ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গে বর্ষা প্রবেশে বাধা 'বিপর্যয়', দক্ষিণে অব্যাহত তাপপ্রবাহ পরিস্থিতি

author img

By

Published : Jun 8, 2023, 7:00 AM IST

বঙ্গে বর্ষার কপালে বিপর্যয় ৷ ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্তের জেরে বর্ষা আসতে বিলম্ব হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ যদিও আগামিকাল কেরলে বর্ষা ঢোকার কথা জানিয়েছে দিল্লির মৌসম ভবন ৷ বঙ্গে কবে বর্ষা আসার পথ প্রশস্ত হয় তাই এখন দেখার ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 8 জুন: দগ্ধ বঙ্গে বর্ষার পথে কাঁটা ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্ত । অথচ বর্ষা স্বাভাবিক হবে এটাই ছিল আবহবিদদের অনুমান । কিন্তু যা পরিস্থিতি তাতে জুন মাসে পর্যাপ্ত বৃষ্টি না-হওয়ার সম্ভাবনায় বেশি দেখছেন আবহবিদরা । ফলে সপ্তাহভর তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাসে বঙ্গজুড়ে শঙ্কা । কলকাতা, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সর্তকতা ছিল এবং তা বহাল রয়েছে ।

হাওয়া অফিস বলছে আরবসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় । বুধবার সকালে তা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ক্রমশ গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে । 170 কিলোমিটার সর্বোচ্চ গতি বেগে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে । পাশাপাশি একই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এটি আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়াবে । এবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকেই নজর আবহাওয়াবিদদের । আরবসাগরের ঘূর্ণিঝড় এবং মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারবে না বলছে হাওয়া অফিস । ফলে শনিবার পর্যন্ত দহন জ্বালা অব্যাহত থাকার কথা বলা হচ্ছে ।

দক্ষিণবঙ্গের কেমন থাকবে গরম কাঁটা:

গরম এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে । বুধবার পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনাতে সামান্য বৃষ্টি হয়েছে । আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে । কলকাতা, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে ।

উত্তরবঙ্গেও ছাড় নেই খড়তাপের:

গৌড়বঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে । জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে । এছাড়া শিলিগুড়ি ও বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত ।
এরপর থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচজেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী 48 ঘণ্টায় কেরলে বর্ষার প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে দক্ষিণ আরবসাগরের কিছু অংশ, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, দক্ষিণ-পশ্চিম, মধ্য-উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ।

তাপমাত্রার পরিসংখ্যান:

বুধবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস । বাগডোগরা, মালদা, বাঁকুড়া, বর্ধমান ও আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে । মাঝিহান, শ্রীনিকেতন, সাউড়ি ও ঝাড়গ্রাম ছাড়াও কলকাতার পার্শ্ববর্তী দমদম ও ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে ছিল ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সাড়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ । আজ বৃহস্পতিবার অস্বস্তিকর ঘর্মাক্ত গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ও 30 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কেরলে বর্ষা আসার সুখবর দিল হাওয়া অফিস, বাংলার ভাগ্য কবে খুলবে ?

কলকাতা, 8 জুন: দগ্ধ বঙ্গে বর্ষার পথে কাঁটা ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্ত । অথচ বর্ষা স্বাভাবিক হবে এটাই ছিল আবহবিদদের অনুমান । কিন্তু যা পরিস্থিতি তাতে জুন মাসে পর্যাপ্ত বৃষ্টি না-হওয়ার সম্ভাবনায় বেশি দেখছেন আবহবিদরা । ফলে সপ্তাহভর তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাসে বঙ্গজুড়ে শঙ্কা । কলকাতা, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সর্তকতা ছিল এবং তা বহাল রয়েছে ।

হাওয়া অফিস বলছে আরবসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় । বুধবার সকালে তা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে ক্রমশ গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে । 170 কিলোমিটার সর্বোচ্চ গতি বেগে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে । পাশাপাশি একই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । এটি আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়াবে । এবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকেই নজর আবহাওয়াবিদদের । আরবসাগরের ঘূর্ণিঝড় এবং মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারবে না বলছে হাওয়া অফিস । ফলে শনিবার পর্যন্ত দহন জ্বালা অব্যাহত থাকার কথা বলা হচ্ছে ।

দক্ষিণবঙ্গের কেমন থাকবে গরম কাঁটা:

গরম এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকছে । বুধবার পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনাতে সামান্য বৃষ্টি হয়েছে । আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে । কলকাতা, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে ।

উত্তরবঙ্গেও ছাড় নেই খড়তাপের:

গৌড়বঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে । জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে । এছাড়া শিলিগুড়ি ও বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত ।
এরপর থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচজেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে । আগামী 48 ঘণ্টায় কেরলে বর্ষার প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে দক্ষিণ আরবসাগরের কিছু অংশ, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, দক্ষিণ-পশ্চিম, মধ্য-উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ।

তাপমাত্রার পরিসংখ্যান:

বুধবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস । বাগডোগরা, মালদা, বাঁকুড়া, বর্ধমান ও আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে । মাঝিহান, শ্রীনিকেতন, সাউড়ি ও ঝাড়গ্রাম ছাড়াও কলকাতার পার্শ্ববর্তী দমদম ও ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে ছিল ।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সাড়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ । আজ বৃহস্পতিবার অস্বস্তিকর ঘর্মাক্ত গরম অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ও 30 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : কেরলে বর্ষা আসার সুখবর দিল হাওয়া অফিস, বাংলার ভাগ্য কবে খুলবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.