কলকাতা, 28 মার্চ : কালবৈশাখীর দেখা নেই ৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে কাজ হচ্ছে না ৷ আপাতত আংশিক মেঘলা আকাশেই আশা রাখতে হচ্ছে বঙ্গকে ৷ তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (Weather Update of Bengal) ৷ শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহ ।
সিকিম এবং দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া শুষ্ক আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত । সোমবার সপ্তাহের প্রথম দিনে রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।
দিনে চড়বে তাপমাত্রার পারদ (West Bengal Weather Forecast)। শুষ্ক হাওয়ায় লু বইবে । চৈত্র মাসে গরমের এই মারকুটে ব্যাটিং যে বৈশাখে কী ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে ৷ তবে এখনই এই গরম থেকে স্বস্তির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আপাতত কালবৈশাখীর অপেক্ষায় বঙ্গবাসী ৷
এই তীব্র গরম থেকে শরীরকে সুস্থ রাখতে অহেতুক বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ বাইরে বেরোলেও শরীরে ডিহাইড্রেশন রুখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পাশাপাশি মরশুমি ফল ও সবজি খাওয়ার কথা বলছেন ৷ রাস্তায় বেরোতে হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা ও জলের বোতল ৷ আপাতত আগামী কয়েকমাস গরমকে সঙ্গী করেই চলতে হবে আমাদের ৷
আরও পড়ুন : এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করবে গুড় লেবুর সরবত