কলকাতা, 2 অগস্ট: এ বার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে(Health Dept Casual Worker Recruitment)স্বজন পোষণের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগ সংক্রান্ত কমিটি বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা । প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ কোনও নিয়োগ হয়ে থাকলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার উপর ।
অভিযোগ, স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কাজে 11,521টি পদে নিয়োগের জন্য বিভিন্ন জেলার তৃণমূলের মন্ত্রী বিধায়কদের নিয়ে গঠিত হয়েছে কমিটি । স্বাস্থ্য দফতরের নিয়োগে কেন শাসক দলের নেতা মন্ত্রীদের নিয়ে কমিটি করা হয়েছে এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পীযূষ পাত্র নামে এক সমাজসেবী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিটির যে কোনও নিয়োগ এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে । 5 সেপ্টেম্বর ফের শুনানি । ইতিমধ্যে রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । পাশাপাশি তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে হবে বলে জানায় আদালত (HC summons report from state govt on Health Dept Casual Worker Recruitment case) ।
আরও পড়ুন: মেয়াদ শেষের আগেই বরখাস্ত উপাচার্য ! সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ আদালতের
সিলেকশন কমিটি গঠন করা হয় 16 নভেম্বর 2021-এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য । বিধায়ক, মন্ত্রীদেরকেই সেই কমিটিতে রাখা হয়েছে । রাজনৈতিক নেতাদের স্বাস্থ্য দফতরের এই নিয়োগে কোনও ভূমিকা থাকার কথা নয় । স্বজন পোষণের ঘটনা ঘটবে বলে অভিযোগ মামলাকারীর । কমিটিতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা ও বিনয় বর্মনের মতো একাধিক নেতা মন্ত্রীরা ।