ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি কাল - বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত

রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল ৷ জানিয়ে দিল আদালত ৷

ছবি
author img

By

Published : Sep 25, 2019, 4:22 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : শেষ হল না কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের পরবর্তী শুনানি । এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ দেয়নি আদালত । ফলে অস্বস্তি থেকেই গেল রাজীবের ৷

বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত মামলার শুনানি শুরুর আগে জানান, রাজীব কুমার মামলার শুনানি হবে ক্যামেরা বন্দি করা হবে ৷ শুধুমাত্র এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না ।

গত পরশুদিন আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার ।এরপর গতকাল রাজীবের পক্ষে আইনজীবী দেবাশিস রায়ের জরুরি শুনানির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ শুনানির দিন ঠিক করেছিল ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর : শেষ হল না কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি । আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের পরবর্তী শুনানি । এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ দেয়নি আদালত । ফলে অস্বস্তি থেকেই গেল রাজীবের ৷

বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত মামলার শুনানি শুরুর আগে জানান, রাজীব কুমার মামলার শুনানি হবে ক্যামেরা বন্দি করা হবে ৷ শুধুমাত্র এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না ।

গত পরশুদিন আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার ।এরপর গতকাল রাজীবের পক্ষে আইনজীবী দেবাশিস রায়ের জরুরি শুনানির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ শুনানির দিন ঠিক করেছিল ৷

Intro:রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি আবার আগামীকাল Body:মানস নস্কর

রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো না, পরবর্তী শুনানি আগামীকাল

কলকাতা ২৫ সেপ্টেম্বর ঃ
আজ শেষ হলো না রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি। আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে পরবর্তী শুনানি।কোনো অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ দেয়নি আদালত।

বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্ত মামলার শুনানি শুরুর আগে জানান, রাজীব কুমার মামলার শুনানি হবে" in camera "।শুধুমাত্র এই মামলার সাথে যুক্ত আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবে না শুনানিতে।

গত পরশুদিন আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার।এরপর গতকাল রাজীবের পক্ষে আইনজীবী দেবাশীষ রায়ের জরুরি শুনানির আবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ শুনানির দিন ধার্জ করেছিলো।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.