ETV Bharat / state

রাতভর বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক জায়গা - Programmes of RabindraNath Tegore

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা । দক্ষিণের তুলনায় উত্তরে জল জমার পরিমাণ বেশি ।

কলকাতায় বৃষ্টি
author img

By

Published : Aug 8, 2019, 5:27 PM IST

Updated : Aug 8, 2019, 7:40 PM IST

কলকাতা, 8 অগাস্ট : রাতভর একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । ব্যাহত যান চলাচল । গতকাল রাত থেকেই নিম্নচাপের জেরে অঝোর বৃষ্টিতে ভিজছে শহর এবং শহরতলী ৷ শ্রাবণের নিয়মে কখনও ইলশেগুড়ি, কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ দুপুর পর্যন্ত । একনাগাড়ে বৃষ্টির জেরে কার্যত ভেস্তে গেছে 22 শ্রাবণের একাধিক ওপেন স্টেজ অনুষ্ঠান । কোথাও আবার বৃষ্টির মধ্যেই চলছে কবি প্রণামের মহড়া ।

গতরাত থেকে বৃষ্টির পর শহর কলকাতার ছবিটা প্রতিবছরের মতোই । জলের তলায় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা । দক্ষিণের তুলনায় উত্তর বেশি জলমগ্ন । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার । এরমধ্যে গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার ।

water logged
জলমগ্ন দক্ষিণ কলকাতার একাধিক এলাকা

জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড, আল মাসুদ আমির আলি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিটসহ উত্তরের বিভিন্ন এলাকায় । জল জমেছে পার্কসার্কাস , E M বাইপাস, সায়েন্সসিটি, ঢাকুরিয়া, খিদিরপুর, ভূকৈলাস রোড ও বেহালাসহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ।

water logged
জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোডে

গত 24 ঘণ্টায় বেহালায় 85 মিলিমিটার, জোকায় 76 মিলিমিটার, দমদমে 53 মিলিমিটার, পাটুলিতে 51 মিলিমিটার, ধাপা 49 মিলিমিটার, নিউ মার্কেট এলাকায় 48 মিলিমিটার, সন্তোষপুরে 46 মিলিমিটার ও কাশীপুরে 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে, চলতি মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানা গেছে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 8 অগাস্ট : রাতভর একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । ব্যাহত যান চলাচল । গতকাল রাত থেকেই নিম্নচাপের জেরে অঝোর বৃষ্টিতে ভিজছে শহর এবং শহরতলী ৷ শ্রাবণের নিয়মে কখনও ইলশেগুড়ি, কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ দুপুর পর্যন্ত । একনাগাড়ে বৃষ্টির জেরে কার্যত ভেস্তে গেছে 22 শ্রাবণের একাধিক ওপেন স্টেজ অনুষ্ঠান । কোথাও আবার বৃষ্টির মধ্যেই চলছে কবি প্রণামের মহড়া ।

গতরাত থেকে বৃষ্টির পর শহর কলকাতার ছবিটা প্রতিবছরের মতোই । জলের তলায় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা । দক্ষিণের তুলনায় উত্তর বেশি জলমগ্ন । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার । এরমধ্যে গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার ।

water logged
জলমগ্ন দক্ষিণ কলকাতার একাধিক এলাকা

জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড, আল মাসুদ আমির আলি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিটসহ উত্তরের বিভিন্ন এলাকায় । জল জমেছে পার্কসার্কাস , E M বাইপাস, সায়েন্সসিটি, ঢাকুরিয়া, খিদিরপুর, ভূকৈলাস রোড ও বেহালাসহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ।

water logged
জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোডে

গত 24 ঘণ্টায় বেহালায় 85 মিলিমিটার, জোকায় 76 মিলিমিটার, দমদমে 53 মিলিমিটার, পাটুলিতে 51 মিলিমিটার, ধাপা 49 মিলিমিটার, নিউ মার্কেট এলাকায় 48 মিলিমিটার, সন্তোষপুরে 46 মিলিমিটার ও কাশীপুরে 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে, চলতি মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানা গেছে ।

দেখুন ভিডিয়ো
Intro:রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার জুড়াই একাধিক রাস্তার তলায়। তবে উত্তর কলকাতায় বেশি রাস্তায় জলমগ্ন হয়ে রয়েছে। নিম্নচাপের জেরে বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তা অব্যাহত রয়েছে বৃহস্পতিবারো। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কখনো চেপে কখনো ইলিশে গুড়ি। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার। বুধবার গোটা দিনে গতকাল বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার।


Body:মৌসুমির প্রথমে ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাত ভরে বৃষ্টি জমা জলের চেনা ছবি ফিরে এল কলকাতা শহরে। কলেজ স্ট্রিট ,মহাত্মা গান্ধী রোড ,আল মাসুদ আমির আলী এভিনিউ ,সেন্টাল এভিনিউ ,ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার স্টি্রট সহ একাধিক রাস্তায় জলের তলায়। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রবল বৃষ্টি চলছে।


Conclusion:গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাপ বেহালা 85 মিলিমিটার জোকা 76 মিলিমিটার দমদম 53 মিলিমিটার পাটুলি 51 মিলিমিটার ধাপা 49 মিলিমিটার। নিউ মার্কেট 48 মিলিমিটার সন্তোষপুর 46 মিলিমিটার কাশীপুর 45
Last Updated : Aug 8, 2019, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.