কলকাতা, 13 জুন : বিকেল বা সন্ধ্যায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও গত চব্বিশ ঘণ্টায় তার দেখা মেলেনি । বরং রোদের তাপে পুড়ল সপ্তাহের শেষ দিন । আর্দ্রতা ভরা গরমে অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী(West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে হালকা বৃষ্টিপাতের উল্লেখ যেমন আছে, তেমনই আছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও । ফলে 16 তারিখের আগে বর্ষার প্রবেশ না করার পূর্বাভাসে অস্বস্তিকর গরমই প্রাপ্তি বঙ্গের ।
দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হয়েই চলেছে । আগামী তিন দিন আরও বৃষ্টির সম্ভবনা রয়েছে । ফলে গরমের অস্বস্তির কোনও রেশ উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা কম । এমনিতেই বর্ষা বঙ্গে প্রবেশে বিলম্ব ঘটিয়েছে । হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হচ্ছে । চলতি সপ্তাহে সেই সম্ভাবনা আরও বাড়বে । তা যে ভুল নয়, সামগ্রিক প্রেক্ষাপটে ধরা পড়ছে । দেরিতে বর্ষার প্রবেশ ঘটলেও বৃষ্টির কোনও ঘাটতি হবে না বলে মনে করছে হাওয়া অফিস ।
আরও পড়ুন : ত্বকের জন্য ভীষণ উপকারী ক্যালেন্ডুলা, দেখুন এর গুণাবলী
রবিবার আর্দ্রতাজনিত গরমের কারণে কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ । সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও অস্বস্তিকর গরমে নাকাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে । বিকেল কিংবা সন্ধ্যায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির আশেপাশে থাকবে ।