ETV Bharat / state

কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি

আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টিও হতে পারে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 29, 2020, 1:00 PM IST

কলকাতা, 29 এপ্রিল : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ । ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায় । আজ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টিও হতে পারে । তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । ওইদিন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে । বৃষ্টির সম্ভাব্য পরিমাণ, 70 থেকে 110 মিলিমিটার ।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে চলতি সপ্তাহের ঝড়-বৃষ্টি চলবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ে । এই দুই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । আর তার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । যার জেরে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির এই সম্ভাবনা ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । কলকাতাতে আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে । এদিকে, আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা মাছ ধরতে গেছিলেন তাঁদের আজ রাতের মধ্যেই ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামীকাল থেকে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে । এর ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আন্দামান সাগরে অনির্দিষ্টকালের মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।

কলকাতা, 29 এপ্রিল : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ । ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায় । আজ আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টিও হতে পারে । তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । ওইদিন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে । বৃষ্টির সম্ভাব্য পরিমাণ, 70 থেকে 110 মিলিমিটার ।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে চলতি সপ্তাহের ঝড়-বৃষ্টি চলবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । সেই সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড়ে । এই দুই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে । আর তার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । যার জেরে রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির এই সম্ভাবনা ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । কলকাতাতে আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 68 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে । এদিকে, আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । যাঁরা মাছ ধরতে গেছিলেন তাঁদের আজ রাতের মধ্যেই ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামীকাল থেকে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে । এর ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আন্দামান সাগরে অনির্দিষ্টকালের মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.