ETV Bharat / state

কেন্দ্র, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও অনুব্রত মণ্ডলকে পাঁচিল ভাঙা মামলায় পার্টি করার নির্দেশ হাইকোর্টের - anubrata mandal

বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় 18 অগাস্ট কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালালো হাইকোর্টের নজরদারিতে তা খতিয়ে দেখার আবেদন করেছিলেন ওই আইনজীবী ।

হাইকোর্ট
হাইকোর্ট
author img

By

Published : Aug 24, 2020, 8:57 PM IST

কলকাতা, 24 অগাস্ট : বিশ্বভারতীতে ভাঙচুর সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও অনুব্রত মণ্ডলকে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয় ।

বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় 18 অগাস্ট কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালালো ? হাইকোর্টের নজরদারিতে তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন ওই আইনজীবী ।

আজ মামলার শুনানিতে আইনজীবী তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে মামলায় যুক্ত করার আর্জি জানান । পাশাপাশি প্রাথমিক তদন্ত চার সপ্তাহের মধ্যে যাতে শেষ হয় সেই আবেদনও জানান । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় CISF জওয়ান মোতায়েন করার আর্জি জানিয়েছেন তিনি । এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও অনুব্রত মণ্ডলকে মামলায় পার্টি করার নির্দেশ দেয় ৷

17 আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্বভারতী চত্বর। পরিবেশ আদালতের নির্দেশে পৌষমেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে । কিন্তু স্থানীয় কিছু লোকজন গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ । এনিয়ে এখনও রাজনৈতিক চাপানউতোর চলছে ।

কলকাতা, 24 অগাস্ট : বিশ্বভারতীতে ভাঙচুর সংক্রান্ত জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও অনুব্রত মণ্ডলকে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয় ।

বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় 18 অগাস্ট কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । বহিরাগতরা কীভাবে ভিতরে ঢুকে ভাঙচুর চালালো ? হাইকোর্টের নজরদারিতে তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন ওই আইনজীবী ।

আজ মামলার শুনানিতে আইনজীবী তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে মামলায় যুক্ত করার আর্জি জানান । পাশাপাশি প্রাথমিক তদন্ত চার সপ্তাহের মধ্যে যাতে শেষ হয় সেই আবেদনও জানান । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় CISF জওয়ান মোতায়েন করার আর্জি জানিয়েছেন তিনি । এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও অনুব্রত মণ্ডলকে মামলায় পার্টি করার নির্দেশ দেয় ৷

17 আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্বভারতী চত্বর। পরিবেশ আদালতের নির্দেশে পৌষমেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করে । কিন্তু স্থানীয় কিছু লোকজন গিয়ে জোর করে সেই পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ । এনিয়ে এখনও রাজনৈতিক চাপানউতোর চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.