কলকাতা, 17 এপ্রিল : বৈশাখের প্রথম কালবৈশাখী এল শহরে । অস্বস্তিকর গরমে থেকে অবশেষে মিলল রেহাই । স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হিমশিম করা অস্বস্তিদায়ক গরম থেকে সাময়িক রেহাই শহরে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে । 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে আগামী দুই থেকে তিন ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতর।
আলিপুর হাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় কলকাতা আংশিক মেঘলা থাকবে । ঝড় বৃষ্টির ফলে অস্বস্তিকর করো বেশ কিছুটা কাটবে । আগামী 24 ঘণ্টা কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, স্বাভাবিকের থেকে এক বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 88 শতাংশ ।
আরও পড়ুন : মেঘলা আকাশ দক্ষিণে, উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা
আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার তরাই ডুয়ার্সে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর ।