কলকাতা, 16 সেপ্টেম্বর : আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি করা হয়েছে । দার্জিলিং কালিম্পং ও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আগামী 20 সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটবে ।আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বাড়বে।কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে আর্দ্রতা জন্য অস্বস্তিকর গরম থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1° বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94% সর্বনিম্ন 69 শতাংশ।
অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তেলাঙ্গানা ও ছত্তিশগড়ের কাছাকাছি এলাকায় উপরে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে নাগপুর ছত্তিশগড়ের মধ্যে দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন অন্ধ্র-তেলাঙ্গানা সহ ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।