কলকাতা, ৫ ফেব্রুয়ারি : রাজ্যের AG কিশোর দত্তের আর্জির পরিপ্রেক্ষিতে রোজ়ভ্যালি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট। আজ AG কোর্টে এসে বলেন, "সুপ্রিম কোর্টে CBI মামলার শুনানি রয়েছে। আগে দেখা যাক কী হয়। আমরা চাইছি তারপর এই মামলার শুনানি হোক হাইকোর্টে।" এরপরই বিচারপতি শিবকান্ত প্রসাদ বলেন, "আগামী পরশুদিন (বৃহস্পতিবার) এই মামলার শুনানি করা হবে।"
বিস্তারিত আসছে...