ETV Bharat / state

West Bengal Weather Update: পাহাড় থেকে সমতল, সর্বত্র তাপপ্রবাহের পরিস্থিতি - বঙ্গের সর্বত্র তাপপ্রবাহের পরিস্থিতি

বর্ষা কতদূরে তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না হাওয়া অফিস ৷ উত্তর থেকে দক্ষিণ, বঙ্গের সর্বত্রই তাপপ্রবাহের পরিস্থিতি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 5, 2023, 6:54 AM IST

কলকাতা, 5 জুন: দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা 7 ডিগ্রি বেশি । রাজ্যের উষ্ণতম জেলা মালদা । সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 6 দশমিক তিন ডিগ্রি বেশি । গরমে এবার সমতলকে পাল্লা দিচ্ছে পাহাড় । শীতলতার খোঁজে গ্রীষ্মে পাহাড়কে বেছে নিতে পছন্দ করা বাঙালির দার্জিলিং বিলাস ধাক্কা খাচ্ছে ।

একটু শীতলতার খোঁজে বঙ্গে এখন হাহাকার । ভোর থেকে রাত । সময় এগোলেও গরমের অস্বস্তি দূর হচ্ছে না । আষাঢ় মাস আর কয়েক দিন পরে । বৃষ্টির দেখা তাড়াতাড়ি মিলবে এমন স্বস্তির পূর্বাভাসও হাওয়া অফিস দিতে পারছে না । বরং বলছে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যজুড়ে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে । যার ইঙ্গিত ইতিমধ্যে মিলতে শুরু করেছে ।

পুড়ছে দক্ষিণবঙ্গ । রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল । আজও তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় । সোম থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ।

আজ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় যদিও খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ।

উত্তরেও তাপপ্রবাহ । উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সমতল অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা । সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিংয়ের সমতল এলাকার কিছু অংশ, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিসের ।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে । সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তা অস্বস্তি কমাবে না । তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতে । বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 দশমিক এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ । আজ সোমবার অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 ও 30 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : নতুন চাকরির খোঁজে সাফল্য সিংহের, বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে

কলকাতা, 5 জুন: দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা 7 ডিগ্রি বেশি । রাজ্যের উষ্ণতম জেলা মালদা । সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 6 দশমিক তিন ডিগ্রি বেশি । গরমে এবার সমতলকে পাল্লা দিচ্ছে পাহাড় । শীতলতার খোঁজে গ্রীষ্মে পাহাড়কে বেছে নিতে পছন্দ করা বাঙালির দার্জিলিং বিলাস ধাক্কা খাচ্ছে ।

একটু শীতলতার খোঁজে বঙ্গে এখন হাহাকার । ভোর থেকে রাত । সময় এগোলেও গরমের অস্বস্তি দূর হচ্ছে না । আষাঢ় মাস আর কয়েক দিন পরে । বৃষ্টির দেখা তাড়াতাড়ি মিলবে এমন স্বস্তির পূর্বাভাসও হাওয়া অফিস দিতে পারছে না । বরং বলছে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যজুড়ে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে । যার ইঙ্গিত ইতিমধ্যে মিলতে শুরু করেছে ।

পুড়ছে দক্ষিণবঙ্গ । রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল । আজও তাপপ্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় । সোম থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ।

আজ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই 24 পরগনায় যদিও খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ।

উত্তরেও তাপপ্রবাহ । উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সমতল অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা । সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিংয়ের সমতল এলাকার কিছু অংশ, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিসের ।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে । সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তা অস্বস্তি কমাবে না । তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কলকাতাতে । বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 দশমিক এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 শতাংশ । আজ সোমবার অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 ও 30 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : নতুন চাকরির খোঁজে সাফল্য সিংহের, বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.