ETV Bharat / state

Justice Rajasekhar Mantha: বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট ও অশান্তির ঘটনায় পুলিশি রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট - বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট আপডেট

বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট ইস্যুতে পুলিশের দেওয়া রিপোর্টে ক্ষুব্ধ তিন বিচারপতির বিশেষ বেঞ্চ (Police Report of Bench Boycott of Justice Rajasekhar Mantha)৷ 15 মার্চ পুলিশকে এই ইস্যুতে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিল বিশেষ বেঞ্চ ৷

Etv Bharat
বিচারপতি রাজাশেখর মান্থা
author img

By

Published : Feb 8, 2023, 5:04 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট নিয়ে আইনজীবীদের অশান্তির ঘটনায় পুলিশের রিপোর্ট দেখে বুধবার অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ (Justice Rajasekhar Mantha Bench Boycott Issue)। ফলস্বরূপ কলকাতা পুলিশ কমিশনারকে ফের 15 মার্চ রিপোর্ট পেশের নির্দেশ দিল বিশেষ বেঞ্চ । বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকেই ঝামেলাবাজদের চিহ্নিত করার নির্দেশ দিলেন (Update of Justice Rajasekhar Mantha Bench Boycott)।

তবে তারা যদি না-পারে আদালতও ক্ষমতাহীন নয় বলে এদিন মন্তব্য করেন বিচারপতি টিএস শিভাগননম । এই বিষয়ে তিনি বলেন, "আদালত ক্ষমতাহীন নয় । আদালত জানে কীভাবে শনাক্ত করতে হয় ঝামেলাবাজদের । সবাই সবাইকে চেনে । কিন্তু বলার সময় কেউ সাহস পায় না ।" এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি শিভাগননম বলেন, "বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার তিনটি শাখা সংগঠন যৌথভাবে অশান্তি তৈরি করা আইনজীবীদের চিহ্নিত করার কাজ করুক । ভিডিয়ো ফুটেজ দেখে তাদের নাম-সহ অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহ করে আদালতকে সহযোগিতা করলে তাহলে এই মামলার বিচারে সুবিধা হবে ।"

আরও পড়ুন : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বক্তব্য, "চিহ্নিত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । কারণ ভুল লোককে আদালত শাস্তি দিতে পারে না । সেই কারণে প্রথমে চিহ্নিত করা হোক যারা বিচারপতি মান্থার আদালতের সামনে অশান্তি তৈরি করেছিলেন ।" 17 জানুয়ারি দেওয়া নির্দেশ মতো বুধবার রিপোর্ট জমা পড়ে আদালতে । পুলিশের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় । পুলিশ যে ভিডিয়ো ফুটেজ জমা দিয়েছে সেগুলো বার কাউন্সিল অফ ইণ্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব, ইনকর্পোরেট ল সোসাইটিকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

কলকাতার পুলিশ কমিশনার 1 ফেব্রুয়ারি একটা রিপোর্ট দিয়েছেন যেখানে 6 জনের নাম জানিয়েছে পুলিশ ৷ বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটার ঘটনায় তাদেরকে মামলায় যুক্ত করতে নির্দেশ দেয় হাইকোর্টের । তবে এই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত । পুলিশকে 15 মার্চ আবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । পুলিশের পক্ষে জানানো হয়, পোস্টার যারা দিয়েছিল তাদের সবাইকে এখনও চিহ্নিত করা যায়নি । মুখে মাস্ক থাকায় শনাক্ত করা যায়নি । পোস্টার প্রিন্টিং হয়েছিল কোথা থেকে সেটাও এখনও সম্পূর্ণ জানা সম্ভব হয়নি ।

এই বিষয়ে আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ শুনানির সময় বলেন, "ভিডিয়ো থেকে কিছু বোঝা যাচ্ছে না । কাউকে মারতেও দেখা যায়নি ।" বিচারপতি শিভাগননম তখন ক্ষুব্ধ হয়ে বলেন, "আদালত ক্ষমতাহীন নয় । আদালত জানে কীভাবে সনাক্ত করতে হয় ঝামেলাবাজদের ।"

আরও পড়ুন : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

13 নম্বর কোর্টে এখনও সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না ৷ আর সেই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বিশেষ বেঞ্চের বিচারপতিরা বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক । এটা আদালতের কাছে অত্যন্ত খারাপ বিষয় । যদি প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করতে না পারে তাহলে অন্য আইনজীবীদের নিযুক্ত করুন ৷ এর জন্য বিভিন্ন দফতরের সরকারি অফিসাররা সমস্যায় পড়ছেন । কেন হবে এটা ? কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এটা । আমাদের কাছেও এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ।রাজ্যের ক্ষতি হচ্ছে এতে ।"

রাজ্যের আইনজীবীকে বিচারপতি শিভাগননম বলেন, "রাজ্যকে একটা সার্কুলার জারি করে সবাইকে জানিয়ে দিতে বলুন 13 নম্বর এজলাস বয়কট করার বিষয়ে, যাতে প্রতিটি জেলার জেলাশাসকরা 13 নম্বর কোর্ট সম্পর্কে জানতে পারে ।" তবে এই বিষয়ে বেশ কয়েকজন আইনজীবী জানান, যে সমস্ত সরকারি আইনজীবী দাঁড়াচ্ছেন তাঁদের প্যানেল থেকে নাম বাদ দেওয়া হচ্ছে । এই কথা শোনার পরই ক্ষুব্ধ হয়ে বিচারপতি শিভাগননম বলেন, "আইনজীবীরা নিজেরাই কালো কোর্টের প্রতি সেই সম্মান দিক । না হলে তাদের গাউন তারা ছুড়ে ফেলে দিক ।"

