কলকাতা, 1 সেপ্টেম্বর : ভাগাড় কাণ্ডে বনগাঁ নিম্ন আদালতের রায় খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন । অভিযুক্ত স্বরূপ সেন বনগাঁর একটি হোটেলের মালিক ছিলেন। রেস্তরাঁয় পচা মাছ-মাংস বিক্রি করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ।
এরপর 2019 সালের 26 জুন বনগাঁ নিম্ন আদালত তাঁকে 5 বছরের জেল ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন স্বরূপ সেন । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানিয়েছেন, পুলিশের তরফে যে তদন্ত করা হয়েছে তা অসম্পূর্ণ । তাতে একাধিক ফাঁক রয়েছে।
অভিযুক্তের দোকানে পচা মাছ বা মাংস খেয়ে কেউ অসুস্থ হয়েছেন এরকম কোনও প্রমাণ পুলিশ দেখাতে পারেনি । সেই কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য ভাগাড়ের পচা মাংস বিভিন্ন হোটেল-রেস্তরাঁয় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল 2018 সালের শুরুতে। গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল এই নিয়ে। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন বনগাঁর একটি হোটেলের মালিক স্বরূপ সেন।
আরও পড়ুন : Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল
ডায়মন্ডহারবার, ট্যাংরা, কাঁকিনাড়া, জগদ্দল, ভাটপাড়া, কল্যাণী থেকে টন টন পচা মাংস উদ্ধার হয়েছিল। পরে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান শুরু করে পুলিশ। অনেক জায়গায় টাটকা মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে বিক্রি করা হত বলে অভিযোগও উঠেছিল। সেই ঘটনাতেই 2019 সালে গ্রেফতার হয়েছিলেন স্বরূপ সেন।
আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতারির ভয়েই সিবিআই তদন্ত চাইছেন শুভেন্দু , আদালতে দাবি রাজ্যের
এদিন তাঁর রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