ETV Bharat / state

HC on Shyamal Adak: শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে এফআইয়ারে কড়া পদক্ষেপ না-নেওয়ার নির্দেশ হাইকোর্টের - Suvendu Close Shyamal Adak

মামলা চালু থাকাকালীন ফের এফআইয়ার দায়ের ৷ শ্যামল আদকের বিরুদ্ধে নতুন করা দ্বিতীয় এফআইয়ারে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিল আদালত (Shyamal Adak) ৷

Etv Bharat
শ্যামল আদকের ব্যাপারে হাইকোর্টের বক্তব্য
author img

By

Published : Jan 19, 2023, 4:41 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে নতুন এফআইয়ারে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না (Suvendu Close Shyamal Adak)। নিম্ন আদালতে হাজিরার উপর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । পাশাপাশি জেলবন্দি শ্যামল আদককে পুলিশ প্রতিদিন 2 ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলেও জানিয়েছেন বিচারপতি ৷ একইসঙ্গে গ্রেফতারের ব্যাপারে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি-কে ।

একটা মামলা যেখানে চালু রয়েছে, সেখানে ফের নতুন এফআইয়ার একই ইস্যুতে দায়ের করার ঘটনায় বিস্মিত হাইকোর্ট । আদালতকে অন্ধকারে রেখে এমন পদক্ষেপ ভালো চোখে দেখছেন না বিচারপতিরা। এদিন ভবানীপুর থানার তরফে আদালতে জানানো হয়, নতুন এই এফআইআরের ব্যাপারে সরকারি কৌঁসুলিকে জানানো হয়েছিল । তাতে আরও বিস্মিত বিচারপতি ৷ তিনি মনে করছেন, এটা আদালতকে অবজ্ঞা করার একটা প্রবণতা ।

আরও পড়ুন : শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

এরপরই বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, 23 নভেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় দায়ের করা ওই এফআইয়ার স্থগিত করা হল । ওই মামলা নিয়ে কোনও তদন্ত পুলিশ করতে পারবে না । তবে বর্তমানে সুতাহাটা থানার যে ঘটনায় শ্যামল আদক গ্রেফতার হয়েছেন, সেই সূত্রে জেলে গিয়ে পুলিশ তাকে দিনে দু'ঘণ্টা পর্যন্ত জেরা করতে পারবে ।

উল্লেখ্য, 28 নভেম্বর শ্যামল আদককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল । 23 নভেম্বর তাঁর বিরুদ্ধে মেদিনীপুর (ভবানীপুর) থানায় এফআইয়ার হয় । তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয় । কিন্তু 10 ডিসেম্বর তাঁকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় । এরপর ফের নতুন করে আর একটি স্বতঃস্ফূর্ত এফআইয়ার দায়ের করে পুলিশ । সেটার উপরই কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দেয় হাইকোর্ট (Strict Action Cannot be Taken in New FIR Against Shyamal Adak)।

আরও পড়ুন : টেন্ডার দুর্নীতি, গ্রেফতার শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদক

কলকাতা, 19 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে নতুন এফআইয়ারে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না (Suvendu Close Shyamal Adak)। নিম্ন আদালতে হাজিরার উপর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । পাশাপাশি জেলবন্দি শ্যামল আদককে পুলিশ প্রতিদিন 2 ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলেও জানিয়েছেন বিচারপতি ৷ একইসঙ্গে গ্রেফতারের ব্যাপারে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি-কে ।

একটা মামলা যেখানে চালু রয়েছে, সেখানে ফের নতুন এফআইয়ার একই ইস্যুতে দায়ের করার ঘটনায় বিস্মিত হাইকোর্ট । আদালতকে অন্ধকারে রেখে এমন পদক্ষেপ ভালো চোখে দেখছেন না বিচারপতিরা। এদিন ভবানীপুর থানার তরফে আদালতে জানানো হয়, নতুন এই এফআইআরের ব্যাপারে সরকারি কৌঁসুলিকে জানানো হয়েছিল । তাতে আরও বিস্মিত বিচারপতি ৷ তিনি মনে করছেন, এটা আদালতকে অবজ্ঞা করার একটা প্রবণতা ।

আরও পড়ুন : শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

এরপরই বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, 23 নভেম্বর হলদিয়ার ভবানীপুর থানায় দায়ের করা ওই এফআইয়ার স্থগিত করা হল । ওই মামলা নিয়ে কোনও তদন্ত পুলিশ করতে পারবে না । তবে বর্তমানে সুতাহাটা থানার যে ঘটনায় শ্যামল আদক গ্রেফতার হয়েছেন, সেই সূত্রে জেলে গিয়ে পুলিশ তাকে দিনে দু'ঘণ্টা পর্যন্ত জেরা করতে পারবে ।

উল্লেখ্য, 28 নভেম্বর শ্যামল আদককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল । 23 নভেম্বর তাঁর বিরুদ্ধে মেদিনীপুর (ভবানীপুর) থানায় এফআইয়ার হয় । তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয় । কিন্তু 10 ডিসেম্বর তাঁকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় । এরপর ফের নতুন করে আর একটি স্বতঃস্ফূর্ত এফআইয়ার দায়ের করে পুলিশ । সেটার উপরই কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দেয় হাইকোর্ট (Strict Action Cannot be Taken in New FIR Against Shyamal Adak)।

আরও পড়ুন : টেন্ডার দুর্নীতি, গ্রেফতার শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.