ETV Bharat / state

Health Dept Casual Worker Recruitment: স্বাস্থ্য দফতরের নিয়োগ কমিটিতে তৃণমূলের নেতা-মন্ত্রীরা কেন ? রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের (Health Dept Casual Worker Recruitment) কমিটিতে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা কেন, এই মর্মে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ৷

High court
High Court
author img

By

Published : Aug 2, 2022, 2:33 PM IST

Updated : Aug 2, 2022, 7:03 PM IST

কলকাতা, 2 অগস্ট: এ বার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে(Health Dept Casual Worker Recruitment)স্বজন পোষণের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগ সংক্রান্ত কমিটি বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা । প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ কোনও নিয়োগ হয়ে থাকলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার উপর ।

অভিযোগ, স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কাজে 11,521টি পদে নিয়োগের জন্য বিভিন্ন জেলার তৃণমূলের মন্ত্রী বিধায়কদের নিয়ে গঠিত হয়েছে কমিটি । স্বাস্থ্য দফতরের নিয়োগে কেন শাসক দলের নেতা মন্ত্রীদের নিয়ে কমিটি করা হয়েছে এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পীযূষ পাত্র নামে এক সমাজসেবী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিটির যে কোনও নিয়োগ এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে । 5 সেপ্টেম্বর ফের শুনানি । ইতিমধ্যে রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । পাশাপাশি তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে হবে বলে জানায় আদালত (HC summons report from state govt on Health Dept Casual Worker Recruitment case) ।

আরও পড়ুন: মেয়াদ শেষের আগেই বরখাস্ত উপাচার্য ! সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ আদালতের

সিলেকশন কমিটি গঠন করা হয় 16 নভেম্বর 2021-এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য । বিধায়ক, মন্ত্রীদেরকেই সেই কমিটিতে রাখা হয়েছে । রাজনৈতিক নেতাদের স্বাস্থ্য দফতরের এই নিয়োগে কোনও ভূমিকা থাকার কথা নয় । স্বজন পোষণের ঘটনা ঘটবে বলে অভিযোগ মামলাকারীর । কমিটিতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা ও বিনয় বর্মনের মতো একাধিক নেতা মন্ত্রীরা ।

মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 2 অগস্ট: এ বার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে(Health Dept Casual Worker Recruitment)স্বজন পোষণের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগ সংক্রান্ত কমিটি বাতিল করার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা । প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ কোনও নিয়োগ হয়ে থাকলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার উপর ।

অভিযোগ, স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কাজে 11,521টি পদে নিয়োগের জন্য বিভিন্ন জেলার তৃণমূলের মন্ত্রী বিধায়কদের নিয়ে গঠিত হয়েছে কমিটি । স্বাস্থ্য দফতরের নিয়োগে কেন শাসক দলের নেতা মন্ত্রীদের নিয়ে কমিটি করা হয়েছে এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পীযূষ পাত্র নামে এক সমাজসেবী । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিটির যে কোনও নিয়োগ এই মামলার ভবিষ্যতের উপর নির্ভর করবে । 5 সেপ্টেম্বর ফের শুনানি । ইতিমধ্যে রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । পাশাপাশি তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে হবে বলে জানায় আদালত (HC summons report from state govt on Health Dept Casual Worker Recruitment case) ।

আরও পড়ুন: মেয়াদ শেষের আগেই বরখাস্ত উপাচার্য ! সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ আদালতের

সিলেকশন কমিটি গঠন করা হয় 16 নভেম্বর 2021-এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য । বিধায়ক, মন্ত্রীদেরকেই সেই কমিটিতে রাখা হয়েছে । রাজনৈতিক নেতাদের স্বাস্থ্য দফতরের এই নিয়োগে কোনও ভূমিকা থাকার কথা নয় । স্বজন পোষণের ঘটনা ঘটবে বলে অভিযোগ মামলাকারীর । কমিটিতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা ও বিনয় বর্মনের মতো একাধিক নেতা মন্ত্রীরা ।

মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Last Updated : Aug 2, 2022, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.