ETV Bharat / state

Calcutta HC: সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court

সল্টলেক করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের আমরণ অনশন চতুর্থ দিনে পড়েছে বৃহস্পতিবার ৷ তবে চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভের বিরোধিতা করে কর্মীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের আবেদন করেছিল পর্ষদ ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ দিল আদালত (HC oreders to issue of section 144 at the WBBPE premises) ৷

Calcutta HC
সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Oct 20, 2022, 4:31 PM IST

Updated : Oct 20, 2022, 5:15 PM IST

কলকাতা, 20 অক্টোবর: সল্টলেক করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের আমরণ অনশন চতুর্থ দিনে পড়েছে বৃহস্পতিবার ৷ তবে চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভের বিরোধিতা করে কর্মীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আবেদন করেছিল পর্ষদ (WBBPE) ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ দিল আদালত (HC oreders to issue of section 144 at the WBBPE premises) ৷

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশে হাইকোর্টের নির্দেশ, 144 ধারা মানতে হবে। একইসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদে যাতায়াতের ব্যবস্থা করতে ৷ 4 নভেম্বর পর্যন্ত এই 144 ধারা বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে রেগুলার বেঞ্চ এই মামলা শুনবে ৷ টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের বিরোধিতা করে, একইসঙ্গে কর্মীদের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন আন্দোলনের ব্যাপারে আইনজীবী সুবীর সান্যাল পর্ষদের তরফে বলেন, "আমরা আন্দোলনের বিরোধী নই ৷ আমরা চাই আমাদের কর্মী-অফিসারদের অফিসে ঢোকা-বেরনো, গাড়ি যাওয়া-আসার ব্যবস্থা করুক পুলিশ।

আরও পড়ুন: অধিকার আদায়ে অনড় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সল্টলেক

সুবীর সান্যাল আরও জানান, তারা পুলিশের কাছে আবেদন জানিয়ে মেল-ও করেছেন ৷ পর্ষদের তরফে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ কর্মীদের যাওয়া আসার ব্যবস্থা করুক। পুলিশ কি পাওয়ারলেস!" এরপরই বিচারপতি এদিন নির্দেশ দেন, সিপি বিধাননগর প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢোকা-বেরনোর ব্যবস্থা করবে। 144 ধারা কার্যকর করার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।

কলকাতা, 20 অক্টোবর: সল্টলেক করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের আমরণ অনশন চতুর্থ দিনে পড়েছে বৃহস্পতিবার ৷ তবে চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভের বিরোধিতা করে কর্মীদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আবেদন করেছিল পর্ষদ (WBBPE) ৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বরে 144 ধারা জারির নির্দেশ দিল আদালত (HC oreders to issue of section 144 at the WBBPE premises) ৷

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশে হাইকোর্টের নির্দেশ, 144 ধারা মানতে হবে। একইসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পুলিশ দিয়ে কর্মীদের পর্ষদে যাতায়াতের ব্যবস্থা করতে ৷ 4 নভেম্বর পর্যন্ত এই 144 ধারা বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে রেগুলার বেঞ্চ এই মামলা শুনবে ৷ টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের বিরোধিতা করে, একইসঙ্গে কর্মীদের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন আন্দোলনের ব্যাপারে আইনজীবী সুবীর সান্যাল পর্ষদের তরফে বলেন, "আমরা আন্দোলনের বিরোধী নই ৷ আমরা চাই আমাদের কর্মী-অফিসারদের অফিসে ঢোকা-বেরনো, গাড়ি যাওয়া-আসার ব্যবস্থা করুক পুলিশ।

আরও পড়ুন: অধিকার আদায়ে অনড় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সল্টলেক

সুবীর সান্যাল আরও জানান, তারা পুলিশের কাছে আবেদন জানিয়ে মেল-ও করেছেন ৷ পর্ষদের তরফে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ কর্মীদের যাওয়া আসার ব্যবস্থা করুক। পুলিশ কি পাওয়ারলেস!" এরপরই বিচারপতি এদিন নির্দেশ দেন, সিপি বিধাননগর প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢোকা-বেরনোর ব্যবস্থা করবে। 144 ধারা কার্যকর করার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।

Last Updated : Oct 20, 2022, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.