কলকাতা, 6 অগাস্ট : আজ সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে । কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটানা বৃষ্টি চলছে । আগামী 24 ঘণ্টাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে । জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে । সেই সঙ্গে গুজরাতের দক্ষিণভাগ থেকে ওড়িশার উত্তর ভাগ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । ফলে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাত, কোঙ্কন, গোয়া, মুম্বই এবং মহারাষ্ট্রের মধ্যভাগের জেলাগুলিতে। মৌসম বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে আগামীকাল থেকে রাজ্যগুলিতে এই অবস্থার উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ কমে আসবে ।
আগামীকাল থেকে তামিলনাড়ু, কর্নাটক, কেরালাসহ দক্ষিণের উপকূলবর্তী এলাকায় লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ । হিমাচলপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, কর্নাটক, উত্তরাখণ্ড, গুজরাত, পূর্ব মধ্য প্রদেশ ও মধ্য মহারাষ্ট্রে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া জম্মু-কাশ্মীর, পশ্চিম রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, ত্রিপুরা, তেলাঙ্গানা, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে । পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর এই নিম্নচাপটি অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে । এর প্রভাবে আজ 5 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি হবে । ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিস ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ৷ আজ পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে ৷ তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাগুলিতে । কলকাতায় আজ সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে । পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । মৎস্যজীবীদের আগামী দু'দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ।
কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 97 শতাংশ ও সর্বনিম্ন 92 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 37.4 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।