ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, গাঙ্গেয় জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়া খবর

আগামী 24 ঘণ্টায় কলকাতায় ঝড়-পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । পাশাপাশি, আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে ভারি বৃষ্টি
উত্তরবঙ্গে ভারি বৃষ্টি
author img

By

Published : Jun 1, 2020, 5:58 PM IST

Updated : Jun 1, 2020, 6:27 PM IST

কলকাতা, 1 জুন : আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া, আগামী 24 ঘণ্টায় কলকাতায় ঝড়-পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জানানো হয়েছে, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়াতে আগামী কয়েক ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, আজ কেরালায় বর্ষা শুরু হল । আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে তামিলনাড়ু, পন্ডিচেরি ও কাড়ইকালের বেশ কিছু অংশে বিস্তৃত রয়েছে । দক্ষিণ-পূর্ব ও মধ্য-পূর্ব আরব সাগরের একটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে । আগামীকাল নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এই মুহূর্তে নিম্নচাপটি গোয়া থেকে 360 কিলোমিটার দূরে, মুম্বই থেকে 670 কিলোমিটার দূরে ও নিম্নচাপটি সুরাট থেকে 900 কিলোমিটার দূরে অবস্থান করছে ।

আগামী 12 ঘণ্টায় নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে । পরবর্তী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে । আপাতত এই নিম্নচাপের অভিমুখ রয়েছে উত্তর দিকে । ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অভিমুখ পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর করবে এবং পরবর্তী সময়ে শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি 105 থেকে 125 কিলোমিটার বেগে বুধবার সন্ধ্যায় আছড়ে পড়বে গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে । মৌসম ভবন এর পূর্বাভাস অনুযায়ী, মহারাষ্ট্রের রায়নগরের কাছাকাছি এলাকা, হরিহরের সর ও দমনের মাঝামাঝি কোনও উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ।

কলকাতা, 1 জুন : আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া, আগামী 24 ঘণ্টায় কলকাতায় ঝড়-পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জানানো হয়েছে, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়াতে আগামী কয়েক ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, আজ কেরালায় বর্ষা শুরু হল । আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে তামিলনাড়ু, পন্ডিচেরি ও কাড়ইকালের বেশ কিছু অংশে বিস্তৃত রয়েছে । দক্ষিণ-পূর্ব ও মধ্য-পূর্ব আরব সাগরের একটি নিম্নচাপ ঘণীভূত হচ্ছে । আগামীকাল নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এই মুহূর্তে নিম্নচাপটি গোয়া থেকে 360 কিলোমিটার দূরে, মুম্বই থেকে 670 কিলোমিটার দূরে ও নিম্নচাপটি সুরাট থেকে 900 কিলোমিটার দূরে অবস্থান করছে ।

আগামী 12 ঘণ্টায় নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে । পরবর্তী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে । আপাতত এই নিম্নচাপের অভিমুখ রয়েছে উত্তর দিকে । ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অভিমুখ পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর করবে এবং পরবর্তী সময়ে শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি 105 থেকে 125 কিলোমিটার বেগে বুধবার সন্ধ্যায় আছড়ে পড়বে গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে । মৌসম ভবন এর পূর্বাভাস অনুযায়ী, মহারাষ্ট্রের রায়নগরের কাছাকাছি এলাকা, হরিহরের সর ও দমনের মাঝামাঝি কোনও উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ।

Last Updated : Jun 1, 2020, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.