ETV Bharat / state

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিরপেক্ষ-স্বচ্ছ ভাবমূর্তির জন্য সানি লিওন চাকরিপ্রার্থী! - সানি লিওন

বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য অনলাইনে যেমন আবেদনপত্র এসেছে, তেমন প্রকাশ করা হয়েছে ৷ বললেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ৷

স্বাস্থ্য দপ্তর
author img

By

Published : Sep 13, 2019, 3:01 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য অনলাইনে যেমন আবেদনপত্র এসেছে, তেমন প্রকাশ করা হয়েছে । তাই, চাকরিপ্রার্থী হিসেবে সানি লিওন বা হ্যালো মার্ডি কিংবা সুদামার নাম প্রকাশ পেয়েছে ৷ প্রার্থীর পদবির সঙ্গে তাঁর অভিভাবকের পদবি না মিললেও নাম প্রকাশ করা হয়েছে বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য ৷ এমনই মন্তব্য করলেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ।


রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আবেদনপত্র চাওয়া হয়েছিল । যাঁরা আবেদন করেছেন, তাঁদের একটি শর্ট লিস্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে । তাতে দেখা গেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য আবেদন জানিয়েছেন সানি লিওন । তাঁর বাবার নাম দিলীপ সানি । তিনি ST ক্যাটেগরির প্রার্থী । শুধুমাত্র এমন নয় । ওই লিস্টে দেখা গেছে, চাকরির আবেদন জানিয়েছেন সুদামা । তাঁর বাবার নাম কৃষ্ণ । তিনি PH ক্যাটেগরির প্রার্থী । আর, এই চাকরির আবেদন যাঁরা জানিয়েছেন, দেখা গেছে তাঁদের মধ্যে সব থেকে প্রথমে রয়েছে যাঁর নাম, তিনি হ্যালো মার্ডি । তিনিও ST ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম হাই মার্ডি ।

আরও পড়ুন : স্বাস্থ্য দপ্তরে চাকরির আবেদন সানি লিওনের !

এই তালিকায় রয়েছে 2 লাখ 61 হাজার 585 জন আবেদনকারীর নাম । তাঁদের বাবার নাম । জন্মতারিখ । উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার । এবং রয়েছে একটি স্কোর । এই তালিকার প্রথমেই রয়েছে হ্যালো মার্ডি-র নাম । আর, তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সুদামা । এই তালিকার 9931 এবং 9932 , পরপর দু'টিতে রয়েছে সানি লিওনের নাম ।

ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর 819টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল । শর্ট লিস্টে এমন নাম সহ বিভিন্ন অসংগতি কেন? এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর (ডক্টর) তাপস মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অসংগতি যেটা ধরা পড়েছে, আসলে অনলাইনে যেমন অ্যাপ্লিকেশন এসেছে, মেরিট লিস্টের নম্বর অনুযায়ী আমরা সেটা সাজিয়ে দিয়েছি । এর মধ্যে অনেকে ভুল নাম দিয়ে ভুয়ো আবেদন করেছে ।" তিনি বলেন, "3 লাখের একটু বেশি আবেদন আমরা পেয়েছি । প্রভিশনাল মেরিট লিস্ট আমরা করেছি । আর একটি শর্ট লিস্ট করা হয়েছে, 16 হাজার আবেদনকারীর, যাঁরা লিখিত পরীক্ষায় বসতে পারবেন । যত সংখ্যক নিয়োগ করা হবে, তার 20 গুণ বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষায় বসানো হবে । এই হিসাবে 16 হাজারের কিছু বেশি আবেদনকারীর শর্ট লিস্ট করা হয়েছে ।"

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "এই 16 হাজার আবেদনকারী পরীক্ষায় বসতে পারবেন, তা নয় । এই 16 হাজারের মধ্যে অনেক ভুয়ো আবেদন থাকতে পারে । এই জন্য কয়েকদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করা হবে । আবেদনকারীরা কাগজপত্র নিয়ে আসবেন । সেখানে যদি দেখা যায় সানি লিওন নামে কেউ নেই, হাই মার্ডি বলে কেউ নেই, নিশ্চয়ই নেই, তাঁরা আসবেন না । যাঁরা আসবেন, সেই রকম দেখে নিয়োগের 20 গুণ, যাঁরা সঠিক প্রার্থী, যাঁদের কাগজপত্র ঠিক আছে, লিখিত পরীক্ষায় তাঁদের বসানো হবে । যত শূন্যপদ আছে, ইন্টারভিউতে আমরা ডাকব তার পাঁচগুণ বেশি প্রার্থীকে ।"

নিয়োগের বিজ্ঞাপন যখন দেওয়া হয়েছিল তখন এ সব বলা হয়েছিল । এ কথা জানিয়ে তিনি বলেন, "এই লিস্ট বের হওয়াতে আমরা মনে করছি স্বচ্ছতার বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি । অনেকে ভাবতে পারেন কোথায় কী হচ্ছে না হচ্ছে । এ জন্য পরিষ্কার চিত্র থাকা দরকার । যাঁরা আবেদন করেছেন, তাঁরা তাঁদের নম্বর দেখে কনফিডেন্স পাবেন যে, না ঠিক আছে । অর্থাৎ, যাঁরা ভুয়ো আবেদনকারী, ভুল করেছেন, তাঁদের যথারীতি ডকুমেন্টস নেই, তাঁরা আসতেও পারবেন না ।" তিনি বলেন, "যাঁরা আবেদন করেছেন, তাঁদের নাম শর্ট লিস্টে দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য । এটা একটা প্রভিশনাল লিস্ট ।"


ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "অনলাইনে যেমন আবেদন এসেছে, তেমন কপি-পেস্ট হয়েছে । আমাদের দিক থেকে কোনও ভুল হয়নি । দেখা গেছে, কোনও প্রার্থীর নামের যে সারনেম রয়েছে, তাঁর বাবার সারনেম আলাদা ।" কোথাও পর পর একই প্রার্থীর নাম দু'বার রয়েছে । তিনি বলেন, "এটা কোথাও প্রার্থীদের ভুল হবে । অনলাইনে করতে গিয়ে অনেকের কোথাও হয়ত ভুল হয়েছে । কতগুলি বিভিন্ন ভুল নাম দিয়ে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ।" তিনি বলেন, "যাঁরা প্রকৃত আবেদনকারী ও যাঁদের ঠিকঠাক নম্বর রয়েছে, সেই ভাবে সঠিক মেরিট লিস্ট তৈরি হবে । তারপর আমরা তাঁদের ডাকব । এর মধ্যে এতটুকুও অস্বচ্ছতা থাকবে না । যাঁরা আবেদনকারী, এটা তাঁরা বুঝতে পারবেন, কী ভাবে আমরা ক্যালকুলেশন করেছি । সবই দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে ।"

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "আমরা আশ্বস্ত করছি, এর মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবেন না ৷ কেউ প্রতারিত হবেন না । আমাদের বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আবেদনকারীদের মূল্যায়ন করে তাঁদের মার্কস দেখে কাজ করবে । সবকিছুর ঊর্ধ্বে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিরপেক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে এই নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না ।" ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য অনলাইনে যেমন আবেদনপত্র এসেছে, তেমন প্রকাশ করা হয়েছে । তাই, চাকরিপ্রার্থী হিসেবে সানি লিওন বা হ্যালো মার্ডি কিংবা সুদামার নাম প্রকাশ পেয়েছে ৷ প্রার্থীর পদবির সঙ্গে তাঁর অভিভাবকের পদবি না মিললেও নাম প্রকাশ করা হয়েছে বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য ৷ এমনই মন্তব্য করলেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ।


রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আবেদনপত্র চাওয়া হয়েছিল । যাঁরা আবেদন করেছেন, তাঁদের একটি শর্ট লিস্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে । তাতে দেখা গেছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য আবেদন জানিয়েছেন সানি লিওন । তাঁর বাবার নাম দিলীপ সানি । তিনি ST ক্যাটেগরির প্রার্থী । শুধুমাত্র এমন নয় । ওই লিস্টে দেখা গেছে, চাকরির আবেদন জানিয়েছেন সুদামা । তাঁর বাবার নাম কৃষ্ণ । তিনি PH ক্যাটেগরির প্রার্থী । আর, এই চাকরির আবেদন যাঁরা জানিয়েছেন, দেখা গেছে তাঁদের মধ্যে সব থেকে প্রথমে রয়েছে যাঁর নাম, তিনি হ্যালো মার্ডি । তিনিও ST ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম হাই মার্ডি ।

আরও পড়ুন : স্বাস্থ্য দপ্তরে চাকরির আবেদন সানি লিওনের !

