ETV Bharat / state

High Court: প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নিগ্রহ, ডিসি’র নেতৃত্বে তদন্তের নির্দেশ হাইকোর্টের - ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্ত

ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকা নিগ্রহের অভিযোগ নাতি ও পুত্রবধূর বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা ৷ ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল আদালত ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 14, 2023, 9:04 PM IST

কলকাতা, 14 অগস্ট: ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকাকে নিগ্রহের অভিযোগ ৷ ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 11 অগস্ট এই ক্রিকেটারের বাড়িতে লোহার রড দিয়ে পরিচারিকাকে মারধর করা হয় বলে অভিযোগ । এরপর পুলিশেও অভিযোগ দায়ের করা হয় ৷ কিন্তু তারপর ফের তাঁকে আরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে পঙ্কজ রায়ের নাতি পুস্কর ও পুত্রবধূ মিতা রায়কে ৷ এর আগেও তাঁরা পরিচারিকাকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ ।

পরিচারিকা নিগ্রহের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার সকালে মামলা দায়ের হয় আদালতে । মামলাকারী অভিযোগ করেন, পঙ্কজ রায়ের নাতি ও পুত্রবধূর গণপ্রহার করে ওই পরিচারিকার মুখ বিকৃত করেছেন । বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা করা হয় ৷ দুপুর দুটোয় মামলার শুনানি করবেন বলে জানিয়েছিলেন বিচারপতি । সেই অনুযায়ী শুনানিতে বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা রুজু করেছে পুলিশ । আগামী 21 অগস্ট পুলিশকে এই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

শুক্রবার শ্যামপুকুর থানায় ওই পরিচারিকা নির্যাতনের অভিযোগ করেন মিতা রায় ও পুস্কর রায়ের বিরুদ্ধে । অভিযুক্ত দু'জন কুমারটুলি পার্ক এলাকায় থাকেন ৷ ওই বাড়িতেই পরিচারিকার কাজ করতেন মহিলা । অভিযোগ, তাঁকে বেদম মারা হয়েছে । এতটাই মারা হয় যে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় । পঙ্কজ রায়ের বাড়িতে নানা কারণে অশান্তি লেগে থাকতো বলে শোনা যাচ্ছে । এর আগেও পরিচারিকা নিগ্রহের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে 'র‍্যাগিং বিরোধী কমিটি'র সুপারিশ কার্যকর করতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

উল্লেখ্য, মিতা রায় প্রখ্যাত টেস্ট ক্রিকেটার প্রণব রায়ের স্ত্রী ও পুস্কর রায় তাঁর ছেলে ৷ তাঁদের দু'জনের বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে ৷

কলকাতা, 14 অগস্ট: ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকাকে নিগ্রহের অভিযোগ ৷ ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 11 অগস্ট এই ক্রিকেটারের বাড়িতে লোহার রড দিয়ে পরিচারিকাকে মারধর করা হয় বলে অভিযোগ । এরপর পুলিশেও অভিযোগ দায়ের করা হয় ৷ কিন্তু তারপর ফের তাঁকে আরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে পঙ্কজ রায়ের নাতি পুস্কর ও পুত্রবধূ মিতা রায়কে ৷ এর আগেও তাঁরা পরিচারিকাকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ ।

পরিচারিকা নিগ্রহের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার সকালে মামলা দায়ের হয় আদালতে । মামলাকারী অভিযোগ করেন, পঙ্কজ রায়ের নাতি ও পুত্রবধূর গণপ্রহার করে ওই পরিচারিকার মুখ বিকৃত করেছেন । বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা করা হয় ৷ দুপুর দুটোয় মামলার শুনানি করবেন বলে জানিয়েছিলেন বিচারপতি । সেই অনুযায়ী শুনানিতে বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা রুজু করেছে পুলিশ । আগামী 21 অগস্ট পুলিশকে এই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।

শুক্রবার শ্যামপুকুর থানায় ওই পরিচারিকা নির্যাতনের অভিযোগ করেন মিতা রায় ও পুস্কর রায়ের বিরুদ্ধে । অভিযুক্ত দু'জন কুমারটুলি পার্ক এলাকায় থাকেন ৷ ওই বাড়িতেই পরিচারিকার কাজ করতেন মহিলা । অভিযোগ, তাঁকে বেদম মারা হয়েছে । এতটাই মারা হয় যে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় । পঙ্কজ রায়ের বাড়িতে নানা কারণে অশান্তি লেগে থাকতো বলে শোনা যাচ্ছে । এর আগেও পরিচারিকা নিগ্রহের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে 'র‍্যাগিং বিরোধী কমিটি'র সুপারিশ কার্যকর করতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

উল্লেখ্য, মিতা রায় প্রখ্যাত টেস্ট ক্রিকেটার প্রণব রায়ের স্ত্রী ও পুস্কর রায় তাঁর ছেলে ৷ তাঁদের দু'জনের বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.