ETV Bharat / state

পর্যাপ্ত বাস নেই, JEE মেইন দিতে গিয়ে দুর্ভোগ পরীক্ষার্থীদের

JEE মেইন দেওয়ার জন্য সেন্টারে পৌঁছাতে বৃষ্টির মধ্যে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল পরীক্ষার্থীদের । দুর্ভোগে পরীক্ষার্থীরা ।

author img

By

Published : Sep 2, 2020, 9:46 AM IST

JEE Main
JEE (মেইন)-এর পরীক্ষার্থী

কলকাতা, 2 সেপ্টেম্বর : JEE (মেইন)-এর দিন নেই পর্যাপ্ত বাস । তার উপর সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি । যার জেরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বেশ অসুবিধায় পড়তে হল JEE মেইনের পরীক্ষার্থীদের । গতকাল পরীক্ষার জন্য সকাল 5টা থেকে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছিল রাজ্য পরিবহন দপ্তর । কিন্তু, উত্তর 24 পরগনা, বহরমপুর, মালদা ও শিলিগুড়িতে পরীক্ষার্থীরা জানিয়েছেন, বাসের জন্য তাঁদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে । লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় আরও দুর্ভোগে পড়তে হয়েছে বলেও দাবি পরীক্ষার্থীদের ।

শুভম দাস নামে এক পরীক্ষার্থী বলেন, "সরাসরি বাসের ব্যবস্থা না থাকায় আমাকে খড়দা (উত্তর 24 পরগনা) থেকে সল্টলেকের TCS গীতবিতান সেন্টারে পৌঁছাতে একটি ট্যাক্সি ভাড়া করতে হয়েছে । ট্রেন চলাচল করলে এতটা অসুবিধা হত না ।" TCS গীতবিতানের এক মুখপাত্র জানিয়েছেন, "পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । থার্মাল স্ক্রিনিংয়ের পর প্রার্থীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় । একটি কক্ষে 12 জনের বেশি পরীক্ষার্থী বসানো হয়নি । পুরো ক্যাম্পাসটি স্যানিটাইজ় করা হয়েছে ।"

বেশ কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ কলকাতার DPS রুবি পার্কে JEE মেইনের জন্য নির্ধারিত অন্য একটি কেন্দ্রের ছবিও একই । হলে প্রবেশের সময় সামাজিক দূরত্ববিধি বজায় রেখেছেন পরীক্ষার্থীরা । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বাড়বে এমন দাবি করে এর আগে JEE (মেইন) এবং NEET নেওয়ার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল রাজ্য সরকার । মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে ভরতির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : JEE (মেইন)-এর দিন নেই পর্যাপ্ত বাস । তার উপর সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি । যার জেরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বেশ অসুবিধায় পড়তে হল JEE মেইনের পরীক্ষার্থীদের । গতকাল পরীক্ষার জন্য সকাল 5টা থেকে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছিল রাজ্য পরিবহন দপ্তর । কিন্তু, উত্তর 24 পরগনা, বহরমপুর, মালদা ও শিলিগুড়িতে পরীক্ষার্থীরা জানিয়েছেন, বাসের জন্য তাঁদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে । লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় আরও দুর্ভোগে পড়তে হয়েছে বলেও দাবি পরীক্ষার্থীদের ।

শুভম দাস নামে এক পরীক্ষার্থী বলেন, "সরাসরি বাসের ব্যবস্থা না থাকায় আমাকে খড়দা (উত্তর 24 পরগনা) থেকে সল্টলেকের TCS গীতবিতান সেন্টারে পৌঁছাতে একটি ট্যাক্সি ভাড়া করতে হয়েছে । ট্রেন চলাচল করলে এতটা অসুবিধা হত না ।" TCS গীতবিতানের এক মুখপাত্র জানিয়েছেন, "পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । থার্মাল স্ক্রিনিংয়ের পর প্রার্থীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় । একটি কক্ষে 12 জনের বেশি পরীক্ষার্থী বসানো হয়নি । পুরো ক্যাম্পাসটি স্যানিটাইজ় করা হয়েছে ।"

বেশ কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ কলকাতার DPS রুবি পার্কে JEE মেইনের জন্য নির্ধারিত অন্য একটি কেন্দ্রের ছবিও একই । হলে প্রবেশের সময় সামাজিক দূরত্ববিধি বজায় রেখেছেন পরীক্ষার্থীরা । কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি বাড়বে এমন দাবি করে এর আগে JEE (মেইন) এবং NEET নেওয়ার বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল রাজ্য সরকার । মেডিকেল ও ডেন্টাল কলেজগুলিতে ভরতির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.