ETV Bharat / state

প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি

2021 সালের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল । 2021 সালের 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে স্কুলগুলিকে নিতে হবে।

বিদ্যাসাগর ভবন
বিদ্যাসাগর ভবন
author img

By

Published : Dec 24, 2020, 7:57 PM IST

Updated : Dec 24, 2020, 8:09 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সেই ঘোষণার পর আজ উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 15 জুন থেকে শুরু হবে পরীক্ষা। চলবে 30 জুন পর্যন্ত। 10 থেকে 31 মার্চ পর্যন্ত সব প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।

সূচি প্রকাশের পরই রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়েছে, 2021 সালের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে। 2021 সালের 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে স্কুলগুলিকে নিতে হবে । প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কোরোনা পরিস্থিতিতে নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষা সম্পন্ন করে 20 এপ্রিলের মধ্যে নম্বর সংসদে জমা দিতে বলা হয়েছে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই 15 জুন থেকে শুরু হবে। তবে তা চলবে 2 জুলাই পর্যন্ত। দুটি পরীক্ষারই সম্পূর্ণ সূচি সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশ হয়ে গেলেও এখনও পর্যন্ত মাধ্যমিকের সূচি প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। তবে পর্ষদ সূত্রে জানা গেছে, 2021 সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ 1 জুন। শেষ হতে পারে 10 জুন।

এক নজরে দেখে নেওয়া যাক 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি:

১৫ জুন : প্রথম ভাষা

১৭ জুন: দ্বিতীয় ভাষা

১৮ জুন: ভোকেশনাল বিষয়- হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেইলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস

১৯ জুন: বায়োলজিক্যাল সায়েন্স, বিজ়নেস স্টাডিজ়, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন: গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস

২২ জুন: কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেল্থ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, মিউজ়িক, ভিজ়ুয়াল আর্টস

২৪ জুন: কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজ়ফি, সোশিওলজ়ি

২৬ জুন: ফিজ়িক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৮ জুন: কেমিস্ট্রি, ইকোনমিকস, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফার্সি, আরবি, ফ্রেঞ্চ

৩০ জুন: স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

কলকাতা, 24 ডিসেম্বর : গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। সেই ঘোষণার পর আজ উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 15 জুন থেকে শুরু হবে পরীক্ষা। চলবে 30 জুন পর্যন্ত। 10 থেকে 31 মার্চ পর্যন্ত সব প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।

সূচি প্রকাশের পরই রাজ্যের সব স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়েছে, 2021 সালের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে। 2021 সালের 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা 10 মার্চ থেকে 31 মার্চের মধ্যে স্কুলগুলিকে নিতে হবে । প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কোরোনা পরিস্থিতিতে নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষা সম্পন্ন করে 20 এপ্রিলের মধ্যে নম্বর সংসদে জমা দিতে বলা হয়েছে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই 15 জুন থেকে শুরু হবে। তবে তা চলবে 2 জুলাই পর্যন্ত। দুটি পরীক্ষারই সম্পূর্ণ সূচি সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশ হয়ে গেলেও এখনও পর্যন্ত মাধ্যমিকের সূচি প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। তবে পর্ষদ সূত্রে জানা গেছে, 2021 সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ 1 জুন। শেষ হতে পারে 10 জুন।

এক নজরে দেখে নেওয়া যাক 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি:

১৫ জুন : প্রথম ভাষা

১৭ জুন: দ্বিতীয় ভাষা

১৮ জুন: ভোকেশনাল বিষয়- হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেইলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস

১৯ জুন: বায়োলজিক্যাল সায়েন্স, বিজ়নেস স্টাডিজ়, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন: গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস

২২ জুন: কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেল্থ অ্যান্ড ফিজ়িকাল এডুকেশন, মিউজ়িক, ভিজ়ুয়াল আর্টস

২৪ জুন: কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজ়ফি, সোশিওলজ়ি

২৬ জুন: ফিজ়িক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৮ জুন: কেমিস্ট্রি, ইকোনমিকস, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফার্সি, আরবি, ফ্রেঞ্চ

৩০ জুন: স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Last Updated : Dec 24, 2020, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.