কলকাতা, 23 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানের মতো রাজনৈতিক দলের কর্মসূচি বাতিল সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । মামলাকারীর বক্তব্য, ভারতীয় জনতা পার্টির নবান্ন অভিযানে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ । সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে । তাই এমন অভিযান বন্ধ করা হোক । অভিযান ঘিরে যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিক বিজেপি । এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল (HC rejects PIL over banning political rally like Nabanna Abhijan) ।
মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । সেই আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । উল্লেখ্য নবান্ন অভিযানে পুলিশি ধরপাকড় ও মারধর এবং বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে আলাদা মামলা দায়ের করেছিল বিজেপি ।
আরও পড়ুন: নবান্ন অভিযানে গ্রেফতার বহু বিজেপি কর্মী, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেছিলেন, বিজেপি শান্তিপূর্ণ মিছিলের নামে সেদিন কী পরিমাণ সরকারি সম্পত্তি নষ্ট করেছে, সেই সংক্রান্ত দু'টি পেন ড্রাইভ প্রধান বিচারপতিকে দিয়েছেন । যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দেওয়া ছাড়া আর কোনও আলাদা নির্দেশ দেননি ।