এই তালিকায় রয়েছে 2 লাখ 61 হাজার 585 জন আবেদনকারীর নাম । তাঁদের বাবার নাম । জন্মতারিখ । উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার । এবং রয়েছে একটি স্কোর । এই তালিকার প্রথমেই রয়েছে হ্যালো মার্ডি-র নাম । আর, তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সুদামা । এই তালিকার 9931 এবং 9932 , পরপর দু'টিতে রয়েছে সানি লিওনের নাম ।

ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর 819টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল । শর্ট লিস্টে এমন নাম সহ বিভিন্ন অসংগতি কেন? এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর (ডক্টর) তাপস মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অসংগতি যেটা ধরা পড়েছে, আসলে অনলাইনে যেমন অ্যাপ্লিকেশন এসেছে, মেরিট লিস্টের নম্বর অনুযায়ী আমরা সেটা সাজিয়ে দিয়েছি । এর মধ্যে অনেকে ভুল নাম দিয়ে ভুয়ো আবেদন করেছে ।" তিনি বলেন, "3 লাখের একটু বেশি আবেদন আমরা পেয়েছি । প্রভিশনাল মেরিট লিস্ট আমরা করেছি । আর একটি শর্ট লিস্ট করা হয়েছে, 16 হাজার আবেদনকারীর, যাঁরা লিখিত পরীক্ষায় বসতে পারবেন । যত সংখ্যক নিয়োগ করা হবে, তার 20 গুণ বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষায় বসানো হবে । এই হিসাবে 16 হাজারের কিছু বেশি আবেদনকারীর শর্ট লিস্ট করা হয়েছে ।"

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "এই 16 হাজার আবেদনকারী পরীক্ষায় বসতে পারবেন, তা নয় । এই 16 হাজারের মধ্যে অনেক ভুয়ো আবেদন থাকতে পারে । এই জন্য কয়েকদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করা হবে । আবেদনকারীরা কাগজপত্র নিয়ে আসবেন । সেখানে যদি দেখা যায় সানি লিওন নামে কেউ নেই, হাই মার্ডি বলে কেউ নেই, নিশ্চয়ই নেই, তাঁরা আসবেন না । যাঁরা আসবেন, সেই রকম দেখে নিয়োগের 20 গুণ, যাঁরা সঠিক প্রার্থী, যাঁদের কাগজপত্র ঠিক আছে, লিখিত পরীক্ষায় তাঁদের বসানো হবে । যত শূন্যপদ আছে, ইন্টারভিউতে আমরা ডাকব তার পাঁচগুণ বেশি প্রার্থীকে ।"

নিয়োগের বিজ্ঞাপন যখন দেওয়া হয়েছিল তখন এ সব বলা হয়েছিল । এ কথা জানিয়ে তিনি বলেন, "এই লিস্ট বের হওয়াতে আমরা মনে করছি স্বচ্ছতার বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি । অনেকে ভাবতে পারেন কোথায় কী হচ্ছে না হচ্ছে । এ জন্য পরিষ্কার চিত্র থাকা দরকার । যাঁরা আবেদন করেছেন, তাঁরা তাঁদের নম্বর দেখে কনফিডেন্স পাবেন যে, না ঠিক আছে । অর্থাৎ, যাঁরা ভুয়ো আবেদনকারী, ভুল করেছেন, তাঁদের যথারীতি ডকুমেন্টস নেই, তাঁরা আসতেও পারবেন না ।" তিনি বলেন, "যাঁরা আবেদন করেছেন, তাঁদের নাম শর্ট লিস্টে দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য । এটা একটা প্রভিশনাল লিস্ট ।"


ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, "অনলাইনে যেমন আবেদন এসেছে, তেমন কপি-পেস্ট হয়েছে । আমাদের দিক থেকে কোনও ভুল হয়নি । দেখা গেছে, কোনও প্রার্থীর নামের যে সারনেম রয়েছে, তাঁর বাবার সারনেম আলাদা ।" কোথাও পর পর একই প্রার্থীর নাম দু'বার রয়েছে । তিনি বলেন, "এটা কোথাও প্রার্থীদের ভুল হবে । অনলাইনে করতে গিয়ে অনেকের কোথাও হয়ত ভুল হয়েছে । কতগুলি বিভিন্ন ভুল নাম দিয়ে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে ।" তিনি বলেন, "যাঁরা প্রকৃত আবেদনকারী ও যাঁদের ঠিকঠাক নম্বর রয়েছে, সেই ভাবে সঠিক মেরিট লিস্ট তৈরি হবে । তারপর আমরা তাঁদের ডাকব । এর মধ্যে এতটুকুও অস্বচ্ছতা থাকবে না । যাঁরা আবেদনকারী, এটা তাঁরা বুঝতে পারবেন, কী ভাবে আমরা ক্যালকুলেশন করেছি । সবই দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে ।"

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "আমরা আশ্বস্ত করছি, এর মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবেন না ৷ কেউ প্রতারিত হবেন না । আমাদের বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আবেদনকারীদের মূল্যায়ন করে তাঁদের মার্কস দেখে কাজ করবে । সবকিছুর ঊর্ধ্বে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিরপেক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে এই নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না ।" ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।

Intro:কলকাতা, ১২ সেপ্টেম্বর: ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য অনলাইনে যেমন আবেদনপত্র এসেছে, তেমন প্রকাশ করা হয়েছে। যার জেরে, চাকরি প্রার্থী হিসাবে সানি লিওন বা হ্যালো মার্ডি কিংবা সুদামার নাম প্রকাশ পেয়েছে, মেলেনি প্রার্থীর সারনেমের সঙ্গে তাঁর অভিভাবকের সারনেম, রয়েছে আরও বিভিন্ন অসঙ্গতি। এমনই দাবি করলেন এই বোর্ডের চেয়ারম্যান।
Body:রাজ্য স্বাস্থ্য দপ্তরে ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আবেদনপত্র চাওয়া হয়েছিল। যাঁরা আবেদন করেছেন, তাঁদের একটি শর্ট লিস্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে। তাতে দেখা গিয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির জন্য আবেদন জানিয়েছেন সানি লিওন। তাঁর বাবার নাম দিলীপ সানি। তিনি ST ক্যাটেগরির প্রার্থী। শুধুমাত্র এমন নয়। ওই লিস্টে দেখা গিয়েছে, চাকরির আবেদন জানিয়েছেন সুদামা। তাঁর বাবার নাম কৃষ্ণ। তিনি PH ক্যাটেগরির প্রার্থী। আর, এই চাকরির আবেদন যাঁরা জানিয়েছেন, দেখা গিয়েছে তাঁদের মধ্যে সব থেকে প্রথমে রয়েছে যাঁর নাম, তিনি হলেন, হ্যালো মার্ডি। তিনিও ST ক্যাটেগরির প্রার্থী। তবে, তাঁর বাবার নাম হাই মার্ডি।এই তালিকায় রয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫৮৫ জন আবেদনকারীর নাম। তাঁদের বাবার নাম। জন্মতারিখ। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার। এবং, রয়েছে একটি স্কোর। এই তালিকার প্রথমেই রয়েছে হ্যালো মার্ডি-র নাম। আর, তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সুদামা। এই তালিকার ৯৯৩১ এবং ৯৯৩২, পর পর দু'টিতে রয়েছে সানি লিওনের নাম।

ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর ৮১৯টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। শর্ট লিস্টে এমন নাম সহ বিভিন্ন অসঙ্গতি কেন? এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর (ডক্টর) তাপস মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "অসঙ্গতি যেটা ধরা পড়েছে, আসলে অনলাইনে যেমন অ্যাপ্লিকেশন এসেছে, মেরিট লিস্টের নম্বর অনুযায়ী আমরা সেটা সাজিয়ে দিয়েছি। এর মধ্যে অনেকে ভুল নাম দিয়ে ফেক অ্যাপ্লিকেশন করেছে।" তিনি বলেন, "৩ লক্ষের একটু বেশি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি। প্রভিশনাল মেরিট লিস্ট আমরা করেছি। আর একটি শর্ট লিস্ট করা হয়েছে, ১৬ হাজার আবেদনকারীর, যাঁরা লিখিত পরীক্ষায় বসতে পারবেন। যত সংখ্যক নিয়োগ করা হবে, তার ২০ গুণ বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষায় বসানো হবে। এই হিসাবে ১৬ হাজারের কিছু বেশি আবেদনকারীর শর্ট লিস্ট করা হয়েছে।"

