ETV Bharat / state

উত্তরে ভারী ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা - Heavy rainfall with thunderstorm forecast next 24 hour in west bengal

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ।

Bristi
Bristi
author img

By

Published : Sep 10, 2020, 12:07 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : আজ সকাল থেকে কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা । শহর ও শহরতলীতে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে । ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । সেইসঙ্গে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা । পুরুলিয়া, খড়্গপুরের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে । ফলে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলবে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ।

কলকাতায় আজ সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের সর্তকতা জারি করেছে । পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিসহ সব জেলাতেই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 69 শতাংশ ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : আজ সকাল থেকে কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা । শহর ও শহরতলীতে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে । ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । সেইসঙ্গে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা । পুরুলিয়া, খড়্গপুরের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে । ফলে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে ।

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলবে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ।

কলকাতায় আজ সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে । আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের সর্তকতা জারি করেছে । পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিসহ সব জেলাতেই বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 69 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.