কলকাতা, 25 মার্চ : রামপুরহাট বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, "আমরা ঘটনা পর্যালোচনা করে মনে করছি সিবিআইকে দিয়ে তদন্ত করা দরকার । আইনের উপর যাতে মানুষের ভরসা থাকে, তাই সিট-এর পরিবর্তে সিবিআই-এর হাতে এই তদন্ত হস্তান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে ।" প্রধান বিচারপতির বক্তব্য, সিবিআই শুধু তদন্তই করবে না, দোষীদের গ্রেফতারও করতে হবে ৷ 7 এপ্রিল ফের শুনানির দিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷
ডিভিশন বেঞ্চের বক্তব্য
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশে পরিষ্কার জানিয়েছে, রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তার অত্যন্ত গভীর সামাজিক প্রভাব রয়েছে । ইতিমধ্যেই আমরা লক্ষ করেছি গোটা দেশের সংবাদমাধ্যমে এই দুর্ভাগ্যজনক ঘটনার খবরে ভর্তি হয়ে গিয়েছে । রাজ্য সরকার যে কেস ডায়েরি আদালতে গতকাল পেশ করেছে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখেছি । এই দুর্ভাগ্যজনক ঘটনায় যে ধরনের তদন্ত প্রয়োজন, এখনও পর্যন্ত তার কিছুই করা হয়নি । সেই কারণেই আমরা অবিলম্বে সিবিআই-এর হাতে এই ঘটনার তদন্তভার অর্পণ করছি । রাজ্য যেন সিবিআই-এর সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা করে । এই ঘটনার তদন্তে রাজ্য যে সিট গঠন করেছিল তার আর দরকার নেই ।
আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির
মামলকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য
মামলাকারী পক্ষের এক আইনজীবী জানান, আজই সিবিআই-এর হাতে সব নথি তুলে দিতে হবে ৷ অভিযুক্তদেরও হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আদালত এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের বিষয়ে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ গতকাল রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে রাজ্য সরকার গঠিত সিট-এর তদন্তে ভরসা রাখার আবেদন জানিয়েছিলেন ।
কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে একাধিক আইনজীবী উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে আর্থিক সাহায্য, চাকরির লোভ দেখিয়ে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন ৷ নিরপেক্ষ তদন্ত যাতে না হয়, সত্য সামনে না আসে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি । তাছাড়া এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ টিমের মাথায় রয়েছেন রাজ্য পুলিশের কর্তা জ্ঞানবন্ত সিং । যাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে । তাই রামপুরহাট বগটুই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া কোনওভাবেই সম্ভব নয়। আজ আদালত কার্যত সেই যুক্তিকেই মান্যতা দিল ।
আরও পড়ুন : Rampurhat Massacre : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব বগটুইয়ে নিহতদের পরিজন
প্রসঙ্গত উল্লেখ্য, 21 মার্চ, সোমবার রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে বলে অভিযোগ ৷ সোমবার রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন 8 জন ৷ ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন ৷ বৃহস্পতিবার, 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দোন ৷ পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন ৷
আরও পড়ুন : Mamata at Bagtui : বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর