ETV Bharat / state

বিনয় মিশ্র মামলায় সময় চাইল সিবিআই, পিছিয়ে গেল শুনানি

21 জুন মামলার শুনানিতে বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন বিনয় মিশ্র দেশে ফিরতে চাইছেন এবং তিনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ৷ বিনয় মিশ্রের প্রস্তাবে সিবিআই সম্মতি জানাবে কি না সেই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট মতামত তারা আদালতকে দিতে পারেনি । এ ব্যাপারে আজ অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 23, 2021, 7:39 PM IST

কলকাতা, 23 জুন : পিছিয়ে গেল বিনয় মিশ্র মামলার শুনানি ৷ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে সময় চাইলেন অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর । আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷


এর আগে 21 জুন মামলার শুনানিতে বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন বিনয় মিশ্র দেশে ফিরতে চাইছেন এবং তিনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ৷ অবশ্যই, যদি তাকে সিবিআই গ্রেফতার না করার আশ্বাস দেয় তবেই তিনি ফিরবেন ও সিবিআইকে সহযোগিতা করবেন । তখন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর জানিয়েছিলেন, বিষয়টি তিনি সিবিআই আধিকারিকদের গোচরে আনবেন । তারপর কর্তৃপক্ষের তরফে কী নির্দেশ দেওয়া হচ্ছে বা বিনয় মিশ্রের এই প্রস্তাব গ্রহণ করা হবে কি না সেটা তারা জানাবে । কিন্তু, আদালত সূত্রে খবর, সিবিআইয়ের তরফে এখনও বিষয়টি পরিষ্কার নয় । বিনয় মিশ্রের প্রস্তাবে সিবিআই সম্মতি জানাবে কি না সেই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট মতামত তারা আদালতকে দিতে পারেনি । এ ব্যাপারে আজ অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন । বিচারপতি তাতে সম্মতি জানিয়েছেন।

গত পরশু মামলার শুনানিতে সিবিআই তরফে জানানো হয়েছিল বিনয় মিশ্রর দুটোর বেশি পাসপোর্ট রয়েছে ,দুটো ভোটার কার্ড । তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট নয় সিবিআইয়ের কাছে । এই পরিস্থিতিতে তাঁকে যদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে তিনি সহজে উত্তর এড়িয়ে যেতে পারেন বা মিথ্যা তথ্য সিবিআইকে দিতে পারেন । কিন্তু দেশে ফেরার জন্য বিনয় মিশ্র যে শর্ত সিবিআইয়ের কাছে রেখেছেন সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না সিবিআই আধিকারিকরা ।

আরও পড়ুন, Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র । সেই আবেদনের ওপরই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ৷ আগামী মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে ফের মামলার শুনানি রয়েছে ।

কলকাতা, 23 জুন : পিছিয়ে গেল বিনয় মিশ্র মামলার শুনানি ৷ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে সময় চাইলেন অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর । আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷


এর আগে 21 জুন মামলার শুনানিতে বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন বিনয় মিশ্র দেশে ফিরতে চাইছেন এবং তিনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ৷ অবশ্যই, যদি তাকে সিবিআই গ্রেফতার না করার আশ্বাস দেয় তবেই তিনি ফিরবেন ও সিবিআইকে সহযোগিতা করবেন । তখন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর জানিয়েছিলেন, বিষয়টি তিনি সিবিআই আধিকারিকদের গোচরে আনবেন । তারপর কর্তৃপক্ষের তরফে কী নির্দেশ দেওয়া হচ্ছে বা বিনয় মিশ্রের এই প্রস্তাব গ্রহণ করা হবে কি না সেটা তারা জানাবে । কিন্তু, আদালত সূত্রে খবর, সিবিআইয়ের তরফে এখনও বিষয়টি পরিষ্কার নয় । বিনয় মিশ্রের প্রস্তাবে সিবিআই সম্মতি জানাবে কি না সেই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট মতামত তারা আদালতকে দিতে পারেনি । এ ব্যাপারে আজ অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন । বিচারপতি তাতে সম্মতি জানিয়েছেন।

গত পরশু মামলার শুনানিতে সিবিআই তরফে জানানো হয়েছিল বিনয় মিশ্রর দুটোর বেশি পাসপোর্ট রয়েছে ,দুটো ভোটার কার্ড । তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট নয় সিবিআইয়ের কাছে । এই পরিস্থিতিতে তাঁকে যদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে তিনি সহজে উত্তর এড়িয়ে যেতে পারেন বা মিথ্যা তথ্য সিবিআইকে দিতে পারেন । কিন্তু দেশে ফেরার জন্য বিনয় মিশ্র যে শর্ত সিবিআইয়ের কাছে রেখেছেন সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না সিবিআই আধিকারিকরা ।

আরও পড়ুন, Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র । সেই আবেদনের ওপরই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ৷ আগামী মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে ফের মামলার শুনানি রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.