কলকাতা, 26 অগাস্ট : উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে । যার জেরে আজ ভারী বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের চারটি জেলা ৷ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷
উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । পাশাপাশি আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । প্রায় 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । তবে খুব বেশি বৃষ্টি হবে না ৷ বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া দাপট থাকবে । উত্তাল থাকবে সমুদ্র ।
কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 ও সর্বনিম্ন 60 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 7.5 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।
উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে । নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপের জেরে আজ ওড়িশা ও আগামীকাল ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসম ভবন ইতিমধ্যেই ওড়িশা, ছত্তিশগড়ে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে । এই নিম্নচাপের প্রভাবে মধ্যপ্রদেশ ও রাজস্থানেও আগামী 4 দিন পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ।