কলকাতা, 23 জুন : পিছিয়ে গেল বিনয় মিশ্র মামলার শুনানি ৷ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে সময় চাইলেন অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর । আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷
এর আগে 21 জুন মামলার শুনানিতে বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন বিনয় মিশ্র দেশে ফিরতে চাইছেন এবং তিনি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ৷ অবশ্যই, যদি তাকে সিবিআই গ্রেফতার না করার আশ্বাস দেয় তবেই তিনি ফিরবেন ও সিবিআইকে সহযোগিতা করবেন । তখন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনেরাল ওয়াই যে দস্তুর জানিয়েছিলেন, বিষয়টি তিনি সিবিআই আধিকারিকদের গোচরে আনবেন । তারপর কর্তৃপক্ষের তরফে কী নির্দেশ দেওয়া হচ্ছে বা বিনয় মিশ্রের এই প্রস্তাব গ্রহণ করা হবে কি না সেটা তারা জানাবে । কিন্তু, আদালত সূত্রে খবর, সিবিআইয়ের তরফে এখনও বিষয়টি পরিষ্কার নয় । বিনয় মিশ্রের প্রস্তাবে সিবিআই সম্মতি জানাবে কি না সেই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট মতামত তারা আদালতকে দিতে পারেনি । এ ব্যাপারে আজ অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আরও কিছুটা সময় প্রার্থনা করেন । বিচারপতি তাতে সম্মতি জানিয়েছেন।
গত পরশু মামলার শুনানিতে সিবিআই তরফে জানানো হয়েছিল বিনয় মিশ্রর দুটোর বেশি পাসপোর্ট রয়েছে ,দুটো ভোটার কার্ড । তিনি কোথায় আছেন সেটাও স্পষ্ট নয় সিবিআইয়ের কাছে । এই পরিস্থিতিতে তাঁকে যদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে তিনি সহজে উত্তর এড়িয়ে যেতে পারেন বা মিথ্যা তথ্য সিবিআইকে দিতে পারেন । কিন্তু দেশে ফেরার জন্য বিনয় মিশ্র যে শর্ত সিবিআইয়ের কাছে রেখেছেন সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না সিবিআই আধিকারিকরা ।
আরও পড়ুন, Vinay Mishra : শুভেন্দুকে আইনি নোটিশ কয়লা ও গরু পাচার কাণ্ডে ফেরার বিনয়ের
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন গরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র । সেই আবেদনের ওপরই শুনানি চলছে কলকাতা হাইকোর্টে ৷ আগামী মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে ফের মামলার শুনানি রয়েছে ।