ETV Bharat / state

HC over Soumendu Adhikari: সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, রাজ্য সরকারকে নির্দেশ আদালতের - Soumendu Adhikari

সৌমেন্দু অধিকারীকে আগামী মঙ্গলবার পর্যন্ত কোনও ভাবে 'হেনস্থা' করা যাবে না ৷ আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিল রাজ্য সরকারকে (HC directs TMC Government over Soumendu Adhikari) ৷

Soumendu Adhikari
ETV Bharat
author img

By

Published : Dec 2, 2022, 1:23 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: সৌমেন্দু আধিকারিকে রক্ষাকবচ দিল হাইকোর্ট । তাঁর বিরুদ্ধে দায়ের হাওয়া নতুন মামলায় মঙ্গলবার, 6 ডিসেম্বর পর্যন্ত তাঁকে কোনও ভাবে 'হেনস্থা' করা যাবে না ৷ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন ৷ সোমবার, 5 ডিসেম্বর বেলা 2টোয় এই মামলার পরবর্তী শুনানি (HC directs TMC Government not to harass Soumendu Adhikari) ৷

অ্যাডভোকেট জেনারেল এই মামলার সওয়াল করবেন জানিয়ে অন্য সরকারি কৌঁসুলি এদিন শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন ৷ আদালতে লিখিতভাবে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে রক্ষাকবচের নির্দেশ না-দেওয়ার আবেদন করা হয় সরকারের তরফে । প্রথমে বিচারপতি তাঁকে সতর্ক করে বলেন, "রাজ্য চেয়েছে বলে সময় দিচ্ছি ৷ কিন্তু অতীতে এমন নজির আছে, কোর্টে আশ্বাস দিয়ে গিয়েও পুলিশ মামলাকারীকে গ্রেফতার করেছে ৷ এমন কিছু হলে আগামী শুনানিতে আপনার সমস্যা হবে ৷" যদিও সৌমেন্দুর আইনজীবীর আবেদনে ভিত্তিতে শেষ পর্যন্ত রক্ষাকবচের নির্দেশ দেন বিচারপতি ৷

আরও পড়ুন: কাঁথিতে শ্মশান জমি দুর্নীতিতে গ্রেফতার সৌমেন্দু অধিকারী-ঘনিষ্ঠ ঠিকাদার

আদালতের সতর্কতা সত্ত্বেও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয় কাঁথি থানায় ৷ টেন্ডারে সরকারি টাকা অপব্যবহার সংক্রান্ত মামলায় 28 নভেম্বর আদালতে শুনানি হয় । কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয় আদালত । তার একদিন পরেই ফের নতুন মামলা দায়ের করে সৌমেন্দু অধিকারীকে হেনস্থার চেষ্টা করেছে তৃণমূল সরকার, অভিযোগ তাঁর আইনজীবীর। অথচ নতুন মামলার কথা আদালতকে জানানোর প্রয়োজন বোধ করেনি পুলিশের দাবি ৷ বৃহস্পতিবার মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন সৌমেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানিতেই আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন: দুর্নীতি মামলায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু

কলকাতা, 2 ডিসেম্বর: সৌমেন্দু আধিকারিকে রক্ষাকবচ দিল হাইকোর্ট । তাঁর বিরুদ্ধে দায়ের হাওয়া নতুন মামলায় মঙ্গলবার, 6 ডিসেম্বর পর্যন্ত তাঁকে কোনও ভাবে 'হেনস্থা' করা যাবে না ৷ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন ৷ সোমবার, 5 ডিসেম্বর বেলা 2টোয় এই মামলার পরবর্তী শুনানি (HC directs TMC Government not to harass Soumendu Adhikari) ৷

অ্যাডভোকেট জেনারেল এই মামলার সওয়াল করবেন জানিয়ে অন্য সরকারি কৌঁসুলি এদিন শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন ৷ আদালতে লিখিতভাবে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে রক্ষাকবচের নির্দেশ না-দেওয়ার আবেদন করা হয় সরকারের তরফে । প্রথমে বিচারপতি তাঁকে সতর্ক করে বলেন, "রাজ্য চেয়েছে বলে সময় দিচ্ছি ৷ কিন্তু অতীতে এমন নজির আছে, কোর্টে আশ্বাস দিয়ে গিয়েও পুলিশ মামলাকারীকে গ্রেফতার করেছে ৷ এমন কিছু হলে আগামী শুনানিতে আপনার সমস্যা হবে ৷" যদিও সৌমেন্দুর আইনজীবীর আবেদনে ভিত্তিতে শেষ পর্যন্ত রক্ষাকবচের নির্দেশ দেন বিচারপতি ৷

আরও পড়ুন: কাঁথিতে শ্মশান জমি দুর্নীতিতে গ্রেফতার সৌমেন্দু অধিকারী-ঘনিষ্ঠ ঠিকাদার

আদালতের সতর্কতা সত্ত্বেও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয় কাঁথি থানায় ৷ টেন্ডারে সরকারি টাকা অপব্যবহার সংক্রান্ত মামলায় 28 নভেম্বর আদালতে শুনানি হয় । কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয় আদালত । তার একদিন পরেই ফের নতুন মামলা দায়ের করে সৌমেন্দু অধিকারীকে হেনস্থার চেষ্টা করেছে তৃণমূল সরকার, অভিযোগ তাঁর আইনজীবীর। অথচ নতুন মামলার কথা আদালতকে জানানোর প্রয়োজন বোধ করেনি পুলিশের দাবি ৷ বৃহস্পতিবার মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন সৌমেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানিতেই আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আরও পড়ুন: দুর্নীতি মামলায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই সৌমেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.