ETV Bharat / state

CBI to Investigate Rampurhat Massacre : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের - Birbhum Rampurhat

রামপুরহাটের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court on Rampurhat Bagtui Massacre) । 7 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে প্রাথমিক রিপোর্ট ৷

CBI Investigation in  Rampurhat Bagtui Massacre
বগটুই কাণ্ডে সিবিআই তদন্ত
author img

By

Published : Mar 25, 2022, 10:52 AM IST

Updated : Mar 25, 2022, 12:13 PM IST

কলকাতা, 25 মার্চ : রামপুরহাট বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, "আমরা ঘটনা পর্যালোচনা করে মনে করছি সিবিআইকে দিয়ে তদন্ত করা দরকার । আইনের উপর যাতে মানুষের ভরসা থাকে, তাই সিট-এর পরিবর্তে সিবিআই-এর হাতে এই তদন্ত হস্তান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে ।" প্রধান বিচারপতির বক্তব্য, সিবিআই শুধু তদন্তই করবে না, দোষীদের গ্রেফতারও করতে হবে ৷ 7 এপ্রিল ফের শুনানির দিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷

ডিভিশন বেঞ্চের বক্তব্য

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে পরিষ্কার জানিয়েছে, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তার অত্যন্ত গভীর সামাজিক প্রভাব রয়েছে । ইতিমধ্যেই আমরা লক্ষ করেছি গোটা দেশের সংবাদমাধ্যমে এই দুর্ভাগ্যজনক ঘটনার খবরে ভর্তি হয়ে গিয়েছে । রাজ্য সরকার যে কেস ডায়েরি আদালতে গতকাল পেশ করেছে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখেছি । এই দুর্ভাগ্যজনক ঘটনায় যে ধরনের তদন্ত প্রয়োজন, এখনও পর্যন্ত তার কিছুই করা হয়নি । সেই কারণেই আমরা অবিলম্বে সিবিআই-এর হাতে এই ঘটনার তদন্তভার অর্পণ করছি । রাজ্য যেন সিবিআই-এর সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করে । এই ঘটনার তদন্তে রাজ্য যে সিট গঠন করেছিল তার আর দরকার নেই ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

মামলকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য

মামলাকারী পক্ষের এক আইনজীবী জানান, আজই সিবিআই-এর হাতে সব নথি তুলে দিতে হবে ৷ অভিযুক্তদেরও হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আদালত এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ গতকাল রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে রাজ্য সরকার গঠিত সিট-এর তদন্তে ভরসা রাখার আবেদন জানিয়েছিলেন ।

বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত করবে সিবিআই

কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে একাধিক আইনজীবী উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে আর্থিক সাহায্য, চাকরির লোভ দেখিয়ে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন ৷ নিরপেক্ষ তদন্ত যাতে না হয়, সত্য সামনে না আসে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি । তাছাড়া এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ টিমের মাথায় রয়েছেন রাজ্য পুলিশের কর্তা জ্ঞানবন্ত সিং । যাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে । তাই রামপুরহাট বগটুই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া কোনওভাবেই সম্ভব নয়। আজ আদালত কার্যত সেই যুক্তিকেই মান্যতা দিল ।

আরও পড়ুন : Rampurhat Massacre : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন

প্রসঙ্গত উল্লেখ্য, 21 মার্চ, সোমবার রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে বলে অভিযোগ ৷ সোমবার রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন 8 জন ৷ ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন ৷ বৃহস্পতিবার, 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দোন ৷ পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন ৷

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, 25 মার্চ : রামপুরহাট বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, "আমরা ঘটনা পর্যালোচনা করে মনে করছি সিবিআইকে দিয়ে তদন্ত করা দরকার । আইনের উপর যাতে মানুষের ভরসা থাকে, তাই সিট-এর পরিবর্তে সিবিআই-এর হাতে এই তদন্ত হস্তান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে ।" প্রধান বিচারপতির বক্তব্য, সিবিআই শুধু তদন্তই করবে না, দোষীদের গ্রেফতারও করতে হবে ৷ 7 এপ্রিল ফের শুনানির দিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷

ডিভিশন বেঞ্চের বক্তব্য

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে পরিষ্কার জানিয়েছে, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তার অত্যন্ত গভীর সামাজিক প্রভাব রয়েছে । ইতিমধ্যেই আমরা লক্ষ করেছি গোটা দেশের সংবাদমাধ্যমে এই দুর্ভাগ্যজনক ঘটনার খবরে ভর্তি হয়ে গিয়েছে । রাজ্য সরকার যে কেস ডায়েরি আদালতে গতকাল পেশ করেছে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখেছি । এই দুর্ভাগ্যজনক ঘটনায় যে ধরনের তদন্ত প্রয়োজন, এখনও পর্যন্ত তার কিছুই করা হয়নি । সেই কারণেই আমরা অবিলম্বে সিবিআই-এর হাতে এই ঘটনার তদন্তভার অর্পণ করছি । রাজ্য যেন সিবিআই-এর সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করে । এই ঘটনার তদন্তে রাজ্য যে সিট গঠন করেছিল তার আর দরকার নেই ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

মামলকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য

মামলাকারী পক্ষের এক আইনজীবী জানান, আজই সিবিআই-এর হাতে সব নথি তুলে দিতে হবে ৷ অভিযুক্তদেরও হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আদালত এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ গতকাল রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে রাজ্য সরকার গঠিত সিট-এর তদন্তে ভরসা রাখার আবেদন জানিয়েছিলেন ।

বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত করবে সিবিআই

কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে একাধিক আইনজীবী উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে আর্থিক সাহায্য, চাকরির লোভ দেখিয়ে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন ৷ নিরপেক্ষ তদন্ত যাতে না হয়, সত্য সামনে না আসে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি । তাছাড়া এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ টিমের মাথায় রয়েছেন রাজ্য পুলিশের কর্তা জ্ঞানবন্ত সিং । যাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে । তাই রামপুরহাট বগটুই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া কোনওভাবেই সম্ভব নয়। আজ আদালত কার্যত সেই যুক্তিকেই মান্যতা দিল ।

আরও পড়ুন : Rampurhat Massacre : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন

প্রসঙ্গত উল্লেখ্য, 21 মার্চ, সোমবার রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে বলে অভিযোগ ৷ সোমবার রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন 8 জন ৷ ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন ৷ বৃহস্পতিবার, 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দোন ৷ পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন ৷

আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated : Mar 25, 2022, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.