ETV Bharat / state

বৃষ্টিতে বেহাল কলকাতা, আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস - Alipore Weather office

গত 24 ঘণ্টায় প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শুধু রাস্তায় নয়, ফ্লাইওভারগুলিতেও জল জমে যানজট তৈরি হচ্ছে ।

কলকাতা
author img

By

Published : Sep 25, 2019, 2:39 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে জেরবার কলকাতা । গত 24 ঘণ্টায় প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শুধু রাস্তায় নয়, ফ্লাইওভারগুলিতেও জল জমে যানজট তৈরি হচ্ছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, মা ফ্লাইওভার ও AJC বোস রোড ফ্লাইওভারে জল জমার ফলে গাড়ি ধীর গতিতে চলাচল করছে ।

শহরের কিছু রাস্তায় বুধবারও জল জমে রয়েছে । সেই রাস্তাগুলি হল বর্ধমান রোড, বেলভেডিয়া রোড, এ জে সি বোস রোড, পোর্ট ট্রাস্টের সামনের রাস্তায, সায়েন্স সিটি, মিলন মেলা, পি সি চন্দ্র গার্ডেন সার্ভিস রোড, এম জি রোড, স্ট্যান্ড রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, রাম মন্দির , সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমে রয়েছে।

গত 24 ঘণ্টায় কলকাতার বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত

মানিকতলা 83.00 mm
বীরপাড়া 45.20 mm
বেলগাছিয়া 70.00 mm
ধাপা 60.00 mm
তপশিয়া 71.00mm
উল্টোডাঙা 52.00mm
পালমার ব্রিজ 68.00mm
ঠনঠনিয়া 51.80mm
বালিগঞ্জ 51.00mm
মোমিনপুর 38.00mm
চেতলা 38.00mm
কালিঘাট 46.00mm
দত্ত বাগান 37.00mm
সিপিটি ক‍্যানেল 30.40mm
জিঞ্জিরা বাজার 43.00mm
বেহালা 42.60mm

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও 24 ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় । হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 26 ও 27 সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে জেরবার কলকাতা । গত 24 ঘণ্টায় প্রবল বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শুধু রাস্তায় নয়, ফ্লাইওভারগুলিতেও জল জমে যানজট তৈরি হচ্ছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, মা ফ্লাইওভার ও AJC বোস রোড ফ্লাইওভারে জল জমার ফলে গাড়ি ধীর গতিতে চলাচল করছে ।

শহরের কিছু রাস্তায় বুধবারও জল জমে রয়েছে । সেই রাস্তাগুলি হল বর্ধমান রোড, বেলভেডিয়া রোড, এ জে সি বোস রোড, পোর্ট ট্রাস্টের সামনের রাস্তায, সায়েন্স সিটি, মিলন মেলা, পি সি চন্দ্র গার্ডেন সার্ভিস রোড, এম জি রোড, স্ট্যান্ড রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, রাম মন্দির , সেন্ট্রাল অ্যাভিনিউতে জল জমে রয়েছে।

গত 24 ঘণ্টায় কলকাতার বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত

মানিকতলা 83.00 mm
বীরপাড়া 45.20 mm
বেলগাছিয়া 70.00 mm
ধাপা 60.00 mm
তপশিয়া 71.00mm
উল্টোডাঙা 52.00mm
পালমার ব্রিজ 68.00mm
ঠনঠনিয়া 51.80mm
বালিগঞ্জ 51.00mm
মোমিনপুর 38.00mm
চেতলা 38.00mm
কালিঘাট 46.00mm
দত্ত বাগান 37.00mm
সিপিটি ক‍্যানেল 30.40mm
জিঞ্জিরা বাজার 43.00mm
বেহালা 42.60mm

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও 24 ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় । হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 26 ও 27 সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷

Intro:মানিকতলা 83.00 mm বিরপাড়া 45.20 mm বেলগাছিয়া 70.00 mm ধাপা 60.00 mm তপশিয়া 71.00mm উল্টোডাঙা 52.00mm পালমার ব্রীজ 68.00mm ঠনঠনিয়া 51.80mm বালিগঙ্জ 51.00mm মোমিমপুর 38.00mm চেতলা 38.00mm কালিঘাট 46.00mm দত্ত বাগান 37.00mm সিপিটি ক‍্যানেল 30.40mm জিনজিরা বাজার 43.00mm বেহালা 42.60mm


Body:টানা টানা বৃষ্টিতে জেরবার কলকাতা শহর। গত 24 ঘন্টায় বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু রাস্তায় নয় ফ্লাইওভার গুলিতেও জল জমে যানজট তৈরি হচ্ছে। লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে মা ফ্লাইওভার ও এ জে সি বোস রোড ফ্লাইওভার এ জল জমার ফলে গাড়ি ধীর গতিতে চলাচল করছে। কলকাতায় বেশকিছু রাস্তায় এই মুহূর্তে জল জমে রয়েছে বর্ধমান রোড, বেলভেডিয়া রোড, এ জে সি বোস রোড, পোর্ট ট্রাস্টের সামনের রাস্তায়, সাইনসিটি, মিলন মেলা, পি সি চন্দ্র গার্ডেন সার্ভিস রোড, এম জি রোড, স্ট্যান্ড রোড, মুক্তারাম বাবু স্ট্রিট রাম মন্দির , সেন্টাল এভিনিউ বিভিন্ন এই মুহূর্তে জল জমে রয়েছে।


Conclusion:আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিন বৃষ্টি চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির ও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান কলকাতা বীরভূম প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কাল থেকে অবস্থার উন্নতি হবে। 26 ও 27 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.