ETV Bharat / state

হৃৎপিণ্ড প্রতিস্থাপন হচ্ছে কলকাতায় - হৃৎপিণ্ড প্রতিস্থাপন

গত 1 সেপ্টেম্বর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা মিস্ত্রিকে (52) ৷ হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি ৷ শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয় ৷ বাঁচানো যায়নি কৃষ্ণা দেবীকে ৷ গতকাল মঙ্গলবার (3 সেপ্টেম্বর) তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কৃষ্ণা দেবীর পরিবারের সদস্যরা তাঁর অঙ্গ দানের সম্মতি জানান ৷ কলকাতা , 4 সেপ্টেম্বর : প্রাণ না থাকলেও তাঁর হৃৎপিণ্ড নতুন জীবন দিল অন্য একটি মানুষকে ৷ তাঁর চোখ দিয়ে পৃথিবী দেখবেন আরও দু'জন মানুষ ৷ তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অন্য একজনের শরীরে ৷

Krishna Mistry
author img

By

Published : Sep 4, 2019, 11:10 PM IST

কলকাতা , 4 সেপ্টেম্বর : প্রাণ না থাকলেও তাঁর হৃৎপিণ্ড নতুন জীবন দিল অন্য একটি মানুষকে ৷ তাঁর চোখ দিয়ে পৃথিবী দেখবেন আরও দু'জন মানুষ ৷ তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অন্য একজনের শরীরে ৷

গত 1 সেপ্টেম্বর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা মিস্ত্রিকে (52) ৷ হাসপাতালের জরুরিবিভাগে নিয়ে যাওয়ার আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন স্ট্রোক হয়েছিল কৃষ্ণা দেবীর৷ সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় তাঁর মস্তিষ্কের বাঁ দিকে রক্তক্ষরণ হয়েছে । শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয় ৷ বাঁচানো যায়নি কৃষ্ণা দেবীকে ৷ গতকাল মঙ্গলবার (3 সেপ্টেম্বর) তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কৃষ্ণা দেবীর পরিবারের সদস্যরা তাঁর অঙ্গ দানের সম্মতি জানান ৷

পরিবার সূত্রে খবর, অবশেষে তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে 41 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে । কৃষ্ণা মিস্ত্রির একটি কিডনি প্রতিস্থাপন হছে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে 49 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে ।

কলকাতা , 4 সেপ্টেম্বর : প্রাণ না থাকলেও তাঁর হৃৎপিণ্ড নতুন জীবন দিল অন্য একটি মানুষকে ৷ তাঁর চোখ দিয়ে পৃথিবী দেখবেন আরও দু'জন মানুষ ৷ তাঁর দুটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে অন্য একজনের শরীরে ৷

গত 1 সেপ্টেম্বর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কৃষ্ণা মিস্ত্রিকে (52) ৷ হাসপাতালের জরুরিবিভাগে নিয়ে যাওয়ার আগেই কোমায় চলে গিয়েছিলেন তিনি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন স্ট্রোক হয়েছিল কৃষ্ণা দেবীর৷ সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় তাঁর মস্তিষ্কের বাঁ দিকে রক্তক্ষরণ হয়েছে । শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয় ৷ বাঁচানো যায়নি কৃষ্ণা দেবীকে ৷ গতকাল মঙ্গলবার (3 সেপ্টেম্বর) তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কৃষ্ণা দেবীর পরিবারের সদস্যরা তাঁর অঙ্গ দানের সম্মতি জানান ৷

পরিবার সূত্রে খবর, অবশেষে তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে 41 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে । কৃষ্ণা মিস্ত্রির একটি কিডনি প্রতিস্থাপন হছে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে 49 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে ।

Intro:কলকাতা, 4 সেপ্টেম্বর: কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে অন্য এক রোগীর শরীরে। শুধুমাত্র হৃদযন্ত্র নয়। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর 2 কিডনিও প্রতিস্থাপন হচ্ছে অন্য 2 রোগীর শরীরে। তাঁর কর্নিয়াও দান করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, হৃদযন্ত্র এবং দুই কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।Body:গত পয়লা সেপ্টেম্বর কৃষ্ণা মিস্ত্রি (৫২)-কে ভর্তি করানো হয়েছিল মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। তিনি দমদম এলাকার বাসিন্দা। তাঁকে যখন এই হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি কোমায় চলে গিয়েছিলেন। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায় এই রোগীর মস্তিষ্কের বাঁ দিকে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত এই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার, 3 সেপ্টেম্বর এই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এর পরে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অঙ্গ দানের জন্য সম্মতি জানান পরিজনরা। শুরু হয় গ্রহীতার খোঁজ।
Conclusion:অবশেষে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদযন্ত্র প্রতিস্থাপন হচ্ছে আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে 41 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে। কৃষ্ণা মিস্ত্রির একটি কিডনি প্রতিস্থাপন হছে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে 49 বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অন্য একটি কিডনি প্রতিস্থাপন হচ্ছে SSKM হাসপাতালে।

______



ছবি:
wb_kol_02a_brain_death_organ_pic_7203421
ব্রেন ডেথ ঘোষিত রোগীর ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.