ETV Bharat / state

শিয়ালদায় সাত লাখের হেরোইন উদ্ধার, গ্রেপ্তার মাদক কারবারি - হেরোইন উদ্ধার

শিয়ালদা শিশির মার্কেট চত্বরে মাদক কারবারের খোঁজ পায় পুলিশ । সেইমতো গতরাতে সেখানে অভিযান চালায় মুচিপাড়া থানার পুলিশ ৷ খোকন শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় ৷ তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 712 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা ।

সাত লাখের হেরোইন উদ্ধার
Heroin recovered
author img

By

Published : Sep 9, 2020, 1:25 PM IST

কলকাতা , 9 সেপ্টেম্বর : শিয়ালদা দক্ষিণ শাখার রেললাইনের ধারে মাদকের নেশা করার পুরানো ছবিটা এখন আর নেই । GRP এবং RPF-এর সক্রিয়তায় বন্ধ হয়েছে মাদক সেবনদের দৌরাত্ম্য ৷ কিন্তু শত চেষ্টাতেও বন্ধ করা যাচ্ছে না মাদক কারবার । কোরোনা প্যানডেমিকেও রমরমিয়ে চলছে কারবার ৷ গতরাতে শিয়ালদার সুশীল মার্কেট থেকে গ্রেপ্তার করা হল এক মাদক কারবারিকে । তার কাছ থেকে সাত লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর , শিয়ালদা শিশির মার্কেট চত্বরে মাদক কারবারের খোঁজ পায় পুলিশ । সেইমতো গতরাতে সেখানে অভিযান চালায় মুচিপাড়া থানার পুলিশ ৷ হাতেনাতে ধরা পড়ে যায় খোকন শেখ । বয়স 31 ৷ বাড়ি সোনারপুর থানা এলাকার সুভাষ গ্রামে । সে মূলত , শিশির মার্কেট চত্বরে মাদক বিক্রি করত । গতরাতে তাকে 2 A সেক্টরের এন এস 20 নম্বর স্টলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 712 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা ।

পুলিশের অনুমান , এই কারবার খোকন একা চালাচ্ছে না । পিছনে রয়েছে আরও বড় মাথা । তারই খোঁজ চালাচ্ছে পুলিশ। খোকনকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা । তাকে আজ শিয়ালদা আদালতে পেশ করে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানা গেছে ।

কলকাতা , 9 সেপ্টেম্বর : শিয়ালদা দক্ষিণ শাখার রেললাইনের ধারে মাদকের নেশা করার পুরানো ছবিটা এখন আর নেই । GRP এবং RPF-এর সক্রিয়তায় বন্ধ হয়েছে মাদক সেবনদের দৌরাত্ম্য ৷ কিন্তু শত চেষ্টাতেও বন্ধ করা যাচ্ছে না মাদক কারবার । কোরোনা প্যানডেমিকেও রমরমিয়ে চলছে কারবার ৷ গতরাতে শিয়ালদার সুশীল মার্কেট থেকে গ্রেপ্তার করা হল এক মাদক কারবারিকে । তার কাছ থেকে সাত লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর , শিয়ালদা শিশির মার্কেট চত্বরে মাদক কারবারের খোঁজ পায় পুলিশ । সেইমতো গতরাতে সেখানে অভিযান চালায় মুচিপাড়া থানার পুলিশ ৷ হাতেনাতে ধরা পড়ে যায় খোকন শেখ । বয়স 31 ৷ বাড়ি সোনারপুর থানা এলাকার সুভাষ গ্রামে । সে মূলত , শিশির মার্কেট চত্বরে মাদক বিক্রি করত । গতরাতে তাকে 2 A সেক্টরের এন এস 20 নম্বর স্টলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় 712 গ্রাম হেরোইন । যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা ।

পুলিশের অনুমান , এই কারবার খোকন একা চালাচ্ছে না । পিছনে রয়েছে আরও বড় মাথা । তারই খোঁজ চালাচ্ছে পুলিশ। খোকনকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা । তাকে আজ শিয়ালদা আদালতে পেশ করে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.