ETV Bharat / state

SSC Group D Recruitment Case : আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জেরা করবে সিবিআই, গ্রুপ ডি মামলায় নির্দেশ আদালতের - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গ্রুপ-ডি কর্মী নিয়োগ নিয়ে মামলা চলছে ৷ আজই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে বলল আদালত (SSC Group D Recruitment Case) ৷

Calcutta High Court orders CBI
গ্রুপ ডি কর্মী নিয়োগে সিবিআই
author img

By

Published : Mar 31, 2022, 12:55 PM IST

Updated : Mar 31, 2022, 9:20 PM IST

কলকাতা, 31 মার্চ : সিবিআই আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে, এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গ্রুপ-ডিতে 98 জন কর্মী নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ জেরার পরে তাঁকে গ্রেফতার করা যাবে কি না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনও নির্দেশ দেননি বিচারপতি (HC Justice Abhijit Gangopadhyay orders CBI to inquire former SSC advisor) ।

রাজ্যে বিভিন্ন স্কুলে লাগাতার বেআইনি নিয়োগ নিয়ে আদালতের কাছে একের পর এক মামলা আসছে ৷ সেক্ষেত্রে বহু মামলায় এসপি সিনহার নির্দেশ নিয়োগ হয়েছে বলে তথ্য রয়েছে আদালতের কাছে । তাই আজই তাঁকে জেরা শুরুর আদেশ দিল কলকাতা হাইকোর্ট । কাল ফের এই মামলার শুনানি । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরক্তি প্রকাশ করে বলেন, "অনেক হয়েছে । এসএসসির যে নিয়োগেই দুর্নীতি দেখব, সেখানেই তদন্তভার সিবিআইকে দেব ।" এসপি সিনহাকে আজ রাত 12 টার আগে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ।

সাংবাদিকদের মুখোমুখি আইনজীবী ফিরদৌস সামিম

আরও পড়ুন : SSC Recruitment Corraption Case : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ কমিটির উপদেষ্টার সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট

উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু একেক সময় একেক রকম উত্তর দেওয়ায় ক'দিন আগে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন এসপি সিনহা । ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য সংশোধন করে । কিন্তু আজ স্কুল সার্ভিস কমিশনের আরেকটি মামলায় বিচারপতি ফের পর্যবেক্ষণ করেন যে শান্তিপ্রসাদ সিনহার তত্ত্বাবধানেই নিয়োগ হয়েছিল । ক্ষুব্ধ বিচারপতি তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দেন ।

2016 সালে পরীক্ষার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছিল, তাতে একাধিক ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে । সেই সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে বহু ব্যক্তি স্কুল শিক্ষকের চাকরিতে নিযুক্ত হয়েছেন । কিন্তু এই সুপারিশপত্র কে বা কারা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয় । এই নিয়োগ প্রক্রিয়ায় টাকার লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন ।

এমনকি গতকাল এই মামলায় দেশের প্রধান বিচারপতির (Chief justice of India) হস্তক্ষেপ দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তাঁর দেওয়া একের পর এক সিবিআই অনুসন্ধানের নির্দেশকে খারিজ করছে অথবা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, তাতে ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন : SSC Recruitment Corruption Case : শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি হাইকোর্টের বিচারপতির

কলকাতা, 31 মার্চ : সিবিআই আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে, এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গ্রুপ-ডিতে 98 জন কর্মী নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ জেরার পরে তাঁকে গ্রেফতার করা যাবে কি না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনও নির্দেশ দেননি বিচারপতি (HC Justice Abhijit Gangopadhyay orders CBI to inquire former SSC advisor) ।

রাজ্যে বিভিন্ন স্কুলে লাগাতার বেআইনি নিয়োগ নিয়ে আদালতের কাছে একের পর এক মামলা আসছে ৷ সেক্ষেত্রে বহু মামলায় এসপি সিনহার নির্দেশ নিয়োগ হয়েছে বলে তথ্য রয়েছে আদালতের কাছে । তাই আজই তাঁকে জেরা শুরুর আদেশ দিল কলকাতা হাইকোর্ট । কাল ফের এই মামলার শুনানি । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরক্তি প্রকাশ করে বলেন, "অনেক হয়েছে । এসএসসির যে নিয়োগেই দুর্নীতি দেখব, সেখানেই তদন্তভার সিবিআইকে দেব ।" এসপি সিনহাকে আজ রাত 12 টার আগে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ।

সাংবাদিকদের মুখোমুখি আইনজীবী ফিরদৌস সামিম

আরও পড়ুন : SSC Recruitment Corraption Case : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিয়োগ কমিটির উপদেষ্টার সম্পত্তির হিসাব চাইল হাইকোর্ট

উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু একেক সময় একেক রকম উত্তর দেওয়ায় ক'দিন আগে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেন এসপি সিনহা । ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য সংশোধন করে । কিন্তু আজ স্কুল সার্ভিস কমিশনের আরেকটি মামলায় বিচারপতি ফের পর্যবেক্ষণ করেন যে শান্তিপ্রসাদ সিনহার তত্ত্বাবধানেই নিয়োগ হয়েছিল । ক্ষুব্ধ বিচারপতি তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নির্দেশ দেন ।

2016 সালে পরীক্ষার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করেছিল, তাতে একাধিক ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে । সেই সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে বহু ব্যক্তি স্কুল শিক্ষকের চাকরিতে নিযুক্ত হয়েছেন । কিন্তু এই সুপারিশপত্র কে বা কারা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয় । এই নিয়োগ প্রক্রিয়ায় টাকার লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন ।

এমনকি গতকাল এই মামলায় দেশের প্রধান বিচারপতির (Chief justice of India) হস্তক্ষেপ দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তাঁর দেওয়া একের পর এক সিবিআই অনুসন্ধানের নির্দেশকে খারিজ করছে অথবা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, তাতে ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন : SSC Recruitment Corruption Case : শিক্ষক নিয়োগে দুর্নীতিতে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি হাইকোর্টের বিচারপতির

Last Updated : Mar 31, 2022, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.