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "এই ১৬ হাজার আবেদনকারী পরীক্ষায় বসতে পারবেন, তা নয়। এই ১৬ হাজারের মধ্যে অনেক ফেক আবেদন থাকতে পারে। এই জন্য কয়েকদিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করা হবে। আবেদনকারীরা কাগজপত্র নিয়ে আসবেন। সেখানে যদি দেখা যায় সানি লিওন নামে কেউ নেই, হাই মার্ডি বলে কেউ নেই, নিশ্চয়ই নেই, তাঁরা আসবেন না। যাঁরা আসবেন, সেই রকম দেখে নিয়োগের ২০ গুণ, যাঁরা সঠিক ক্যান্ডিডেট, যাঁদের কাগজপত্র ঠিক আছে, লিখিত পরীক্ষায় তাঁদের বসানো হবে। যত ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউতে আমরা ডাকব তার পাঁচগুণ বেশি প্রার্থীকে।" নিয়োগের বিজ্ঞাপন যখন দেওয়া হয়েছিল তখন এ সব বলা হয়েছিল। এ কথা জানিয়ে তিনি বলেন, "এই লিস্ট বের হওয়াতে আমরা মনে করছি স্বচ্ছতার বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি। অনেকে ভাবতে পারেন কোথায় কী হচ্ছে না হচ্ছে। এ জন্য পরিষ্কার চিত্র থাকা দরকার। যাঁরা অ্যাপ্লাই করেছেন, তাঁরা তাঁদের নম্বর দেখে কনফিডেন্স পাবেন যে, না ঠিক আছে। অর্থাৎ, যাঁরা ফেক অ্যাপ্লিক্যান্ট, ভুল করেছেন, তাঁদের যথারীতি ডকুমেন্টস নেই, তাঁরা আসতেও পারবেন না।" তিনি বলেন, "যাঁরা অ্যাপ্লিকেশন করেছেন, তাঁদের নাম শর্ট লিস্টে দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য। এটা একটা প্রভিশনাল লিস্ট।"
Conclusion:ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর (ডক্টর) তাপস মণ্ডল বলেন, "অনলাইনে যেমন অ্যাপ্লিকেশন এসেছে, তেমন কপি-পেস্ট হয়েছে। আমাদের দিক থেকে কোনও ভুল হয়নি। দেখা গিয়েছে, কোনও প্রার্থীর নামের যে সারনেম রয়েছে, তাঁর বাবার সারনেম আলাদা।" কোথাও পর পর একই প্রার্থীর নাম দু'বার রয়েছে...। তিনি বলেন, "এটা কোথাও প্রার্থীদের ভুল হবে। অনলাইনে করতে গিয়ে অনেকের কোথাও হয়তো ভুল হয়েছে। কতগুলি বিভিন্ন ভুল নাম দিয়ে ইন্টেনশনালি করা হয়েছে।" তিনি বলেন, "যাঁরা আবেদন করেছেন এবং, যাঁরা প্রকৃত আবেদনকারী এবং, যাঁদের ঠিকঠাক নম্বর রয়েছে, সেই ভাবে সঠিক মেরিট লিস্ট তৈরি হবে। তার পরে আমরা তাঁদের ডাকব। এর মধ্যে এতটুকুও অস্বচ্ছতা থাকবে না। যাঁরা আবেদনকারী, এটা তাঁরা বুঝতে পারবেন, কীভাবে আমরা ক্যালকুলেশন করেছি। সবই দেখে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে।" ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলেন, "আমরা আশ্বস্ত করব, এর মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবেন না বা, কেউ প্রতারিত হবেন না। আমাদের বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে আবেদনকারীদের মূল্যায়ন করে তাঁদের মার্কস দেখে কাজ করবে। সবকিছুর ঊর্ধ্বে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিরপেক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করবে এই নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না।" ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ বৃহস্পতিবার ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

_______

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.