কলকাতা, 8 অগাস্ট : রাতভর একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা । ব্যাহত যান চলাচল । গতকাল রাত থেকেই নিম্নচাপের জেরে অঝোর বৃষ্টিতে ভিজছে শহর এবং শহরতলী ৷ শ্রাবণের নিয়মে কখনও ইলশেগুড়ি, কখনও ভারী আবার কখনও অতি ভারী বৃষ্টি হয়েছে আজ দুপুর পর্যন্ত । একনাগাড়ে বৃষ্টির জেরে কার্যত ভেস্তে গেছে 22 শ্রাবণের একাধিক ওপেন স্টেজ অনুষ্ঠান । কোথাও আবার বৃষ্টির মধ্যেই চলছে কবি প্রণামের মহড়া ।
গতরাত থেকে বৃষ্টির পর শহর কলকাতার ছবিটা প্রতিবছরের মতোই । জলের তলায় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা । দক্ষিণের তুলনায় উত্তর বেশি জলমগ্ন । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার । এরমধ্যে গতকাল কলকাতায় বৃষ্টি হয়েছে 21 মিলিমিটার ।
জল জমেছে কলেজ স্ট্রিট, মহাত্মা গান্ধি রোড, আল মাসুদ আমির আলি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিটসহ উত্তরের বিভিন্ন এলাকায় । জল জমেছে পার্কসার্কাস , E M বাইপাস, সায়েন্সসিটি, ঢাকুরিয়া, খিদিরপুর, ভূকৈলাস রোড ও বেহালাসহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ।
গত 24 ঘণ্টায় বেহালায় 85 মিলিমিটার, জোকায় 76 মিলিমিটার, দমদমে 53 মিলিমিটার, পাটুলিতে 51 মিলিমিটার, ধাপা 49 মিলিমিটার, নিউ মার্কেট এলাকায় 48 মিলিমিটার, সন্তোষপুরে 46 মিলিমিটার ও কাশীপুরে 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে । তবে, চলতি মরশুমে কলকাতায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানা গেছে ।