কলকাতা, 11 নভেম্বর: ডিভিশন বেঞ্চে ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের । 2020 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাকি থাকা 3 হাজার 929 টি শূন্যপদ পূরণ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৷ শুক্রবার এই নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
এ বছর 26 সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বহাল রেখে রায় দিল বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্ব ডিভিশন বেঞ্চ ।
এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 3 হাজার 929 টি শূন্যপদে নিয়োগের সুযোগ পাবেন শুধুমাত্র 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণরা ৷ 2014 সালে টেটের ভিত্তিতে দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া হয় 2020 সালে ৷ তাই সুযোগ দেওয়া হবে 2014 সালে পরীক্ষায় উত্তীর্ণদের (2014 TET recruitment) ৷ 2017 সালে টেট উত্তীর্ণরা এই নিয়োগে কোনও সুযোগ পাবেন না । মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করতে হবে, নির্দেশ দিয়েছে আদালত ।
আরও পড়ুন: সোমে 23, মঙ্গলে 54 চাকরিপ্রার্থীকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এছাড়া, ডিভিশন বেঞ্চের রায়, একক বেঞ্চের নির্দেশ মেনে 252 জনকে সরাসরি নিয়োগ করা যাবে না । মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 3 হাজার 929 টি শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । গত 26 সেপ্টেম্বর এই শূন্যপদ পূরণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । 2014-র টেটের প্রেক্ষিতে 2020 সালে দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করে পর্ষদ ৷ 16 হাজার 500 শূন্যপদে নিয়োগ হওয়ার কথা । আরটিআই করে অনেক চাকরিপ্রার্থী তথ্য দিয়ে দেখান, 16 হাজার 500 শূন্যপদে নিয়োগ হয়নি । তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের কাছ থেকে রিপোর্ট চান । পর্ষদ জানায়, অনেকে চাকরিতে যোগদান না করায় 3 হাজার 929 টি শূন্যপদ পূরণ হয়নি । সেই শূন্য পদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
7 নভেম্বরের মধ্যে নিয়োগের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ । সেই নির্দেশ না মানায় একক বেঞ্চে আদালত অবমাননার মুখে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে । খুব শীঘ্র সেই মামলার শুনানি হওয়ার কথা ।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ আদালতের