ETV Bharat / state

Weather forecast : সপ্তাহের শুরুতেই ঘূর্ণাবর্তের জেরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে - মৎস্যজীবী

বঙ্গোপসাগরের উপর ফের ঘূর্ণাবর্ত । যা নিম্নচাপে পরিণত হতে চলেছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

Weather forecast
ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
author img

By

Published : Aug 16, 2021, 6:58 AM IST

কলকাতা, 16 অগস্ট : সপ্তাহের শুরুতেই ফের ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে । বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘণ্টায় তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে আগামিকাল ও বুধবার ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি । উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।

আজ উত্তরবঙ্গের উপরের দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রাজ্যজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে । তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । এদিকে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি হবে । ভ্যাপসা গরম হবে ।

আরও পড়ুন : Independence Day in Ghatal : জলযন্ত্রণাকে সঙ্গী করে ঘাটালে পালিত স্বাধীনতা দিবস

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

হিমালয় সংলগ্ন এলাকার উপর রয়েছে মৌসুমী অক্ষরেখা । এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধপ্রদেশের উপকূলবর্তী এলাকা সহ ছত্তিগড়ের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ছত্তিশগড় থেকে উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে তেলাঙ্গানা পর্যন্ত ।

কলকাতা, 16 অগস্ট : সপ্তাহের শুরুতেই ফের ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে । বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘণ্টায় তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে আগামিকাল ও বুধবার ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি । উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ।

আজ উত্তরবঙ্গের উপরের দুই জেলা দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রাজ্যজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে । তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । এদিকে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি হবে । ভ্যাপসা গরম হবে ।

আরও পড়ুন : Independence Day in Ghatal : জলযন্ত্রণাকে সঙ্গী করে ঘাটালে পালিত স্বাধীনতা দিবস

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

হিমালয় সংলগ্ন এলাকার উপর রয়েছে মৌসুমী অক্ষরেখা । এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধপ্রদেশের উপকূলবর্তী এলাকা সহ ছত্তিগড়ের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ছত্তিশগড় থেকে উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে তেলাঙ্গানা পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.