আরও পড়ুন : বিচারপতি মান্থাকে বয়কট কেন, জানতে রাজ্য়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল

কলকাতা, 8 ফেব্রুয়ারি: বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট নিয়ে আইনজীবীদের অশান্তির ঘটনায় পুলিশের রিপোর্ট দেখে বুধবার অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ (Justice Rajasekhar Mantha Bench Boycott Issue)। ফলস্বরূপ কলকাতা পুলিশ কমিশনারকে ফের 15 মার্চ রিপোর্ট পেশের নির্দেশ দিল বিশেষ বেঞ্চ । বিচারপতি টিএস শিভাগননম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাসের বিশেষ বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকেই ঝামেলাবাজদের চিহ্নিত করার নির্দেশ দিলেন (Update of Justice Rajasekhar Mantha Bench Boycott)।

তবে তারা যদি না-পারে আদালতও ক্ষমতাহীন নয় বলে এদিন মন্তব্য করেন বিচারপতি টিএস শিভাগননম । এই বিষয়ে তিনি বলেন, "আদালত ক্ষমতাহীন নয় । আদালত জানে কীভাবে শনাক্ত করতে হয় ঝামেলাবাজদের । সবাই সবাইকে চেনে । কিন্তু বলার সময় কেউ সাহস পায় না ।" এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি শিভাগননম বলেন, "বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার তিনটি শাখা সংগঠন যৌথভাবে অশান্তি তৈরি করা আইনজীবীদের চিহ্নিত করার কাজ করুক । ভিডিয়ো ফুটেজ দেখে তাদের নাম-সহ অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহ করে আদালতকে সহযোগিতা করলে তাহলে এই মামলার বিচারে সুবিধা হবে ।"

আরও পড়ুন : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট! স্তম্ভিত প্রধান বিচারপতি

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বক্তব্য, "চিহ্নিত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । কারণ ভুল লোককে আদালত শাস্তি দিতে পারে না । সেই কারণে প্রথমে চিহ্নিত করা হোক যারা বিচারপতি মান্থার আদালতের সামনে অশান্তি তৈরি করেছিলেন ।" 17 জানুয়ারি দেওয়া নির্দেশ মতো বুধবার রিপোর্ট জমা পড়ে আদালতে । পুলিশের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় । পুলিশ যে ভিডিয়ো ফুটেজ জমা দিয়েছে সেগুলো বার কাউন্সিল অফ ইণ্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি ক্লাব, ইনকর্পোরেট ল সোসাইটিকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ।

কলকাতার পুলিশ কমিশনার 1 ফেব্রুয়ারি একটা রিপোর্ট দিয়েছেন যেখানে 6 জনের নাম জানিয়েছে পুলিশ ৷ বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটার ঘটনায় তাদেরকে মামলায় যুক্ত করতে নির্দেশ দেয় হাইকোর্টের । তবে এই রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত । পুলিশকে 15 মার্চ আবার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । পুলিশের পক্ষে জানানো হয়, পোস্টার যারা দিয়েছিল তাদের সবাইকে এখনও চিহ্নিত করা যায়নি । মুখে মাস্ক থাকায় শনাক্ত করা যায়নি । পোস্টার প্রিন্টিং হয়েছিল কোথা থেকে সেটাও এখনও সম্পূর্ণ জানা সম্ভব হয়নি ।

এই বিষয়ে আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ শুনানির সময় বলেন, "ভিডিয়ো থেকে কিছু বোঝা যাচ্ছে না । কাউকে মারতেও দেখা যায়নি ।" বিচারপতি শিভাগননম তখন ক্ষুব্ধ হয়ে বলেন, "আদালত ক্ষমতাহীন নয় । আদালত জানে কীভাবে সনাক্ত করতে হয় ঝামেলাবাজদের ।"

আরও পড়ুন : বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

13 নম্বর কোর্টে এখনও সরকারি আইনজীবীরা হাজির হচ্ছেন না ৷ আর সেই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বিশেষ বেঞ্চের বিচারপতিরা বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক । এটা আদালতের কাছে অত্যন্ত খারাপ বিষয় । যদি প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করতে না পারে তাহলে অন্য আইনজীবীদের নিযুক্ত করুন ৷ এর জন্য বিভিন্ন দফতরের সরকারি অফিসাররা সমস্যায় পড়ছেন । কেন হবে এটা ? কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এটা । আমাদের কাছেও এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ।রাজ্যের ক্ষতি হচ্ছে এতে ।"

রাজ্যের আইনজীবীকে বিচারপতি শিভাগননম বলেন, "রাজ্যকে একটা সার্কুলার জারি করে সবাইকে জানিয়ে দিতে বলুন 13 নম্বর এজলাস বয়কট করার বিষয়ে, যাতে প্রতিটি জেলার জেলাশাসকরা 13 নম্বর কোর্ট সম্পর্কে জানতে পারে ।" তবে এই বিষয়ে বেশ কয়েকজন আইনজীবী জানান, যে সমস্ত সরকারি আইনজীবী দাঁড়াচ্ছেন তাঁদের প্যানেল থেকে নাম বাদ দেওয়া হচ্ছে । এই কথা শোনার পরই ক্ষুব্ধ হয়ে বিচারপতি শিভাগননম বলেন, "আইনজীবীরা নিজেরাই কালো কোর্টের প্রতি সেই সম্মান দিক । না হলে তাদের গাউন তারা ছুড়ে ফেলে দিক ।"

আরও পড়ুন : বিচারপতি মান্থাকে বয়কট কেন, জানতে রাজ্য়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.