ETV Bharat / state

Weather Forecast: গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

রাজ্যজুড়ে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তবে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Forecast
গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
author img

By

Published : Sep 14, 2021, 7:01 AM IST

Updated : Sep 14, 2021, 7:16 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : নিম্নচাপের কারণে আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৷ তবে আগামী 48 ঘণ্টায় নিম্নচাপ শক্তি হারাবে ৷ ফলে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে গভীর নিম্নচাপ চাঁদবাড়ি অর্থাৎ উত্তর ওড়িশার উপর অবস্থান করছে । আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে । সেইসঙ্গে ক্রমশ গভীর নিম্নচাপ তার শক্তি হারাবে । এরই প্রভাবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে ।

দক্ষিণবঙ্গে আবহাওয়ারও উন্নতি হবে ঠিকই । তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলীয় জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । কারণ, সমুদ্র উত্তাল থাকবে । সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট 80 থেকে 90 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার।

আরও পড়ুন: মোদির জন্মদিন পালন, বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : নিম্নচাপের কারণে আজও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৷ তবে আগামী 48 ঘণ্টায় নিম্নচাপ শক্তি হারাবে ৷ ফলে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে গভীর নিম্নচাপ চাঁদবাড়ি অর্থাৎ উত্তর ওড়িশার উপর অবস্থান করছে । আগামী 48 ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে । সেইসঙ্গে ক্রমশ গভীর নিম্নচাপ তার শক্তি হারাবে । এরই প্রভাবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে ।

দক্ষিণবঙ্গে আবহাওয়ারও উন্নতি হবে ঠিকই । তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলীয় জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । কারণ, সমুদ্র উত্তাল থাকবে । সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট 80 থেকে 90 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 7 মিলিমিটার।

আরও পড়ুন: মোদির জন্মদিন পালন, বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

Last Updated : Sep 14, 2021, 7:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.