ETV Bharat / state

HC over Dharna: ময়দান থেকে ধরনা উঠুক! আদালতে আবেদন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তার

author img

By

Published : Apr 11, 2023, 1:55 PM IST

রাজ্যের সরকারি কর্মচারী, চাকরিপ্রার্থীরা বিভিন্ন দাবিদাওয়ায় শহিদ মিনারে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ তারা ময়দান চত্বরে ধরনায় বসেছেন ৷ এবার সেখান থেকে তাদের সরাতে আদালতে গেলেন সেনাবাহিনীর অধিকর্তা ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 11 এপ্রিল: অনিশ্চিত আন্দোলনের ভবিষ্যৎ ! ধরনা সরাতে আদালতের দ্বারস্থ হল সেনাবাহিনী ৷ কলকাতার ময়দান এলাকা থেকে সব অবস্থান-বিক্ষোভ তুলতে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তা কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷ ফলে আপাতত ময়দান চত্বর জুড়ে চাকরি, বকেয়া ডিএ-সহ নানা ইস্যুতে চলা প্রায় 14টি ধরনা, অবস্থান, আন্দোলনের ভবিষ্যত প্রশ্নের মুখে ৷

27 জানুয়ারি থেকে গান্ধি মূর্তির সামনে ধরনা চালাচ্ছে একটি সংগঠন ৷ আজ কলকাতা হাইকোর্টে সেই সংগঠনটি সেখানে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে ৷ এই আবেদনের মামলায় আদালত সেনাবাহিনীকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷ আদালতের বক্তব্য, ময়দান থেকে সব অবস্থান সরানোর জন্য মামলা করেছে সেনাবাহিনী ৷ তাই তাদের বক্তব্য শুনতে হবে ৷ আগামী সোমবার, 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ৷

গতকাল ডিএ আন্দোলনকারীদের শহিদ মিনার থেকে সরানোর আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছে সেনাবাহিনী ৷ বকেয়া মহার্ঘভাতার দাবিতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা শহিদ মিনারের কাছে ধরনায় বসে আছেন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতি নিয়েই তারা আন্দোলন শুরু করেছিল ৷ কিন্তু সেনাবাহিনীর দাবি, তারা অনুমতি দিয়েছিল মানে এমনটা নয় যে, কর্মচারীরা অনন্তকাল ধরে সেখানে অবস্থান করতে পারবে ৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে বিচারপতি জানিয়েছিলেন ৷ কিন্তু যেহেতু দু'টি বিষয় একই, তাই একসঙ্গে সব মামলার শুনানি হবে বলে মনে করছেন আইনজীবীরা ৷

উল্লেখ্য, ময়দানে শহিদ মিনার চত্বর মূলত মিটিং মিছিলের জায়গা বলেই পরিচিত ৷ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমাবেশের কাজে এই জায়গা ব্যবহার করে ৷ পাশাপাশি সাধারণ মানুষও তাদের দাবি-দাওয়া আদায়ের জন্য এই চত্বরে বিক্ষোভ অবস্থান জমায়েত করে ৷ কিন্তু শেষ বছর দুয়েক ধরে বিশেষত রাজ্য সরকারি চাকরি প্রার্থীরা, কর্মচারীরা নানাবিধ দাবিতে লাগাতার অবস্থান-বিক্ষোভের জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছে ৷ তাতে আদালতের সম্মতিও পেয়েছে তারা ৷ কিন্তু সেনাবাহিনীর তরফে যেভাবে লাগাতার ধরনা কর্মসূচি বন্ধের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, তাতে আন্দোলনকারীদের এবার নতুন করে ভাবতে হবে ৷

আরও পড়ুন: শহিদ মিনার চত্বর থেকে সরতে হবে আন্দোলনকারীদের, আদালতের দ্বারস্থ সেনা

কলকাতা, 11 এপ্রিল: অনিশ্চিত আন্দোলনের ভবিষ্যৎ ! ধরনা সরাতে আদালতের দ্বারস্থ হল সেনাবাহিনী ৷ কলকাতার ময়দান এলাকা থেকে সব অবস্থান-বিক্ষোভ তুলতে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিকর্তা কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন ৷ ফলে আপাতত ময়দান চত্বর জুড়ে চাকরি, বকেয়া ডিএ-সহ নানা ইস্যুতে চলা প্রায় 14টি ধরনা, অবস্থান, আন্দোলনের ভবিষ্যত প্রশ্নের মুখে ৷

27 জানুয়ারি থেকে গান্ধি মূর্তির সামনে ধরনা চালাচ্ছে একটি সংগঠন ৷ আজ কলকাতা হাইকোর্টে সেই সংগঠনটি সেখানে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে ৷ এই আবেদনের মামলায় আদালত সেনাবাহিনীকে যুক্ত করার নির্দেশ দিয়েছে ৷ আদালতের বক্তব্য, ময়দান থেকে সব অবস্থান সরানোর জন্য মামলা করেছে সেনাবাহিনী ৷ তাই তাদের বক্তব্য শুনতে হবে ৷ আগামী সোমবার, 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ৷

গতকাল ডিএ আন্দোলনকারীদের শহিদ মিনার থেকে সরানোর আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছে সেনাবাহিনী ৷ বকেয়া মহার্ঘভাতার দাবিতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা শহিদ মিনারের কাছে ধরনায় বসে আছেন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতি নিয়েই তারা আন্দোলন শুরু করেছিল ৷ কিন্তু সেনাবাহিনীর দাবি, তারা অনুমতি দিয়েছিল মানে এমনটা নয় যে, কর্মচারীরা অনন্তকাল ধরে সেখানে অবস্থান করতে পারবে ৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে বিচারপতি জানিয়েছিলেন ৷ কিন্তু যেহেতু দু'টি বিষয় একই, তাই একসঙ্গে সব মামলার শুনানি হবে বলে মনে করছেন আইনজীবীরা ৷

উল্লেখ্য, ময়দানে শহিদ মিনার চত্বর মূলত মিটিং মিছিলের জায়গা বলেই পরিচিত ৷ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমাবেশের কাজে এই জায়গা ব্যবহার করে ৷ পাশাপাশি সাধারণ মানুষও তাদের দাবি-দাওয়া আদায়ের জন্য এই চত্বরে বিক্ষোভ অবস্থান জমায়েত করে ৷ কিন্তু শেষ বছর দুয়েক ধরে বিশেষত রাজ্য সরকারি চাকরি প্রার্থীরা, কর্মচারীরা নানাবিধ দাবিতে লাগাতার অবস্থান-বিক্ষোভের জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছে ৷ তাতে আদালতের সম্মতিও পেয়েছে তারা ৷ কিন্তু সেনাবাহিনীর তরফে যেভাবে লাগাতার ধরনা কর্মসূচি বন্ধের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, তাতে আন্দোলনকারীদের এবার নতুন করে ভাবতে হবে ৷

আরও পড়ুন: শহিদ মিনার চত্বর থেকে সরতে হবে আন্দোলনকারীদের, আদালতের দ্বারস্থ সেনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.