবে ও পুলিশি প্রহরা থাকবে ।

Last Updated : Apr 2, 2022, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.