কলকাতা, 18 মে : বুধবারই হাইকোর্টে শুনানি হবে নারদ মামলার ৷ সোমবারের নির্দেশেই বহাল রাখল কলকাতা হাইকোর্ট ৷ মমতার মন্ত্রিসভার দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতা পৌরনিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জামিন সোমবার স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷
তৃণমূল নেতাদের তরফে কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক মনু সিংভি, সিদ্ধার্থ লুঠরা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরা ভার্চুয়ালি এই চার নেতার তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন ৷ সোমবার রাতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তাঁরা ৷
দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, সিবিআইয়ের দাখিল করা মামলাটির শুনানি রয়েছে বুধবার ৷
মঙ্গলবার সকালে তৃমূলের পক্ষ্য থেকে জানান হয় ফিরহাদ, মদন, সুব্রত ও শোভন চারজনই সোমবার রাতে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছেন । সোমবার রাতে কলকাতা হাইকোর্ট এই চারজনের জামিনের উপর যে স্থগিতাদেশ দিয়েছে, সেই বিষয়টি নিয়ে যাতে মঙ্গলবারই শুনানি হয় তার জন্য আবেদন করা হয়েছিল ।